পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

সাময়িক বাতিল থাকছে দুই বাংলার মৈত্রী ও বন্ধন এক্সপ্রেস পরিষেবা - Maitri and Bandhan Express Service

Maitri-Bandhan Express Service: বাংলাদেশে ঈদ উৎসব পালনে ট্রেনের সময়ানুবর্তিতা বজায় রাখতে প্রতি বছরের ন্যায় এবারও বেশ কিছুদিন বন্ধ থাকছে কলকাতা-বাংলাদেশ ট্রেন পরিষেবা ৷ বিস্তারিত জানতে পড়ুন নিম্নলিখিত প্রতিবেদন ৷

Eastern Railway
কলকাতা বাংলাদেশ ট্রেন পরিষেবা বন্ধ থাকবে কয়েকদিন (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : Jun 10, 2024, 5:24 PM IST

কলকাতা, 10 জুন: প্রতিবারের মতো এবারও ঈদের মাসে একটানা বেশ কিছুদিন বন্ধ থাকবে ভারত-বাংলাদেশ মৈত্রী ও বন্ধন এক্সপ্রেসের পরিষেবা । সোমবার পূর্বরেলের তরফে এমনটাই জানানো হয়েছে । বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষের অনুরোধে বাংলাদেশে ঈদ-উল-আজহা উপলক্ষে চলতি মাসের বেশ কিছুদিন বাতিল থাকছে মৈত্রী ও বন্ধনের পরিষেবা ।

বিষয়টি নিয়ে পূর্বরেলের জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্রের বক্তব্য (ইটিভি ভারত)
নীচে লেখা পরিষেবাগুলি যে যে দিনে বাতিল থাকছে তার তালিকা একনজরে :
  • 13109/13110 কলকাতা-ঢাকা ক্যান্টনমেন্ট-কলকাতা মৈত্রী এক্সপ্রেস, 13107/13108 ঢাকা ক্যান্টনমেন্ট-কলকাতা-ঢাকা ক্যান্টনমেন্ট মৈত্রী এক্সপ্রেস এবং 13129/13130 কলকাতা-খুলনা-কলকাতা বন্ধন এক্সপ্রেস ৷
  • 13107 ঢাকা ক্যান্টনমেন্ট-কলকাতা মৈত্রী এক্সপ্রেস (যাত্রা শুরু 14.06.2024, 16.06.2024, 18.06.2024 এবং 21.06.2024 তারিখে)
  • 13110 ঢাকা ক্যান্টনমেন্ট-কলকাতা মৈত্রী এক্সপ্রেস (যাত্রা শুরু 15.06.2024, 19.06.2024 এবং 22.06.2024 তারিখে)
  • 13108 কলকাতা-ঢাকা ক্যান্টনমেন্ট মৈত্রী এক্সপ্রেস (যাত্রা শুরু 15.06.2024, 17.06.2024, 19.06.2024 এবং 22.06.2024 তারিখে)
  • 13109 কলকাতা-ক্যান্টনমেন্ট মৈত্রী এক্সপ্রেস (যাত্রা শুরু 14.06.2024, 18.06.2024 এবং 21.06.2024 তারিখে)
  • 13129 কলকাতা-খুলনা বন্ধন এক্সপ্রেস (যাত্রা শুরু 16.06.2024 এবং 20.06.2024 তারিখে)
  • 13130 খুলনা-কলকাতা বন্ধন এক্সপ্রেস (যাত্রা শুরু 16.06.2024 এবং 20.06.2024 তারিখে)

মৈত্রী ও বন্ধনের পর এবার চালু হচ্ছে দুই বাংলার আন্তর্জাতিক বাস পরিষেবা

তবে এই পরিষেবা বাতিল থাকা কোনও ব্যতিক্রমী ঘটনা নয় । কারণ প্রতি বছরই ঈদ উপলক্ষে বন্ধ থাকে এই দুটি ট্রেনের পরিষেবা । সেই মতো এবছরেও বন্ধ থাকবে রেল পরিষেবা । বাংলাদেশে ঈদ উৎসব পালনের জন্য যাতে ট্রেনের সময়ানুবর্তিতা বজায় রাখা যায় তাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।

প্রসঙ্গত, ঢাকা ও জলপাইগুড়ি রুটে যাতায়াত করে মিতালী এক্সপ্রেস । ঢাকা ও কলকাতার মধ্যে যাতায়াত করে মৈত্রী এক্সপ্রেস । খুলনা এবং কলকাতার মধ্যে চলাচল করে বন্ধন এক্সপ্রেস । এই ট্রেনগুলি বাণিজ্যিকভাবে যতটা সফল ততটাই জনপ্রিয় দুই বাংলার যাত্রীদের মধ্যে । বছরের অন্যান্য সময় যাত্রীদের মধ্যে এই ট্রেনগুলির চাহিদা খুব বেশি থাকলেও ঈদের সময় যেহেতু অনেক আগেই বাড়ি ফেরেন মানুষজন তাই উৎসবের সময় তেমন একটা যাত্রী ভিড় থাকে না। বছরের বাকি সময় বাংলাদেশ থেকে এই ট্রেনগুলোতে করে ওপার বাংলার মানুষ ভারতে আসেন মূলত চিকিৎসা করাতে । এদের মধ্যে বেশিরভাগ মানুষই মধ্যবিত্ত । তাই এই ট্রেনগুলো তাঁদের পক্ষে আর্থিকভাবে খুবই সুবিধাজনক ।

ABOUT THE AUTHOR

...view details