কলকাতা, 22 অক্টোবর: ফের বঙ্গে দুর্যোগের আশঙ্কা । ঘূর্ণিঝড় 'দানা' প্রতিবেশী রাজ্য ওড়িশায় আছড়ে পড়লেও তার প্রভাব থেকে বাদ যাবে না পশ্চিমবঙ্গ । খাস কলকাতায় ঝড় ও বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস । লাগাতার দু'দিন বৃষ্টি বা ঝড় হলে কীভাবে নাগরিকদের নিরাপদ রাখা হবে, সেই প্রস্তুতি শুরু করে দিয়েছে কলকাতা পুরনিগম । প্রতি বরো দফতরে মোতায়েন হয়েছে গ্যাং । হাই মাস্ট লাইট বা সুউচ্চ বাতিস্তম্ভ থেকে আলো নামানো, পোর্টেবল পাম্প বিভিন্ন এলাকায় পাঠানো, প্যান্ডেল ও হোর্ডিং-ব্যানার খোলায় তৎপর কর্তৃপক্ষ ।
কলকাতা পুরনিগম সূত্রে খবর, ঘূর্ণিঝড় 'দানা'র দাপটে আগামী বৃহস্পতিবার ও শুক্রবার ব্যাপক বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা কলকাতায় । প্রবল বেগে বইতে পারে বাতাস । বিপদ এড়াতে ইতিমধ্যেই কলকাতার বিভিন্ন এলাকায় রাস্তার মোড়ে সুউচ্চ বাতিস্তম্ভ নামিয়ে ফেলার কাজ চলছে । অন্যদিকে পুজো মিটলেও শহরের বিভিন্ন এলাকায় বাঁশের কাঠামোয় গেট বা হোর্ডিং যেমনকার তেমন রয়ে গিয়েছে । সেগুলো ক্লাব কর্তৃপক্ষকে খুলে নিতে বলা হয়েছে ৷ একইসঙ্গে, পুরনিগমের দল নামছে রাস্তায় ৷ ঝুঁকিপ্রবণ সমস্ত এলাকায় হোর্ডিং খুলে দেওয়ার কাজ করবে তারা ।
পাশাপাশি কলকাতা পুরনিগমের বরো অফিসের তরফে বিপজ্জনক বাড়িগুলির বাসিন্দাদের সতর্ক করা হয়েছে । তাদের আবেদন করা হয়েছে, ঝড় বৃষ্টির দুটো দিন যেন তাঁরা অস্থায়ী শিবির ও এলাকার স্কুল বাড়িগুলিতে আশ্রয় নেন । ঝড়-জল থামলে ফের বাড়িতে ফিরে আসবেন সকলে ৷ কলকাতায় ভারী বৃষ্টি হলে দীর্ঘ সময় জল জমা এড়ানোর দিকে বিশেষভাবে নজর রাখছে কলকাতা পুরনিগম ।