কলকাতা, 28 জুন: হকার উচ্ছেদ অভিযান এখন স্থগিত ৷ শুক্রবার থেকে শুরু হল সার্ভে করার প্রাথমিক কাজ ৷ এবার গড়িয়াহাট, বড়বাজার, হাতিবাগান, নিউমার্কেট, গ্র্যান্ড হোটেল চত্বরে হকার পরিস্থিতি খতিয়ে দেখতে রাস্তায় নামল কলকাতা পুরনিগমের বিশেষ দল ৷
এদিকে এদিন বিকেলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গঠিত হাইপাওয়ার কমিটির সদস্যরা মেয়র ফিরহাদ হাকিম, মন্ত্রী অরূপ বিশ্বাস, বিধায়ক তথা মেয়র পরিষদ দেবাশিস কুমার, ডেপুটি মেয়র অতীন ঘোষ, কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল প্রাথমিক রিপোর্ট নিয়ে বিধানসভায় পৌঁছলেন ৷
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তৈরি করা হাই পাওয়ার কমিটি আজ কলকাতা কর্পোরেশনে বৈঠক বসে ৷ কলকাতার বেআইনি হকার ও পার্কিং এই দুই বিষয়ে আলোচনা হয় বৈঠকে ৷ উপস্থিত ছিলেন মেয়র ফিরহাদ হাকিম, মন্ত্রী অরূপ বিশ্বাস, মলয় ঘটক, দেবাশিস কুমার, অতীন ঘোষ, কলকাতার নগরপাল বিনীত কুমার গোয়েল, পৌর ও নগরোন্নয়ন সচিব বিনোদ কুমার, ট্রাফিক কর্তা সন্তোষ কুমার পাণ্ডে ৷ বৈঠকে সার্বিক ভাবে হকার ও পার্কিং নিয়ে পুলিশ ও কর্পোরেশন সমন্বয় রেখে পরিকল্পনার সিদ্ধান্ত হয়েছে। বৈঠক শেষে তাঁরা বেরিয়ে আচমকাই নিউ মার্কেট চত্বর ঘুরে দেখেন ৷ কথা বলেন হকারদের সঙ্গে ৷