কলকাতা, 18 সেপ্টেম্বর:ফের মুখ্যসচিবকে ইমেল পাঠালেন আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা । তাঁদের যে দাবিগুলি এখনও অমীমাংসিত রয়ে গিয়েছে, তা নিয়ে আলোচনার জন্য আজ তাঁরা ফের আলোচনায় বসতে চান বলে জানিয়েছেন ৷
বুধবার বেলা 11টা বেজে 19 মিনিটে মুখ্যসচিব মনোজ পন্থকে ইমেল পাঠান জুনিয়র চিকিৎসকরা । চিঠিতে তাঁরা লিখেছেন, "আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে শেষ বৈঠকের প্রসঙ্গে আমরা আবারও বলতে চাই যে, আমাদের পাঁচ দফা দাবির কিছু মূল বিষয় অমীমাংসিত ছিল । বিশেষ করে আমাদের চতুর্থ ও পঞ্চম পয়েন্ট ৷ যেখানে স্বাস্থ্য পরিষেবা ব্যবস্থার উন্নয়ন, নিরাপত্তা, ও বিরাজমান থ্রেট কালচারের কথা ছিল ৷ বৈঠকে আমাদের আশ্বস্ত করা হয়েছিল যে, এই সমস্যাগুলির সমাধানের জন্য আপনার সভাপতিত্বে একটি বিশেষ টাস্ক ফোর্স গঠন করা হবে এবং এর গঠন ও কার্যকারিতা সম্পর্কে আমাদের সঙ্গে আরও আলোচনা করা হবে । আমরা আজ এই বিষয়ে আপনার এবং টাস্ক ফোর্সের অন্যান্য সদস্যদের সঙ্গে একটি বৈঠকে বসতে চাই ।"
বৈঠকে বসার আর্জি জানানোর পাশাপাশি তাঁরা রাজ্য সরকারের তরফ থেকে ইতিবাচক সাড়া পাওয়ার অপেক্ষা করছেন বলেও ইমেলে জানিয়েছেন জুনিয়র ডাক্তাররা ৷
মুখ্যসচিবকে ফের ইমেল জুনিয়র ডাক্তারদের (নিজস্ব চিত্র) উল্লেখ্য, দীর্ঘ প্রচেষ্টা ও চিঠি চালাচালির পর সোমবার মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাসভবনে রাজ্য প্রশাসনের সঙ্গে আলোচনার টেবিলে বসেন আরজি কর-কাণ্ডে আন্দোলনরত জুনিয়র ডাক্তাররা ৷ গভীর রাত পর্যন্ত চলা বৈঠকে তাঁদের অধিকাংশ দাবিই মেনে নেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তাঁর প্রতিশ্রুতি মতো মঙ্গলবার পুলিশ ও প্রশাসনে হয় বেশকিছু আধিকারিকদের রদবদল ৷ তবে পাঁচ দফা দাবির মধ্যে অমীমাংসিত চতুর্থ ও পঞ্চম দাবিকে সামনে রেখে আন্দোলন ও কর্মবিরতি চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন জুনিয়র ডাক্তাররা ৷ ঠিক হয়, আজই এ বিষয়ে ফের মুখ্যসচিবকে চিঠি পাঠাবে জুনিয়র ডক্টরস ফ্রন্ট ৷
মঙ্গলবার সুপ্রিম কোর্টে আরজি করে চিকিৎসক ছাত্রীর ধর্ষণ ও খুনের মামলার শুনানির পর বিকেল 4টে থেকে জেনারেল বডির বৈঠক শুরু করেন জুনিয়র চিকিৎসকরা ৷ বৈঠক শেষ হতে প্রায় রাত 1টা বেজে যায় ৷ একাধিক বিষয়ে আলোচনা হয় বৈঠকে ৷ মুখ্য়সচিবকে যে চিঠি পাঠানো হবে, তার বয়ানও সেখানেই চূড়ান্ত হয় ৷