পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ক্যানিংয়ে লুকিয়ে কাশ্মীরের জঙ্গি ! কলকাতা পুলিশের যৌথ অভিযানে গ্রেফতার - KASHMIRI TERRORIST ARRESTED

কলকাতা পুলিশের যৌথ অভিযানে ধৃত কাশ্মীরের জঙ্গি ৷ তেহরিক-উল-মুজাহিদিনের ওই সদস্য ক্যানিংয়ে আত্মীয়ের বাড়িতে আত্মগোপন করে ছিল বলে অভিযোগ ৷

KASHMIRI TERRORIST ARRESTED
প্রতীকী ছবি ৷ (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : Dec 22, 2024, 2:51 PM IST

Updated : Dec 22, 2024, 4:05 PM IST

ক্যানিং, 22 ডিসেম্বর: আত্মীয়ের বাড়িতে গা-ঢাকা দিয়েও শেষরক্ষা হল না ৷ ক্যানিং থেকে কলকাতা পুলিশের গোয়েন্দাদের জালে ধরা পড়ল কাশ্মীরের জঙ্গি সংগঠন তেহরিক-উল-মুজাহিদিনের এক সদস্য ৷ ধৃত জঙ্গির নাম জাভেদ মুন্সি ৷ শনিবার রাতে জম্মু-কাশ্মীর ও কলকাতা পুলিশ যৌথ অভিযান চালিয়ে জাভেদকে গ্রেফতার করেছে ৷

পুলিশ সূত্রে খবর, শ্রীনগরের তানপুরা এলাকায় বাড়ি ধৃতের ৷ দক্ষিণ 24 পরগনার ক্যানিংয়ের হাসপাতাল মোড়ে এক আত্মীয়ের বাড়িতে আত্মগোপন করে ছিল সে ৷ গোপন সূত্রে খবর পেয়ে, জম্মু ও কাশ্মীর পুলিশের একটি দল রাজ্যে আসে ৷ এরপর কলকাতা পুলিশের সহায়তায় শনিবার রাতে জাভেদের আত্মীয়ের বাড়িটি ঘিরে ফেলা হয় ৷ এরপর জাভেদ মুন্সি নামে তেহরিক-উল-মুজাহিদিনের ওই সদস্যকে গ্রেফতার করা হয় ৷ ধৃতকে আলিপুর আদালতে হাজির করানো হয়েছে ৷

একের পর এক জঙ্গি গ্রেফতারের ঘটনায় রাজ্য সরকার ও প্রশাসনকে নিশানা বিজেপির ৷ (ইটিভি ভারত)

পুলিশ সূত্রে খবর, ধৃত জাভেদ মুন্সি আইইডি দিয়ে বোমা বানাতে দক্ষ ৷ ওই জঙ্গি বেশ কিছুদিন ধরেই পালিয়ে বেড়াচ্ছিল ৷ বেশ কয়েকদিন আগে ক্যানিংয়ে এসেছিল জাভেদ ৷ ক্যানিংয়ের হাসপাতাল মোড়ে যে আত্মীয়ের বাড়িতে উঠেছিল সে, সম্পর্কে তিনি জাভেদের জামাইবাবু ৷ জানা গিয়েছে, দীর্ঘ সময় ধরে কাশ্মীর পুলিশ জাভেদের গতিবিধির উপর নজর রাখছিল ৷

কিন্তু, হঠাৎ করে এরাজ্যে কেন আসতে গেল তেহরিক-উল-মুজাহিদিনের এই জঙ্গি ৷ তাও আবার, যখন দু’দিন আগেই বাংলাদেশের আনসারুল্লা বাংলা টিম-এর আট জঙ্গিকে গ্রেফতার করা হয়েছে ৷ জাভেদের বাংলাদেশে যাওয়ার কোনও পরিকল্পনা ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে ৷ ক্যানিংয়ের গোপন ঘাঁটি থেকে কোনও সন্ত্রাসের পরিকল্পনা করছিল কি না, তাও জানা চেষ্টা করছেন গোয়েন্দারা ৷

এ বিষয়ে রাজ্যের প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে স্থানীয় বিজেপি নেতৃত্ব ৷ পশ্চিমবঙ্গকে কি তাহলে সন্ত্রাসবাদীরা 'সেফ করিডর' বলে মনে করছে ? প্রশ্ন তুলছেন বিরোধী দলের নেতারা ৷ এ নিয়ে জয়নগর বিজেপির সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক বিকাশ সর্দার বলেন, "বারবার পশ্চিমবঙ্গ থেকেই জঙ্গিদের গ্রেফতার করা হচ্ছে ৷ গত বেশ কয়েকদিন আগে মুর্শিদাবাদ থেকে আটজন জঙ্গিকে গ্রেফতার করা হয়েছে ৷ আজ আবার ক্যানিং থেকে এক জঙ্গিকে গ্রেফতার করা হল ৷"

রাজ্য সরকারের ভূমিকা নিয়ে তিনি বলেন, "বিভিন্ন সময় ভিনরাজ্যের পুলিশ এসে এখান থেকে জঙ্গিদেরকে গ্রেফতার করছে ৷ কিন্তু, আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তথা পুলিশমন্ত্রীর কোনও হেলদোল নেই ৷ পশ্চিমবঙ্গ জঙ্গিদের নিরাপদ আশ্রয়স্থল হয়ে গিয়েছে ৷ পশ্চিমবঙ্গ থেকে নাশকতার ছক গোটা ভারতে ছড়িয়ে যাচ্ছে ৷ এর জন্য রাজ্যের মুখ্যমন্ত্রীকে জবাব দিতে হবে ৷"

Last Updated : Dec 22, 2024, 4:05 PM IST

ABOUT THE AUTHOR

...view details