কলকাতা, 10 জুন: প্রতিবারের মতো এবারও ঈদের মাসে একটানা বেশ কিছুদিন বন্ধ থাকবে ভারত-বাংলাদেশ মৈত্রী ও বন্ধন এক্সপ্রেসের পরিষেবা । সোমবার পূর্বরেলের তরফে এমনটাই জানানো হয়েছে । বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষের অনুরোধে বাংলাদেশে ঈদ-উল-আজহা উপলক্ষে চলতি মাসের বেশ কিছুদিন বাতিল থাকছে মৈত্রী ও বন্ধনের পরিষেবা ।
- 13109/13110 কলকাতা-ঢাকা ক্যান্টনমেন্ট-কলকাতা মৈত্রী এক্সপ্রেস, 13107/13108 ঢাকা ক্যান্টনমেন্ট-কলকাতা-ঢাকা ক্যান্টনমেন্ট মৈত্রী এক্সপ্রেস এবং 13129/13130 কলকাতা-খুলনা-কলকাতা বন্ধন এক্সপ্রেস ৷
- 13107 ঢাকা ক্যান্টনমেন্ট-কলকাতা মৈত্রী এক্সপ্রেস (যাত্রা শুরু 14.06.2024, 16.06.2024, 18.06.2024 এবং 21.06.2024 তারিখে)
- 13110 ঢাকা ক্যান্টনমেন্ট-কলকাতা মৈত্রী এক্সপ্রেস (যাত্রা শুরু 15.06.2024, 19.06.2024 এবং 22.06.2024 তারিখে)
- 13108 কলকাতা-ঢাকা ক্যান্টনমেন্ট মৈত্রী এক্সপ্রেস (যাত্রা শুরু 15.06.2024, 17.06.2024, 19.06.2024 এবং 22.06.2024 তারিখে)
- 13109 কলকাতা-ক্যান্টনমেন্ট মৈত্রী এক্সপ্রেস (যাত্রা শুরু 14.06.2024, 18.06.2024 এবং 21.06.2024 তারিখে)
- 13129 কলকাতা-খুলনা বন্ধন এক্সপ্রেস (যাত্রা শুরু 16.06.2024 এবং 20.06.2024 তারিখে)
- 13130 খুলনা-কলকাতা বন্ধন এক্সপ্রেস (যাত্রা শুরু 16.06.2024 এবং 20.06.2024 তারিখে)
মৈত্রী ও বন্ধনের পর এবার চালু হচ্ছে দুই বাংলার আন্তর্জাতিক বাস পরিষেবা