পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

জেলে জ্যোতিপ্রিয় মল্লিকের চিকিৎসা হচ্ছে না, আদালতে অভিযোগ আইনজীবীদের - Jyotipriya Mallick in jail

Jyotipriya Mallick not being treated in jail: জেলে প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের চিকিৎসা হচ্ছে না, সিবিয়াই আদালতে অভিযোগ করলেন তাঁর আইনজীবীরা ৷ একই সঙ্গে, জামিনের পরিবর্তে তাঁর যাতে সঠিক চিকিৎসা হয় তা দেখারও আবেদন করেছেন তারা ৷

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Bangla Team

Published : Mar 19, 2024, 8:06 AM IST

কলকাতা, 18 মার্চ: জেলে প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের একেবারেই চিকিৎসা হচ্ছে না। কলকাতার বিশেষ সিবিআই আদালতে এমনই অভিযোগ করলেন তাঁর আইনজীবীরা। একই সঙ্গে, প্রাক্তন মন্ত্রীর আইনজীবীদের দাবি, জ্যোতিপ্রিয় মল্লিকের জামিন মঞ্জুর করতে হবে না এখন। কিন্তু সে যাতে সঠিক চিকিৎসা পায় সেই নির্দেশ দিক আদালত এমনটাই আর্জি জানিয়েছেন তাঁর আইনজীবীরা। বিচারক প্রশান্ত মুখোপাধ্য়ায় বালু'র আইনজীবীদের বক্তব্য শোনার পর অবশ্য কোনও নির্দেশ দেননি।

আইনজীবী মিলন মুখোপাধ্য়ায় জ্যোতিপ্রিয় মল্লিকের হয়ে সওয়ালে বলেন, "13 জানুয়ারি 2024-এর পর থেকে কোনও মেডিক্যাল রিপোর্ট নেই। পাঁচ সদস্যের মেডিক্যাল টিম গঠন করে তাহলে কী হল ?" একই সঙ্গে তিনি সওয়ালে বলেন, "জেলে তাঁর কোনও চিকিৎসা হচ্ছে না। এখন জামিন দিতে হবে না। কিন্তু তাঁর যথাযথ চিকিৎসার ব্যাবস্থা করা হোক।" অ্যাসিস্টেন্ট অ্য়াডিশনাল সলিসিটর জেনারেল ধীরজ ত্রিবেদী ইডি'র তরফে অবশ্য পালটা বলেন, "ডাক্তাররা দেখছেন নিয়মিত ৷ জ্যোতিপ্রিয় মল্লিকের না-না রকম শারীরিক সমস্যা রয়েছে। এর জন্য তাঁর ওজন কমে যাচ্ছে। কিন্তু এর জন্য তাঁকে হাসপাতালে ভর্তি হতে হবে না বলে পাঁচ চিকিৎসকের দল রিপোর্ট দিয়েছে।"

মিলন মুখোপাধ্য়ায় অবশ্য বলেন, "তাঁর (জ্যোতিপ্রিয় মল্লিক) চিকিৎসার প্রিওডিকাল রিপোর্ট কেন দেওয়া হচ্ছে না ? তাঁর বুকে সমস্যা রয়েছে, কিডনির সমস্যা রয়েছে। সেগুলোর চিকিৎসা হচ্ছে না।" পাশাপাশি জ্যোতিপ্রিয় মল্লিকের আইনজীবী চারটি পরীক্ষার জন্য আদালতে আবেদনও জানিয়েছেন ৷ বালু'র আইনজীবী আদালতে জানান, জ্যোতিপ্রিয় মল্লিকের সম্পূর্ণ হিমোগ্লোবিন, থাইরয়েড, ইউরিয়া, ক্রিয়েটিনিন, সোডিয়াম, পটাসিয়াম, ভিটামিন-ডি3, ইউরিন পরীক্ষা করা হোক ৷

উল্লেখ্য, রেশন দুর্নীতি মামলায় রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে গ্রেফতার করেছিল ইডি। তারপর চিকিৎসার কারণে তিনি দীর্ঘদিন ছিলেন এসএসকেএম হাসপাতালে। সেখান থেকে তাঁকে প্রেসিডেন্সি সংশোধনাগারে রাখা হয়েছে। কিন্তু সেখানে তাঁর যথাযথ চিকিৎসা হচ্ছে না বলে অভিযোগ। একাধিক শারীরিক সমস্যায় জ্যোতিপ্রিয়'র মরনাপন্ন অবস্থা বলেও দাবি করেছেন তাঁর আইনজীবীরা। রেশন দুর্নীতি মামলায় আনুমানিক প্রায় 10 হাজার কোটি টাকার দুর্নীতি হয়েছে বলে অনুমান ইডি। দুর্নীতির ঘটনায় যুক্ত থাকার অভিযোগে একাধিক ব্যাক্তিকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে ইডি। সন্দেশখালির বেতাজ বাতসা শেখ শাহজাহানকে ও সিবিআই তাদের হেফাজতে নিয়েছে হাইকোর্টের নির্দেশে।

আরও পড়ুন

বালু'র টাকা বিদেশে পাঠিয়ে মোটা অংকের কমিশন ডাকুর! অতিরিক্ত চার্জশিটে দাবি ইডির

মন্ত্রীত্ব খুইয়ে জামিনের আবেদন অসুস্থ জ্যোতিপ্রিয়র, মঙ্গলে শুনানি

ABOUT THE AUTHOR

...view details