কাকদ্বীপ, 17 জুলাই: আবারও বাংলার মুকুটে পালক ৷ মার্কিন যুক্তরাষ্ট্রের আলাবামায় নাসার গবেষণাগারে আয়োজিত হতে চলেছে ইন্টারন্যাশনাল এয়ার অ্যান্ড স্পেস প্রোগ্রাম ৷ সেখানে ডাক পেলেন বাংলার মেয়ে ঋত্বিকা মাইতি ৷ তিনি দক্ষিণ 24 পরগনা জেলার কাকদ্বীপের সুভাষনগরের বাসিন্দা । বর্তমানে কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজের তৃতীয় বর্ষের ছাত্রী 23 বছরের ঋত্বিকা। রসায়নে স্নাতক করছেন তিনি।
গত ফেব্রুয়ারি মাসে ভারতের মহাকাশ গবেষণা কেন্দ্র ইসরোর আলোচনা সভাতেও ঋত্বিকা ডাক পেয়েছিলেন । সেখানে তাঁর মৌলিক ভাবনা তুলে ধরেছিলেন । এবার নাসার বিজ্ঞানীদের সামনে মহাকাশ গবেষণার সম্পর্কে ঋত্বিকা তাঁর মৌলিক ভাবনা তুলে ধরবেন । জানা গিয়েছে, মার্কিন সংস্থা এক্সা এ্যারোস্পেস আয়োজিত এই অনুষ্ঠানে নাসার বিজ্ঞানীরা মহাকাশ গবেষণা সম্পর্কে তরুণ ছাত্রছাত্রীদের হাতে-কলমে শিক্ষাদান করবেন । পাশাপাশি মহাকাশ গবেষণার সম্পর্কে বিজ্ঞানীরা তরুণ ছাত্রছাত্রীদের কাছ থেকে মৌলিক ভাবনার কথা শুনবেন। ইতিমধ্যেই ঋত্বিকা মহাকাশ গবেষণার বিষয় নিয়ে তাঁর মৌলিক ভাবনাকে তুলে ধরে একটি প্রবন্ধ লিখেছেন। সেই প্রবন্ধ মার্কিন সংস্থার কাছে পাঠানো হয়েছিল।
প্রবন্ধটি পড়ে মার্কিন সংস্থার বিজ্ঞানীরা এই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য ঋত্বিকাকে মনোনীত করেছেন । এরপরই মার্কিন সংস্থা এক্সা এ্যারোস্পেসের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা অনলাইনে ঋত্বিকার ইন্টারভিউ নেন । সেই ইন্টারভিউতেও ঋত্বিকা পাশ করেন । এরপরই তাঁকে মার্কিন মুলুকে নাসার গবেষণা কেন্দ্রের ওই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়। মার্কিন সংস্থার পক্ষ থেকে পাঠানো গত কয়েকদিন আগে সেই আমন্ত্রণ পত্র এসে পৌঁছেছে ঋত্বিকার হাতে ।