পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

যাত্রীদের জন্য সুখবর ! আরও সকালে মিলবে মেট্রো, জেনে নিন সময়সূচি - Blue Line Metro Service in Kolkata - BLUE LINE METRO SERVICE IN KOLKATA

New Metro Service in Blue Line: ব্লু লাইনে বাড়ছে মেট্রোর সংখ্যা ৷ এমনটাই জানানো হয়েছে কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষের তরফে। কবে কোথা থেকে ছাড়বে, জেনে নিন সূচি ৷

New Metro Service in Blue Line
আরও সকালে মিলবে মেট্রো, জেনে নিন সময়সূচি (ফাইল চিত্র)

By ETV Bharat Bangla Team

Published : Sep 4, 2024, 9:07 AM IST

কলকাতা, 4 সেপ্টেম্বর: মেট্রো যাত্রীদের জন্য সুখবর ! ব্লু লাইনে আগামী বৃস্পতিবার থেকে বাড়ছে মেট্রোর সংখ্যা ৷ এমনটাই জানানো হয়েছে কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষের তরফে।

5 সেপ্টেম্বর অর্থাৎ বৃহস্পতিবার থেকে নর্থ-সাউথ করিডোরে সোম থেকে শুক্রবারের মধ্যে বাড়তে চলেছে সারাদিনে মেট্রোর সংখ্যা। বর্তমানে এই লাইনে সারাদিনে 288টি পরিষেবা চলে ৷ তবে 5 সেপ্টেম্বর অতিরিক্ত দু'টি পরিষেবা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মেট্রো রেল কর্তৃপক্ষ ৷ অর্থাৎ এবার থেকে সারাদিনে এই রুট 288টির পরিবর্তে চলবে 290টি পরিষেবা। এই মোট সংখ্যার মধ্যে 145টি আপ ও 145টি ডাউন। তবে শনি ও রবিবার নয়, সোম থেকে শুক্র সারাদিনে চালানো হবে 290টি পরিষেবা ৷

যে দুটি অতিরিক্ত পরিষেবা চালানো হবে তার মধ্যে একটি পরিষেবা দেওয়া হবে মহানায়ক উত্তম কুমার স্টেশন ও দক্ষিণেশ্বরের মধ্যে এবং অপরটি দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ মেট্রো স্টেশন পর্যন্ত। মহানায়ক উত্তম কুমার থেকে সকাল 6:55 মিনিটে দক্ষিণেশ্বরের উদ্দেশ্যে ছাড়বে। অন্যদিকে, দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ পর্যন্ত যাওয়ার মেট্রোটি ছাড়বে সকাল 7:54 মিনিটে।

আগামী 5 সেপ্টেম্বর থেকে ব্লু লাইনে সোম থেকে শুক্র মেট্রো সময়সূচি:

দিনের প্রথম পরিষেবা:

দমদম থেকে কবি সুভাষ যাওয়ার দিনের প্রথম মেট্রো ছাড়বে সকাল 6:50 মিনিটে ৷

কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর যাওয়ার দিনের প্রথম মেট্রো ছাড়বে সকাল 6:50 মিনিটে।

মহানায়ক উত্তম কুমার থেকে দক্ষিণেশ্বর যাওয়ার দিনের প্রথম মেট্রো ছাড়বে সকাল 6:55 মিনিটে।

দমদম থেকে দক্ষিণেশ্বর যাওয়ার দিনের প্রথম মেট্রো ছাড়বে সকাল 6:55 মিনিটে।

দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ যাওয়ার দিনের প্রথম মেট্রো ছাড়বে সকাল 7:00 টার সময়।

দিনের শেষ মেট্রোর সময়সূচি:

দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ যাওয়ার দিনের শেষ মেট্রো ছাড়বে রাত 9:28 মিনিটে।

কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর যাওয়ার দিনের শেষ মেট্রো ছাড়বে রাত 9:30 মিনিটে।

দমদম থেকে কবি সুভাষ যাওয়ার দিনের শেষ মেট্রো ছাড়বে রাত 9:40 মিনিটে।

কবি সুভাষ থেকে দমদম যাওয়ার দিনের শেষ মেট্রো ছাড়বে রাত 9:40 মিনিটে।

ব্লু লাইনে সোমবার থেকে শুক্রবার পর্যন্ত যে স্পেশাল নাইট সার্ভিস মেট্রো চালানো হয় সেটির সময় অপরিবর্তিত থাকছে ৷ অর্থাৎ স্পেশাল ট্রেনটি কবি সুভাষ থেকে দমদম পর্যন্ত যাওয়ার জন্য ছাড়বে রাত 10.40 মিনিটে।

ABOUT THE AUTHOR

...view details