পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

জঞ্জালের শহরের তালিকায় শীর্ষে কলকাতা, রেবন্ত রেড্ডির মন্তব্যের প্রতিবাদ ফিরহাদের - KOLKATA GARBAGE CITY

তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডির দাবি, জঞ্জালের শহরের তালিকার শীর্ষে রয়েছে কলকাতা ৷ তাঁর এই মন্তব্যের প্রতিবাদ করেছেন ফিরহাদ হাকিম ৷

KOLKATA GARBAGE CITY
জঞ্জালের শহরের তালিকায় শীর্ষে কলকাতা, রেবন্ত রেড্ডির মন্তব্যের প্রতিবাদ ফিরহাদের (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : Dec 6, 2024, 8:55 PM IST

কলকাতা, 6 ডিসেম্বর: তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি একটি অনুষ্ঠানে দূষণ প্রসঙ্গে বলতে গিয়ে মন্তব্য করেন, জঞ্জলময় শহরের তালিকা করলে দেশের প্রথম দিকে কলকাতার নাম আসে । এই মন্তব্যের সমালোচনা করলেন কলকাতার মেয়র এবং রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম । তিনি বলেন, ‘‘রেভন্ত কী বললেন, তার দরকার নেই । আমার এখনকার মানুষ কী বলছেন, সেটাই বড় বিষয় ।’’

তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী একটি জনসভায় দেশের দূষণ প্রসঙ্গ নিয়ে বলতে গিয়ে মেট্রোপলিটন সিটিগুলোর অবস্থার বর্ণনা দেন । দিল্লি নিয়ে নানা কথা বলেন ৷ তিনি বোঝান যে দিল্লি, মুম্বই, চেন্নাই, কলকাতা এই সমস্ত মহানগরের পরিস্থিতির তুলনায় হায়দরাবাদ অনেকটা ভালো জায়গায় আছে । সেই বিষয় তুলে ধরেই বোঝাতে গিয়ে তিনি জঞ্জাল প্রসঙ্গে দাবি করেন, যদি দেশের একাধিক জঞ্জালনয় শহরের নাম বলতে হয়, তাহলে কলকাতার নাম উপরের দিকে থাকবে ।

রেভন্তের এই বক্তব্যের প্রতিক্রিয়া দিয়েছেন পশ্চিমবঙ্গের পুর ও নগরোন্নয়ন দফতরের মন্ত্রী ও কলকাতার মেয়র ফিরহাদ হাকিম । এদিন তিনি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, "তিনি কোনোদিন আসেননি কলকাতায় । আপনি তো কলকাতার বাসিন্দা আপনি প্রতিবাদ করলেন না কেন ? রেবন্ত রেড্ডি কী বলল, তার সার্টিফিকেট আমার দরকার নেই । আমার মানুষ কী বলছে, সেই সার্টিফিকেট দরকার ।’’

মেয়র আরও বলেন, ‘‘সেটা হল 144 ওয়ার্ডে 134টি আসন দিয়ে মানুষ বলেছে তৃণমূল ভালো কাজ করছে, তাই তাকে আবার ভোট দিলাম । এখানে কলকাতার 11টা আসনে 11 জন বিধায়ক । এখানে দু’জন সাংসদ ৷ কলকাতা পরিষ্কার আছে বলেই ভোট দিয়েছে । কলকাতা এখন পরিচ্ছন্ন শহর । জানি না কোথা থেকে কী বলছে, হয়তো বিজেপির থেকে কোনও ফান্ড নিতে হবে৷ তাই সন্তুষ্ট করতে বলেছে ।"

ABOUT THE AUTHOR

...view details