কলকাতা, 6 ডিসেম্বর: তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি একটি অনুষ্ঠানে দূষণ প্রসঙ্গে বলতে গিয়ে মন্তব্য করেন, জঞ্জলময় শহরের তালিকা করলে দেশের প্রথম দিকে কলকাতার নাম আসে । এই মন্তব্যের সমালোচনা করলেন কলকাতার মেয়র এবং রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম । তিনি বলেন, ‘‘রেভন্ত কী বললেন, তার দরকার নেই । আমার এখনকার মানুষ কী বলছেন, সেটাই বড় বিষয় ।’’
তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী একটি জনসভায় দেশের দূষণ প্রসঙ্গ নিয়ে বলতে গিয়ে মেট্রোপলিটন সিটিগুলোর অবস্থার বর্ণনা দেন । দিল্লি নিয়ে নানা কথা বলেন ৷ তিনি বোঝান যে দিল্লি, মুম্বই, চেন্নাই, কলকাতা এই সমস্ত মহানগরের পরিস্থিতির তুলনায় হায়দরাবাদ অনেকটা ভালো জায়গায় আছে । সেই বিষয় তুলে ধরেই বোঝাতে গিয়ে তিনি জঞ্জাল প্রসঙ্গে দাবি করেন, যদি দেশের একাধিক জঞ্জালনয় শহরের নাম বলতে হয়, তাহলে কলকাতার নাম উপরের দিকে থাকবে ।