পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

খোলা হল জুনিয়র ডাক্তারদের অবস্থান মঞ্চ, সেই ত্রিপল-চৌকি যাচ্ছে বানভাসি এলাকায় - Junior Doctors Protest - JUNIOR DOCTORS PROTEST

Junior Doctors Protest Stage Removed: স্বাস্থ্য ভবনের সামনে থেকে সরিয়ে নেওয়া হল জুনিয়র ডাক্তারদের প্রতিবাদ মঞ্চ ৷ আজকের পর থেকে জুনিয়র ডাক্তারদের আংশিক কর্মবিরতির কর্মসূচি চলবে নিজস্ব মেডিক্যাল কলেজগুলিতে ৷ শনিবার থেকে জরুরি বিভাগে পরিষেবা দেওয়ার কাজ শুরু করবেন জুনিয়র ডাক্তাররা ৷

Junior Doctors Protest Manch Removed
চলছে জুনিয়র ডাক্তারদের অবস্থান মঞ্চ গোটানোর কাজ ৷ (নিজস্ব চিত্র)

By ETV Bharat Bangla Team

Published : Sep 20, 2024, 3:06 PM IST

সল্টলেক, 20 সেপ্টেম্বর: খোলা হচ্ছে স্বাস্থ্য ভবনের সামনের জুনিয়র ডাক্তারদের অবস্থান মঞ্চ ৷ আর সেই অবস্থান মঞ্চের চৌকি, ত্রিপল-সহ অন্যান্য জিনিসপত্র এবার যাচ্ছে রাজ্যের বন্যা কবলিত এলাকায় ৷ জানা গিয়েছে, ইতিমধ্যেই আরজি করের জুনিয়র ডাক্তারদের একটি দল পাঁশকুড়ায় চলে গিয়েছে ৷ এবার বন্যা কবলিত এলাকাগুলিতে 'অভয়া ক্লিনিক' চালাবেন জুনিয়র ডাক্তাররা ৷

জুনিয়র ডাক্তারদের অবস্থান মঞ্চের সামগ্রী যাচ্ছে বন্যা কবলিত এলাকায় ৷ (ইটিভি ভারত)

আজকের পর থেকে কাজে ফিরছেন রাজ্যের সব মেডিক্যাল কলেজের জুনিয়র ডাক্তাররা ৷ আজ বিকেলে স্বাস্থ্য ভবন থেকে সিজিও কমপ্লেক্সে সিবিআই দফতর পর্যন্ত মিছিল করবেন জুনিয়র ডাক্তাররা ৷ সেই মিছিল শেষে আগামিকাল থেকে আংশিকভাবে কর্মবিরতি তুলছেন তাঁরা ৷ জরুরি বিভাগে পরিষেবা দেওয়া শুরু করবেন তাঁরা ৷ তবে, সব জুনিয়র ডাক্তার নন ৷ বিভিন্ন মেডিক্যাল কলেজগুলির জুনিয়র ডাক্তারদের একাংশ এবার 'অভয়া ক্লিনিক' চালাবেন রাজ্যের বন্যা কবলিত এলাকাগুলিতে ৷

স্বাস্থ্য ভবনের সামনে খোলা হচ্ছে অবস্থান মঞ্চের মাইক ৷ (নিজস্ব চিত্র)

আরজি কর-কাণ্ডে জুনিয়র ডাক্তারদের আন্দোলন ও কর্মবিরতির আজ 41তম দিন ৷ যার শেষ 11 দিন স্বাস্থ্য ভবনের সামনে অবস্থান বিক্ষোভে বসেছিলেন জুনিয়র ডাক্তাররা ৷ এই এগারো দিনে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে জুনিয়র ডাক্তারদের বিভিন্ন সামগ্রী দিয়ে সাহায্য করেছিল সাধারণ মানুষ ৷ তাঁদের আন্দোলনকে সমর্থন জানিয়ে পাশে দাঁড়িয়েছেন অনেকেই ৷ তাঁদের মধ্যে কেউ ত্রিপল, কেউ চৌকি, জামা-কাপড়, পানীয় জল, শুকনো খাবার-সহ নানা সামগ্রী দিয়ে সাহায্য করেছেন ৷ এবার সেই সব ত্রিপল, চৌকি ও বেঁচে যাওয়া পানীয় জল, শুকনো খাবার রাজ্যে চার জেলার বন্যা কবলিত এলাকার মানুষদের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে ৷

চলছে জুনিয়র ডাক্তারদের অবস্থান মঞ্চ গোটানোর কাজ ৷ (নিজস্ব চিত্র)

পাশাপাশি, অভয়া ক্লিনিক থেকে জরুরি ওষুধও দেওয়া হবে বিনামূল্যে ৷ ইতিমধ্যে, জুনিয়র ডাক্তারদের 11 জনের প্রতিনিধিদল পাঁশকুড়ার উদ্দেশে রওনা দিয়েছে ৷ আরও অনেকগুলি দলে ভাগ হয়ে জুনিয়র ডাক্তাররা 'অভয়া ক্লিনিক'-এর মাধ্যমে বন্যা কবলিতদের পরিষেবা দেবেন ৷ আর বাকি জুনিয়র ডাক্তাররা জরুরি বিভাগে পরিষেবা শুরু করবেন ৷ তবে, গতকালই আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা জানিয়ে দিয়েছিলেন, মুখ্যসচিবের সঙ্গে তাঁদের 4 ও 5 নম্বর দাবি নিয়ে যে বৈঠক হয়েছিল, তা পূরণের নিশ্চয়তা না-পেলে আবারও পূর্ণ কর্মবিরতিতে যাবেন জুনিয়র ডাক্তাররা ৷

ABOUT THE AUTHOR

...view details