কলকাতা, 17 সেপ্টেম্বর: কলকাতা হাইকোর্ট থেকে জামিনের আবেদন প্রত্যাহার করলেন জ্যোতিপ্রিয় মল্লিক । রেশন দুর্নীতি মামলায় জেলবন্দি প্রাক্তন খাদ্যমন্ত্রী ৷ নিম্ন আদালতে নতুন করে জামিনের আবেদন করবেন তাঁর আইনজীবী মিলন মুখোপাধ্যায় । সে কারণেই জামিনের আবেদন প্রত্যাহার করেছেন তিনি ৷
জ্যোতিপ্রিয় মল্লিকের শারীরিক অবস্থার কথা চিন্তা করে কলকাতা হাইকোর্টের বিচারপতি শুভ্রা ঘোষের নির্দেশ, প্রেসিডেন্সি জেল সুপার তাঁর শারীরিক চিকিৎসার জন্য তাঁকে সাহায্য করবেন । প্রাক্তন মন্ত্রী প্রয়োজনে সরকারি ও বেসরকারি যেকোনও হাসপাতাল থেকেই চিকিৎসা করাতে পারবেন । এর আগে 4 সেপ্টেম্বরের শুনানিতে কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছিল, কমান্ড হাসপাতালে হবে জ্যোতিপ্রিয় মল্লিকের স্বাস্থ্য পরীক্ষা ৷ কলকাতার এসএসকেএম হাসপাতালে ও বেসরকারি হাসপাতালে যে পরীক্ষা হয়েছিল সেই রিপোর্টে গলদ রয়েছে বলে অভিযোগ জানিয়েছিল ইডি। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতেই কমান্ড হাসপাতালের স্বাস্থ্য পরীক্ষার নির্দেশ দেয় হাইকোর্ট ।