পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

প্রতিশ্রুতি পূরণ হয়নি, ফের মুখ্যসচিবকে মেইল জুনিয়র চিকিৎসকদের - RG KAR DOCTOR RAPE AND MURDER

শুরু থেকে শেষ, পুরোটাই অভিযোগে ভরা ৷ মুখ্যসচিবের কাছে মেইলে কী কী অভিযোগ জানালেন জুনিয়র চিকিৎসকরা?

Junior Doctors Mailed to Chief Secretary
মুখ্যসচিবকে অভিযোগের মেইল জুনিয়র ডাক্তারদের (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : Nov 6, 2024, 9:50 PM IST

কলকাতা, 6 নভেম্বর: ফের জুনিয়র ডাক্তারদের মেইল গেল রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থের কাছে। যার সর্বত্র রয়েছে প্রতিশ্রুতি পূরণ না হওয়ার একাধিক অভিযোগ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলোচনার 'রেকর্ড' নিয়েও অসন্তুষ্ট পশ্চিমবঙ্গ জুনিয়র ডক্টরস ফ্রন্ট । 21 অক্টোবর নবান্নে জুনিয়র ডাক্তারদের সঙ্গে বৈঠক করেছিলেন মুখ্যমন্ত্রী।

সেই দিন কী কী বিষয়ে আলোচনা হয়েছে, তার 'রেকর্ড' হাতে পেয়েছেন চিকিৎসকরা । তাঁদের মতে এই রেকর্ড মোটেই আশাপ্রদ নয় ৷ বুধবারের মেইলে মুখ্যসচিবকে এই কথাই জানিয়েছেন জুনিয়র ডাক্তাররা ।

মুখ্যসচিবকে দেওয়া জুনিয়র ডাক্তারদের মেইল (ইটিভি ভারত)

অসন্তোষের কারণ

রাজ্যের বিভিন্ন মেডিক্যাল কলেজে দ্রুত ছাত্র ভোটের আয়োজন থেকে শুরু করে প্রতিটি মেডিক্যাল কলেজে রেসিডেন্ট ডক্টর্স অ্যাসোসিয়েশনের গঠন নিয়ে কথা হয়েছিল নবান্নের ওই বৈঠকে । কিন্তু রাজ্য সরকারের পাঠানো রেকর্ডে তার কোনও উল্লেখ নেই বলে দাবি আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের। আর তাই এদিন মুখ্যসচিবকে পাঠানো মেইলের ছত্রে ছত্রে রাজ্য সরকারের বিরুদ্ধে প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ করা হয়েছে ।

এদিকে, আগামী 9 নভেম্বর শনিবার আরজি করে নির্যাতিতার মৃত্যুর 90 দিনে কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল 'দ্রোহের গ্যালারি' ও রক্তদান-সহ একগুচ্ছ কর্মসূচি নিয়েছেন জুনিয়র ডাক্তাররা। তাঁদের তরফ থেকে আন্দোলনের অন্যতম মুখ জুনিয়র চিকিৎসক ত্রীনেশ মণ্ডল বলেন, "অভয়ার মৃত্যুর পর দেখতে দেখতে তিন মাস অতিক্রান্ত। এখনও আমাদের 10 দফা দাবি পূরণ হল না। আলোচনা চেয়ে মুখ্যসচিবকে চিঠি দিয়েছি । 9 নভেম্বরের মধ্যে সমাধান না হলে আমরা পরবর্তী বৈঠকে আন্দোলনের অভিমুখ ঠিক করব ৷" সুতরাং, এর থেকে স্পষ্ট 9 নভেম্বরের মধ্যে তাঁদের দাবি পূরণ না হলে ফের আন্দোলনের পথে হাঁটতে পারেন জুনিয়র ডাক্তাররা। এই অবস্থায় দেখার সরকার পরবর্তী পদক্ষেপ হিসাবে কী সিদ্ধান্ত নেয় ।

ABOUT THE AUTHOR

...view details