পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বারাসতের বুথে অতি তৎপরতা ! তবু কেন্দ্রীয় বাহিনীর ভূমিকায় সন্তুষ্ট কাকলি - Lok Sabha Election 2024 - LOK SABHA ELECTION 2024

Kakoli Happy with Central Forces: বারাসতের বুথে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে অতি তৎপরতার অভিযোগ ! তবে তৃণমূল প্রার্থী কাকলি ঘোষ দস্তিদার কেন্দ্রীয় বাহিনীর ভূমিকায় সন্তুষ্ট ৷

ETV BHARAT
কেন্দ্রীয় বাহিনীর ভূমিকায় সন্তুষ্ট কাকলি (নিজস্ব চিত্র)

By ETV Bharat Bangla Team

Published : Jun 1, 2024, 2:54 PM IST

Updated : Jun 1, 2024, 6:23 PM IST

বারাসত, 1 জুন:বুথ চত্বরে কেন্দ্রীয় বাহিনীর অতি তৎপরতা ! সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ । ভোট দিতে এসে চোখের সামনে এ সব দেখেও কেন্দ্রীয় বাহিনীর ভূমিকায় সন্তুষ্ট বারাসতের তৃণমূল প্রার্থী কাকলি ঘোষ দস্তিদার । উলটে সাংবাদিকদেরই দুষলেন শাসকদলের প্রার্থী ।

কেন্দ্রীয় বাহিনীর ভূমিকায় সন্তুষ্ট কাকলি (নিজস্ব ভিডিয়ো)

তিনি বলেন, "বুথের ভিতরে সাংবাদিকরা কেন ঢুকতে গেল ? সেখানে তাঁদের ঢোকার কথা নয় । একমাত্র 200 মিটারের মধ্যে ভোটারদেরই প্রবেশের নিয়ম । কেন্দ্রীয় বাহিনী আইন মেনেই কাজ করেছে । তাঁদের ভূমিকা সুন্দর‌ ৷"

প্রসঙ্গত, শনিবার সকাল সাড়ে ন'টা নাগাদ বাড়ি থেকে বেরিয়ে মধ‍্যমগ্রাম দিগবেরিয়া অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের 232 নম্বর বুথে ভোট দিতে যান বারাসতের তৃণমূল প্রার্থী কাকলি ঘোষ দস্তিদার । বুথ চত্বর থেকে কেন্দ্রীয় বাহিনী তাঁকে নিজের ভোটগ্রহণ কেন্দ্রে পৌঁছে দেয় । কাকলির ভোটদানের ছবি তুলতে গেলে সাংবাদিকদের সঙ্গে কেন্দ্রীয় বাহিনীর একাংশের বাকবিতণ্ডা শুরু হয় । কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা দুর্ব্যবহারও করেন বলে অভিযোগ উঠেছে । এ নিয়ে চিৎকার-চেঁচামেচি শুরু হলে প্রিসাইডিং অফিসার বাইরে বেরিয়ে আসেন । এরপর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে । ভোট দিয়ে বেরিয়ে চোখের সামনে এ সব দেখার পরও কেন্দ্রীয় বাহিনীর প্রশংসায় পঞ্চমুখ তৃণমূল প্রার্থী ।

শুধু তাই নয়, পাশের দিগবেড়িয়া নদীভাগ স্পোর্টিং ক্লাবের 233 নম্বর বুথে নিজের নির্বাচনী এজেন্টকে বের করে দেওয়ার অভিযোগও মানতে চাননি কাকলি ঘোষ দস্তিদার । তাঁর মতে, এজেন্টের হাতে প্রয়োজনীয় নথি ছিল না বলেই তাঁকে বসতে দেওয়া হয়নি ৷ এ প্রসঙ্গে বলে রাখা দরকার, 2019 সালের লোকসভা নির্বাচনে এই কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধেই ভুড়ি ভুড়ি অভিযোগ তুলে সরব হয়েছিলেন বারাসতের শাসক প্রার্থী ।

আজ সকাল ন'টা নাগাদ ভোট দেন কাকলি ঘোষ দস্তিদার ৷ তিনি জানান, "ভোট মোটামুটি শান্তিপূর্ণ ভাবে চলছে । এখনও পর্যন্ত এই কেন্দ্রের কোথাও থেকে কোনও অভিযোগ আসেনি ।" ভোটগ্রহণ কেন্দ্রে প্রহরারত কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের বিরুদ্ধেও তাঁর কোনও অভিযোগ নেই বলে জানান তৃণমূল কংগ্রেস প্রার্থী । ভোটদানের পর বারাসতের একাধিক ভোটগ্রহণ কেন্দ্রে পরিদর্শনে যান কাকলি ঘোষ দস্তিদার ৷

Last Updated : Jun 1, 2024, 6:23 PM IST

ABOUT THE AUTHOR

...view details