কলকাতা, 10 জুলাই: বেআইনি নির্মাণ ভাঙতে গিয়ে বেধড়ক মারধরের শিকার চার ইঞ্জিনিয়ার ৷ তাঁদের মধ্যে একজন মহিলা ইঞ্জিনিয়ার রয়েছেন বলে জানা গিয়েছে ৷ কোনও মতে প্রাণ হাতে এলাকা ছেড়ে পালিয়ে বাঁচেন তাঁরা ৷ বুধবার 89 নম্বর ওয়ার্ডে ঘটনাস্থলে উপস্থিত পুলিশবাহিনী দর্শকের ভূমিকা পালন করেছে বলেই অভিযোগ ইঞ্জিনিয়ারদের একাংশের ৷
এই ঘটনায় নিরাপত্তার অভাবে বেআইনি নির্মাণের বিরুদ্ধে শহরজুড়ে চলা অভিযান আপাতত বয়কট করলেন কলকাতা পুরনিগমের ইঞ্জিনিয়াররা ৷ শুক্রবার তাঁরা কেন্দ্রীয় ভবনে বিক্ষোভও দেখাবেন বলে ঠিক হয়েছে ৷ কলকাতা পুরনিগম সূত্রে খবর, বুধবার বোরো 10-এর 89 নম্বর ওয়ার্ডের 75 নং প্রিন্স রাহিমুদ্দিন লেন ঠিকানায় বেআইনি নির্মাণ ভাঙতে গিয়েছিলেন কলকাতা পুরনিগমের ইঞ্জিনিয়াররা ৷
সেই সময় একজন মহিলা ইঞ্জিনিয়ার-সহ চার জন কর্তব্যরত ইঞ্জিনিয়ারের উপরে চড়াও হওয়ার ঘটনা ঘটে ৷ ওই বেআইনি নির্মাণটির বাসিন্দা এবং স্থানীয়রা ইঞ্জিনিয়ারদের মারধর করেন বলে অভিযোগ ৷ তখন ঘটনাস্থলে পুলিশ উপস্থিত থাকলেও তাতে কোনও কাজই হয়নি বলে জানিয়েছেন তাঁরা ৷ ইতিপূর্বে কয়েক দিন আগে এন্টালি অঞ্চলে বেআইনি নির্মাণ ভাঙার সময় পুলিশের উপস্থিতিতে কর্তব্যরত ইঞ্জিনিয়ারদের পুড়িয়ে মারার চেষ্টা করা হয় ৷
এই ঘটনার পর কলকাতা পুরনিগমের ইঞ্জিনিয়ার্স অ্যান্ড অ্যালায়েড সার্ভিসেস অ্যাসোসিয়েশনের সম্পাদক মানস সিনহা জানিয়েছেন, প্রতিদিন কর্তব্যরত ইঞ্জিনিয়াররা বেআইনি নির্মান ভাঙার সময় আক্রান্ত হচ্ছেন ৷ কর্তৃপক্ষের এই ব্যর্থতার প্রতিবাদে আগামী শুক্রবার (12/07/24) বেলা একটায় কেন্দ্রীয় পুর ভবনের বাইরে বিক্ষোভ কর্মসূচি পালন করা করা হবে ৷ আগামিকাল থেকে বিল্ডিং বিভাগের ইঞ্জিনিয়াররা বেআইনি নির্মাণ ভাঙার কাজ নিরাপত্তার অভাবে বয়কট করবেন ৷ এই ঘটনায় দোষীদের উপযুক্ত শাস্তির দাবিও তাঁরা করেছেন ৷ তবে কর্তৃপক্ষের তরফে এই বিষয়ে কোনও সদুত্তর মেলেনি ৷
বছরের প্রথম দিকে গার্ডেনরিচের বেআইনি নির্মীয়মান বহুতল ভেঙে মৃত্যু হয়েছিল 13 জনের ৷ তারপর নড়েচড়ে বসেছিল কলকাতার পুর প্রশাসন থেকে শুরু করে কলকাতা পুলিশ ৷ যৌথ সমন্বয় কমিটি গঠন করে নজরদারি-সহ একাধিক পদক্ষেপ করেছিল ৷
ইঞ্জিনিয়ারদের দাবি, বেআইনি নির্মাণ চিহ্নিত করা বা ভাঙার সময় উপস্থিত থাকতে গেলে তাঁদের প্রয়োজনীয় নিরাপত্তার দরকার হয় ৷ তবে সেই নিরাপত্তা দিতে ব্যর্থ পুলিশ ৷ তারা নিয়ম মানতে ঘটনাস্থলে যাচ্ছে বটে, তবে ইঞ্জিনিয়াররা যখন আক্রমণের মুখে পড়ছেন, তখন সবটা দেখে যেন না দেখার ভান করছে পুলিশ ৷ একেবারে নীরব দর্শকের ভূমিকা পালন করছে তারা ৷
পুলিশের এই ভূমিকা নিয়ে ব্যাপক ক্ষোভ প্রকাশ করেছেন ইঞ্জিনিয়াররা ৷ তাই এদিনের ঘটনার প্রতিবাদে ও নিরাপত্তার অভাব বোধে শহরজুড়ে বেআইনি নির্মাণের বিরুদ্ধে যে অভিযান, তা বয়কটের সিদ্ধান্ত নিল কলকাতা পুরনিগমের ইঞ্জিনিয়াররা ৷ এই সিদ্ধান্তের কথা জানিয়েছে ইঞ্জিনিয়ারস অ্যান্ড অ্যালয়েড সার্ভিস অ্যাসোসিয়েশনের সম্পাদক মানস সিনহা ৷