কলকাতা, 5 মে: দেশের মেগা সিটিগুলির বনাঞ্চল নিয়ে কেন্দ্রীয় সমীক্ষার রিপোর্ট প্রকাশিত হয়েছে সম্প্রতি ৷ রিপোর্ট বলছে, 2011 থেকে 2021 সাল পর্যন্ত 10 বছরে দেশের মধ্যে সবুজের আচ্ছাদন সবচেয়ে বেশি কমেছে মোদিরাজ্যের আমেদাবাদ শহরে, যা প্রায় 48 শতাংশ ৷ এর পরের স্থানেই আছে পশ্চিমবঙ্গের কলকাতা ৷ বিগত দশ বছরে সবুজ কমেছে 30 শতাংশ ৷ তৃতীয় স্থানে বেঙ্গালুরু ৷ একই সময়কালে মাত্র 5 শতাংশ সবুজ কমেছে গার্ডেন সিটিতে ৷ তবে সবুজের যে আচ্ছাদন কলকাতা হারিয়েছে, তা ফেরানো কঠিন বলেই জানাচ্ছে কলকাতা পৌরনিগম ৷
- দেশের অন্যতম মেগা সিটি আমেদাবাদে 2011 সালে বনাঞ্চল ছিল 17.96 বর্গ কিলোমিটার ৷ কমে হয়েছে 9.41 বর্গ কিলোমিটার ৷ মাঝারি গভীর অরণ্য ও গাছগাছালি রয়েছে এমন জায়গা 9.41 বর্গ কিলোমিটার ৷
- কলকাতায় 2.52 বর্গ কিলোমিটার অরণ্যাঞ্চল ছিল ৷ মাঝারি-গভীর অরণ্য, গাছগাছালি এলাকা কমে 2021 সালে দাঁড়িয়েছে 1.77 বর্গ কিলোমিটার ৷ বেঙ্গালুরু শহরে 94 বর্গ কিলোমিটার সবুজ কমে দাঁড়িয়েছে 89.02 বর্গ কিলোমিটার ৷
- তবে এই তিন শহর ছাড়া অন্যান্য শহরগুলিতে সবুজ বেড়েছে ৷ তামিলনাড়ুর চেন্নাইয়ে 2011 সালে ছিল 18.2 বর্গ কিলোমিটার ৷ 2021 সালে 26 শতাংশ বেড়ে হয়েছে 22.70 বর্গ কিলোমিটার ৷ দিল্লির সবুজ বেড়েছে 11 শতাংশ এবং মুম্বইতে 9 শতাংশ ৷ এই শহরগুলিকে ছাড়িয়ে গিয়েছে হায়দরাবাদ ৷ এই 10 বছর সময়কালে সবুজ বেড়েছে প্রায় 147 শতাংশ ৷
কলকাতার এই অবস্থায় উদ্বিগ্ন পরিবেশ সচেতন মানুষ থেকে পরিবেশ আন্দোলনের কর্মীরা ৷ তাদের প্রশ্ন ফের সবুজ হবে শহর ? কমবে দূষণ, নিয়ন্ত্রণ আসবে তাপমাত্রা ?