পশ্চিমবঙ্গ

west bengal

এবার দুর্গাপুজোয় কি 'জাস্টিস ফর আরজি কর' স্লোগান শোনা যাবে সন্তোষ মিত্র স্কোয়ারে - Justice for RG Kar Slogan

By ETV Bharat Bangla Team

Published : Sep 13, 2024, 8:21 PM IST

Justice for RG Kar Slogan: সন্তোষ মিত্র স্কোয়ারের পুজোয় এবার 'জাস্টিস ফর আরজি কর' স্লোগান ওঠার সম্ভাবনা প্রবল ৷ উদ্যোক্তারাও সেই প্রস্তুতিতে রয়েছেন বলে জানা গিয়েছে ৷ থিম ঘোষণা হয়ে গেলেও, পুজোর আবহে মিশিয়ে দেওয়া হতে পারে আরজি কর ইস্যু এবং তার সুবিচারের দাবি ৷

Justice for RG Kar Slogan
'জাস্টিস ফর আরজি কর' স্লোগান ওঠার সম্ভাবনা সন্তোষ মিত্র স্কোয়ারের পুজোয় ৷ (ইটিভি ভারত)

কলকাতা, 13 সেপ্টেম্বর: আরজি কর-কাণ্ডের আবহে এখন 'উৎসব' বনাম 'প্রতিবাদ', দুই পক্ষের চলছে জোর লড়াই ৷ হাতে গোনা কয়েকদিন বাকি দুর্গা পুজোর ৷ কলকাতা মহানগরী এখনও উৎসবমুখর হয়ে উঠতে না-পারলেও, এখন আরজি কর-কাণ্ড নিয়ে প্রতিবাদে মুখর শহর ৷ এর মধ্যেই কলকাতার অন্যতম জনপ্রিয় দুর্গা পুজো কমিটি সন্তোষ মিত্র স্কোয়ার তাদের পুজোকে প্রতিবাদের উৎসব হিসেবে তুলে ধরছে ৷

পুজো কর্তা বিজেপি কাউন্সিলর সজল ঘোষ বলেন, "এবার পুজো হবে ৷ তবে, প্রতিবাদের উৎসব ৷ প্রতিবারই আমাদের মণ্ডপ দেখে মানুষের আবেগ কাজ করে ৷" 2011 সালে পালাবদলের আগে, সন্তোষ মিত্র স্কোয়ার স্লোগান তুলেছিল 'দড়ি ধরে মারো টান, রাজ হবে খান-খান' ৷ সাম্প্রতিক সময়ে 'ভারত মাতার জয়', আর গতবার ছিল 'জয় শ্রী রাম' ৷ তিনি বলেন, "এবারেও মানুষের আবেগ কাজ করবে। লাখ লাখ দর্শক তুলবেন স্লোগান ৷" তাঁর এই বক্তব্যে তৈরি হয়েছে তীব্র জল্পনা ৷ গুঞ্জন শুরু হয়েছে, তাহলে কি এবার দর্শক কণ্ঠে উঠবে 'জাস্টিস ফর আরজি কর '?

সন্তোষ মিত্র স্কোয়ার কলকাতার অন্যতম জনপ্রিয় পুজো কমিটি ৷ পুজোর 5-6 দিনে লক্ষ লক্ষ মানুষের সমাগম হয় ৷ একবার লালকেল্লার আদলে মণ্ডপ ও তাতে লেজার শো, দর্শকদের মন কেড়েছিল ৷ মুখে মুখে স্লোগান উঠেছিল 'ভারত মাতা কি জয়' ৷ আর গত বছর ছিল আরও বড় চমক ৷ চলতি বছরের ফেব্রুয়ারি মাসে রামমন্দির উদ্বোধনের আগেই গত বছর সন্তোষ মিত্র স্কোয়ারের দুর্গা মণ্ডপ হয়েছিল রাম মন্দিরের আদলে ৷ উদ্বোধন করেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ উপচে পড়ছিল ভিড় ৷ তার শোভা বাড়িয়েছিল লেজার শো ৷ আলোর খেলায় মোহময়ী হয়ে উঠেছিল মণ্ডপের পরিবেশ ৷ কাতারে কাতারে দর্শনার্থীরা 'জয় শ্রী রাম' ধ্বনি তুলেছিলেন ৷

এবছর অবশ্য শুরু থেকেই পুলিশের সঙ্গে টানাপোড়েন চলছে ক্লাব কর্তাদের ৷ ভিড় সামাল দেওয়া থেকে দর্শক সুরক্ষার জন্য একগুচ্ছ শর্ত আরোপ করেছে কলকাতা পুলিশ ৷ ইতিমধ্যে, ঘোষণা হয়েছে থিম ৷ এবার হচ্ছে আমেরিকার লাস ভেগাস শহরের "স্ফিয়ার" বিস্ময় গোলক, যার ভিতরে বহুমাত্রিক এলইডি স্ক্রিন থাকবে ৷ আর তাতেই নানা রকমের কাহিনি ফুটে উঠবে ৷ তবে, মনে করা হচ্ছে বর্তমান আবহে সেই বহুমাত্রিক স্ক্রিনেই ফুটে ওঠার সম্ভাবনা রয়েছে আরজি কর-কাণ্ড, প্রতিবাদ ও আন্দোলনের নানান ছবি ৷

আর তাতেই আবেগতাড়িত হয়ে আমজনতার কণ্ঠে উঠবে সুবিচার চেয়ে স্লোগান ৷ ঠিক যেমন অতীতে ভারত মাতার জয় কিংবা জয় শ্রী রাম স্লোগানে উত্তাল হয়েছিল সন্তোষ মিত্র স্কোয়ার ৷ ঠিক তেমনই এবার উত্তাল হতে পারে ‘উই ওয়ান্ট জাস্টিস’ বা ‘জাস্টিস ফর আরজি কর’ এর মতো স্লোগানে ৷ আর এভাবেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের 'উৎসবে ফেরা'র নির্দেশকে পালটা জবাব দিতে প্রস্তুতি নিচ্ছেন এই পুজো কমিটির কর্তা তথা বিজেপি কাউন্সিলর সজল ঘোষ ৷

ABOUT THE AUTHOR

...view details