কলকাতা, 18 মার্চ: জেলে প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের একেবারেই চিকিৎসা হচ্ছে না। কলকাতার বিশেষ সিবিআই আদালতে এমনই অভিযোগ করলেন তাঁর আইনজীবীরা। একই সঙ্গে, প্রাক্তন মন্ত্রীর আইনজীবীদের দাবি, জ্যোতিপ্রিয় মল্লিকের জামিন মঞ্জুর করতে হবে না এখন। কিন্তু সে যাতে সঠিক চিকিৎসা পায় সেই নির্দেশ দিক আদালত এমনটাই আর্জি জানিয়েছেন তাঁর আইনজীবীরা। বিচারক প্রশান্ত মুখোপাধ্য়ায় বালু'র আইনজীবীদের বক্তব্য শোনার পর অবশ্য কোনও নির্দেশ দেননি।
আইনজীবী মিলন মুখোপাধ্য়ায় জ্যোতিপ্রিয় মল্লিকের হয়ে সওয়ালে বলেন, "13 জানুয়ারি 2024-এর পর থেকে কোনও মেডিক্যাল রিপোর্ট নেই। পাঁচ সদস্যের মেডিক্যাল টিম গঠন করে তাহলে কী হল ?" একই সঙ্গে তিনি সওয়ালে বলেন, "জেলে তাঁর কোনও চিকিৎসা হচ্ছে না। এখন জামিন দিতে হবে না। কিন্তু তাঁর যথাযথ চিকিৎসার ব্যাবস্থা করা হোক।" অ্যাসিস্টেন্ট অ্য়াডিশনাল সলিসিটর জেনারেল ধীরজ ত্রিবেদী ইডি'র তরফে অবশ্য পালটা বলেন, "ডাক্তাররা দেখছেন নিয়মিত ৷ জ্যোতিপ্রিয় মল্লিকের না-না রকম শারীরিক সমস্যা রয়েছে। এর জন্য তাঁর ওজন কমে যাচ্ছে। কিন্তু এর জন্য তাঁকে হাসপাতালে ভর্তি হতে হবে না বলে পাঁচ চিকিৎসকের দল রিপোর্ট দিয়েছে।"
মিলন মুখোপাধ্য়ায় অবশ্য বলেন, "তাঁর (জ্যোতিপ্রিয় মল্লিক) চিকিৎসার প্রিওডিকাল রিপোর্ট কেন দেওয়া হচ্ছে না ? তাঁর বুকে সমস্যা রয়েছে, কিডনির সমস্যা রয়েছে। সেগুলোর চিকিৎসা হচ্ছে না।" পাশাপাশি জ্যোতিপ্রিয় মল্লিকের আইনজীবী চারটি পরীক্ষার জন্য আদালতে আবেদনও জানিয়েছেন ৷ বালু'র আইনজীবী আদালতে জানান, জ্যোতিপ্রিয় মল্লিকের সম্পূর্ণ হিমোগ্লোবিন, থাইরয়েড, ইউরিয়া, ক্রিয়েটিনিন, সোডিয়াম, পটাসিয়াম, ভিটামিন-ডি3, ইউরিন পরীক্ষা করা হোক ৷