পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ঘণ্টা দুয়েকের ঝড়-বৃষ্টিতে ভেঙে পড়ল শতাধিক পূর্ণবয়স্ক গাছ, চিন্তায় কলকাতা পৌরনিগম - trees uprooted across kolkata - TREES UPROOTED ACROSS KOLKATA

KMC on Tree Uprooted: মাত্র কয়েকঘণ্টার ঝড়-বৃষ্টি ৷ আর তাতেই উপড়ে গিয়েছে 120টিরও বেশি গাছ ৷ এই তীব্র গরম থেকে বৃষ্টি রেহাই দিয়েছে ৷ তবে এতগুলি বড় গাছ পড়ে যাওয়ায় স্বাভাববিকভাবে চিন্তার ভাঁজ কলকাতা পৌরনিগমের কপালে ৷

Thunderstorm affect Kolkata
কলকাতায় শতাধিক গাছ উপড়ে গিয়েছে কিছুক্ষণের ঝড়বৃষ্টিতে (নিজস্ব চিত্র)

By ETV Bharat Bangla Team

Published : May 8, 2024, 7:18 AM IST

কলকাতা, 8 মে: তীব্র দহনজ্বালা জুড়িয়ে দিয়েছে সপ্তাহের প্রথম দিনের সন্ধ্যায় নামা বৃষ্টি ৷ তবে সেই ঘণ্টা দুয়েকের ঝড়-বৃষ্টির দাপটে শহরে ফিকে হওয়া সবুজে ফের ক্ষত দেখা দিল ৷ এই ঝড়ে তুলো, কদম, কৃষ্ণচূড়া, বট, দেবদারু ও আম মিলিয়ে বিভিন্ন ধরনের প্রায় 120টিরও বেশি বড় গাছ উপড়ে গিয়েছে ৷ মহানগরের সবুজ যখন কমতে কমতে তলানিতে, তখন এমন ঘটনা কার্যত চিন্তায় ফেলেছে কলকাতা পৌরনিগমের উদ্যান বিভাগের কর্তাদের ৷

সোমবারের কালবৈশাখীর ঝড়জলের দাপটে মহানগরের বেশ কিছু এলাকা বিচ্ছিন্নভাবে লন্ডভন্ড হয়ে যায় ৷ ঘণ্টায় হাওয়ার দাপট ছিল 77 কিলোমিটার ৷ আর তার জেরেই কলকাতার বিভিন্ন এলাকায় 120টিরও বেশি পূর্ণবয়স্ক গাছ পড়ে গিয়েছে ৷ তবে সবচেয়ে বেশি গাছ উপড়ে যাওয়ার তালিকায় প্রথম স্থানে বরো 7 এবং দ্বিতীয় বরো 3 ৷

কেন এমন অবস্থা ? এই বিষয়ে কলকাতা পৌরনিগমের এক আধিকারিক বলেন, "শহরে গাছগুলি মাথায় যত বাড়ে শিকড় ততটা গভীর নয় ৷ চারদিকে ছড়াতে পারে না ৷ আবার বিভিন্ন পরিষেবার জন্য যখন ফুটপাত বা রাস্তা কাটা হয়, কাজ হয় সেক্ষেত্রে সচেতন না হয়েই শিকড় কেটে দেওয়া হয় ৷ ফলে গোড়া আলগা হয়ে যায় । তা উপর থেকে বোঝা যায় না ৷ কিন্তু এমন ঝড়জলের সময় মুহূর্তে উপড়ে যায় ৷ তাই আমরা যে সব গাছ নতুন করে রোপণ করছি, সেগুলি হয় কম উচ্চতার, আর না হলে গভীরে যাবে ।"

সম্প্রতি কেন্দ্রীয় পরিবেশ ও অরণ্য মন্ত্রণালয়ের প্রকাশিত রিপোর্টে বলা হয়েছে 2011 থেকে 2021 পর্যন্ত দশ বছরে প্রায় 30 শতাংশ সবুজ কমেছে তিলোত্তমায় ৷ তার উপর সামান্য কালবৈশাখী ঝড়ের প্রভাবে এই অবস্থা । সবুজ যেমন কমছে, তেমনই বিকল্প সবুজায়ন করার কথা পরিকল্পনা করছে কলকাতা পৌরনিগম ৷ তবে এইভাবে গাছ কমতে থাকলে আগামী 50 বছরের মধ্যে শহরের অবস্থা খুব খারাপ হবে বলেই আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা ৷

আরও পড়ুন :

  1. কবিগুরুর শান্তিনিকেতনে প্রাচীন গাছগুলি কাটা হচ্ছে নির্বিচারে, সরব ঠাকুর পরিবার
  2. ধ্বংস নয়, প্রাণ সঞ্চারকারী 'বোমা' বানাচ্ছেন ওরা
  3. গাছ লাগানোর জায়গা চাই, সেনা থেকে বন্দর ও হাওড়া কর্পোরেশনকে বৈঠকে ডাক মন্ত্রীর

ABOUT THE AUTHOR

...view details