কলকাতা, 6 জুলাই:বেশ কয়েকদিন ধরে শহরে একাধিক অশান্তি ঘটনা ঘটছে ৷ কোথাও গণধোলাই তো আবার কোথাও গুলি চালানোর মতো অপরাধমূলক ঘটনা ঘটেছে । এরপরই শনিবার কলকাতা পুরনিগমে 'টক টু মেয়র' অনুষ্ঠানের পর শহরের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন মেয়র ফিরহাদ হাকিম ৷ তবে গুলি চালানোর ঘটনায় বাংলার যোগ নেই বলে জানিয়েছেন তিনি ৷
শহরে গুলি চালনার ঘটনা থেকে গটপিটুনি নিয়ে উদ্বিগ্ন মেয়র ফিরহাদ হাকিম (ইটিভি ভারত) এদিন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম বলেন, "আমরাও পরিবার নিয়ে বাস করি ৷ কাল যদি আমাদের উপর আক্রমণ হয় ৷" যাতে স্পষ্ট শহরের বারবার গুলি চালানোর ঘটনায় যে উদ্বেগ বাড়ছে ৷ সম্প্রতি লেক কালীবাড়ির পাশের গেস্ট হাউসে এবং টালিগঞ্জে গুলি চালানোর ঘটনার প্রসঙ্গ টেনেই মেয়র ফিরহাদ হাকিম বলেন, "গুলি চালানোর ঘটনায় বাংলার মানুষের কোনও যোগ নেই ৷ বিহার, ঝাড়খণ্ডের ছেলেরা বাংলায় এসে এই ধরনের অপরাধ করে পালিয়ে যাচ্ছে ৷"
প্রসঙ্গত, গত মঙ্গলবার প্রেমের সম্পর্কে প্রেমিকাকে গুলি চালানোর ঘটনা ঘটেছে ৷ এরপরই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতা পুলিশের নগরপাল বিনীত গোয়েলের উদ্দেশ্যে বলেন, "এত অস্ত্র আসছে কোথা থেকে ? পুলিশ কেন ভিন রাজ্যের গাড়ি ভালো করে তাল্লাশি করছে না ৷ এবার কি আমি নিজে রাস্তায় বেরিয়ে খুঁজব কার কাছে অস্ত্র আছে ?"
মেয়র ফিরহাদ হাকিমের কথায়, "বাংলাকে অশান্ত করার যাঁরা চেষ্টা করছেন, তাঁরা ব্যর্থ হবেন ৷ কারণ এরাজ্যের মুখ্যমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায় ৷ বাংলার নাম খারাপ করার চেষ্টা চালানো হচ্ছে ৷ তাতে সফল হবে না ৷" এদিন মেয়রের মুখে ডাকাত সুবোধ সিংয়ের নামও শুনতে পাওয়া যায় ৷ তিনি বলেন, "যারা অপরাধ করছে এবং অপরাধের সঙ্গে যুক্ত কেউই পার পাবে না। প্রশাসন তৎপর রয়েছে।"
উল্লেখ্য, বাংলা ভাষা নিয়ে বা ভিনরাজ্যের মানুষজনের বিরুদ্ধে বারবার সোচ্চার হয়েছে বাংলা পক্ষ। বিভিন্ন সময়ে বাংলা পক্ষ অভিযোগ করেছে, বাংলা ভাষার গুরুত্ব কমছে সর্বত্র। ভিন রাজ্যের ভাষাভাষী মানুষের ভিড় বাড়ছে বাংলায় ৷ এদিন মেয়রের মুখে উঠে এলো সেই ভিন রাজ্যের ভিন্ন ভাষার মানুষের কথা ৷