পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ব্লু লাইনে আজ কমছে মেট্রোর সংখ্যা, কী পরিবর্তন হল ?

ছুটির দিনে অনেক কম যাত্রীদের আনাগোনা থাকে । ফলে কমানো হয়েছে মেট্রো পরিষেবার সংখ্যাও । আজ 288টির পরিবর্তে সারাদিনে 236টি পরিষেবা চলবে ব্লু লাইনে ।

METRO TO RUN 236 SERVICES IN BLUE LINE ON 01.11.2024
কমানো হয়েছে মেট্রো পরিষেবার সংখ্যা (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : 4 hours ago

কলকাতা, 1 নভেম্বর: উৎসবের মরশুম চলছে ৷ ছুটির মেজাজ ৷ তারমধ্যেই কলকাতা মেট্রোরেল কর্তৃপক্ষ জানিয়েছে । আজ ব্লু লাইনে কমছে মেট্রোর সংখ্যা । সাধারণত ব্লু লাইনে সারাদিনে চলে 288টি মেট্রো । তবে দীপাবলি চলায় স্বাভাবিকভাবেই স্কুল-কলেজ এবং বেশিরভাগ অফিসেই রয়েছে ছুটি । ফলে অফিস টাইমে ব্লু লাইন বা মেন লাইনে যত পরিমাণে যাত্রী ভিড় হয়, ছুটির দিনে তার চেয়ে অনেক কম যাত্রীদের আনাগোনা থাকে । তাই কমানো হয়েছে মেট্রো পরিষেবার সংখ্যাও ।

আজ 288টির পরিবর্তে সারাদিনে 236টি পরিষেবা চলবে । এই সংখ্যার মধ্যে 118টি আপ ও 118টি ডাউন ।

আজ দিনের প্রথম পরিষেবা:

  • দমদম থেকে কবি সুভাষ যাওয়ার দিনের প্রথম মেট্রো সার্ভিস সকাল 6:50 মিনিটে । সময়সূচি অপরিবর্তিত থাকছে ।
  • কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত যাওয়ার দিনের প্রথম মেট্রো পাওয়া যাবে সকাল 6:50 মিনিটে । সময়সূচি অপরিবর্তিত থাকছে ।
  • দমদম থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত যাওয়ার দিনের প্রথম মেট্রো পাওয়া যাবে সকাল 6:55 মিনিটে । সময়সূচি অপরিবর্তিত থাকছে ।
  • দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ পর্যন্ত যাওয়ার দিনের প্রথম মেট্রো পাওয়া যাবে সকাল 7টার সময় । সময়সূচি অপরিবর্তিত থাকছে ।

আরও পড়ুন:

দিনের শেষ পরিষেবা:

  • দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ যাওয়ার দিনের শেষ মেট্রো পাওয়া যাবে রাত 9:28 মিনিটে । সময়সূচি অপরিবর্তিত থাকছে ।
  • কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত যাওয়ার দিনের শেষ মেট্রো পাওয়া যাবে রাত 9:30 মিনিটে । সময়সূচি অপরিবর্তিত থাকছে ।
  • দমদম থেকে কবি সুভাষ পর্যন্ত যাওয়ার দিনের শেষ মেট্রো পাওয়া যাবে রাত 9:40 মিনিটে । সময়সূচি অপরিবর্তিত থাকছে ।
  • কবি সুভাষ থেকে দমদম পর্যন্ত যাওয়ার দিনের শেষ মেট্রো পাওয়া যাবে রাত 9:40 মিনিটে । সময়সূচি অপরিবর্তিত থাকছে ।

রাত্রিকালীন পরিষেবার কোনও পরিবর্তন করা হয়নি । অন্যান্য দিনের মতো কবি সুভাষ থেকে দমদম যাওয়ার রাত্রিকালীন মেট্রো পাওয়া যাবে রাত 10.40 মিনিটে । গ্রিন লাইন ওয়ান, গ্রিন লাইন টু, পারপেল লাইন এবং অরেঞ্জ লাইনে স্বাভাবিক দিনে যেরকম পরিষেবা চলে সেরকমই চলবে ।

আরও পড়ুন:

ABOUT THE AUTHOR

...view details