কলকাতা, 12 নভেম্বর:বর্ষা আসার আগে যেমন প্রতিবছর প্রস্তুতি বৈঠক হয়, তেমনই শীত পড়ার মুখে বায়ু দূষণ ঠেকাতে একাধিক সিদ্ধান্ত নিল কলকাতা কর্পোরেশন। একটি জরুরি বৈঠকে বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। বৈঠকের নেতৃত্ব দিয়েছে মেয়র ফিরহাদ হাকিম।
নভেম্বর মাস শুরু হতেই বাতাসের মান পড়তে থাকে। দূষক বাড়তে থাকে। অন্য শহরের মতই কলকাতা ও রাজ্যের বিভিন্ন শহরের পরিস্থিতি একই রকম হয়। বৃষ্টি না হওয়া ও বাতাসে গতি না থাকার কারণে ধুলিকনা, গ্যাস ভূপৃষ্ঠের কাছাকাছি চলে আসে। আর এই পরিস্থিতিতে দীপাবলি ও ছট উৎসব ঘিরে দেদার বাজি ফাটানো দূষণের মাত্রা আরও বাড়িয়ে তোলে। বায়ু দূষণের মাত্রা লাফিয়ে বাড়তে থাকলেই সাধারণ মানুষের মধ্যে শারীরিক সমস্যা বাড়তে থাকে। বিশেষ করে যাদের শ্বাসকষ্ট জনিত সমস্যা আছে। পাশাপশি চর্মরোগ। আরও নানা ধরনের সমস্যার মুখে পড়তে হয় মানুষকে।
চলতি বছরে কালীপুজোর পর থেকেই শুরু হয়েছে বায়ু দূষণ। তাই শুরুতেই এবার নজর দিচ্ছে কলকাতা কর্পোরেশন। বিশেষ বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, নির্মাণ কাজে বাধ্যতামূলক ভাবেই সম্পূর্ণ ঢেকে করতে হবে। খোলা জায়গায় কংক্রিট বর্জ্য বা সিমেন্ট-বালি ফেলে রাখা চলবে না। পাশাপশি দিনে একবার করে কলকাতার বিভিন্ন এলাকায় ছোট বড় গাছে জল দেওয়া হতো, সেটা এখন দিন তিনবার করে দেওয়া হবে। রাস্তায় জল ছিটানো হবে স্প্রিঙ্কলার মাধ্যমে। ময়দানে বা কোনও উদ্যান এলাকায় আবর্জনা জ্বালানো যাবে না ।