কলকাতা, 20 সেপ্টেম্বর: আন্দোলন অনেক দেখেছে মানুষ ৷ ক্ষমতার শীর্ষে থাকা ব্যক্তি বা প্রতিষ্ঠানকে চ্যালেঞ্জ জানিয়ে নয়া সিস্টেম বা ব্যবস্থা আনার লক্ষ্যেই আন্দোলন ৷ তা সে স্বাধীনতার আন্দোলনই হোক, বা পরবর্তী সময়ের যে কোনও আন্দোলন ৷ একেকটা আন্দোলনের একেকটা চরিত্রের সাক্ষী থেকেছে জনতা ৷ এই তালিকায় নবতম সংযোজন আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় বিচার চেয়ে আন্দোলন ৷
41 দিন ধরে আন্দোলন করছেন জুনিয়র চিকিৎসকেরা । এই 41 দিন ধরেই তাঁরা কর্মবিরতিতে রয়েছেন । তবে শেষ 11 দিন তাঁদের অবস্থান মঞ্চের ঠিকানা ছিল স্বাস্থ্য ভবনের সামনে । দাবি পূরণে একাধিক টানাপোড়েন, রাজ্য সরকারের সঙ্গে দর কষাকষি চলেছে ৷ আন্দোলনের চাপে কিছুক্ষেত্রে মাথা নোয়াতে হয়েছে প্রশাসনকে ৷ তবে এখনও কিছু কাজ বাকি থাকায় আংশিক কর্মবিরতি প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছেন আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা ৷ শনিবার থেকে তাঁরা জরুরি পরিষেবায় যুক্ত হচ্ছেন ৷
এতকিছুর মধ্যেও এই 41টা দিন ধরে কখনও এতটুকু কমেনি আন্দোলনের ঝাঁঝ ৷ অনেকেই বলেছেন, শিক্ষিতদের আন্দোলন কেমন হয়, তা শিখতে হয় এই আন্দোলন দেখে ৷ সেই 9 অগস্টের ভয়ঙ্কর ঘটনার পর কী ভাবে এগিয়েছে জুনিয়র ডাক্তারদের আন্দোলন, তা ফিরে দেখতে চোখ রাখব টাইমলাইনে ৷
জুনিয়র ডাক্তারদের আন্দোলনের 41 দিন
09.08.2024: আরজি করে তরুণী চিকিৎসকের দেহ উদ্ধার ৷
10.08.24: বিচারের দাবিতে আন্দোলনে জুনিয়র চিকিৎসকরা, শুরু কর্মবিরতি ৷ গ্রেফতার সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায় ৷
12.08.24: নিজেই পদত্যাগের দাবি জানান হাসপাতালের অধ্যক্ষ সন্দীপ ঘোষ । তবে তাঁকে বদলি করা হয় ন্যাশনাল মেডিক্যাল কলেজে ৷
13.08.24: আদালতের নির্দেশে তদন্তের দায়িত্বে সিবিআই । আরজি করে নতুন অধ্যক্ষ সুহৃতা পাল প্রথম দিনেই কর্মসমিতির বৈঠকে ৷ হাসপাতালে জাতীয় মহিলা কমিশন । প্রকাশ্যে আসে চেস্ট মেডিসিনে ঘর ভাঙার ছবি । হাসপাতালে স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা কৌস্তভ নায়েক ৷
14.08.24: মুখ খোলেন চেস্ট মেডিসিনের প্রধান অরুণাভ দত্ত চৌধুরী । সামনে আসে সেমিনার ঘরের চাবি রহস্য । এই দিনই মহিলারা রাত দখলের ডাক দেন ৷ আর তারই মধ্যে রাতে আচমকা আরজি করে হাসপাতালে দুষ্কৃতী তাণ্ডব ৷
15.08.24: জুনিয়র চিকিৎসকদের পাশাপশি নার্সরাও বিক্ষোভে । আরজি করে যান রাজ্যপাল । যায় সিবিআই । অধ্যক্ষকে জিজ্ঞাসাবাদ ৷
18.08.24: কলেজ স্ট্রিট থেকে শ্যামবাজার পর্যন্ত প্রথম মিছিল জুনিয়র চিকিৎসকদের ৷
19.08.24: আরজি করে রাখিবন্ধন কর্মসূচি। পুলিশ ও আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা উভয়কে রাখি বাঁধেন ৷
20.08.24: সন্দীপ ঘোষের পদত্যাগের দাবিতে প্রথম স্বাস্থ্য ভবন অভিযান জুনিয়র চিকিৎসকদের ৷
21.08.24: সরানো হল আরজি করের অধ্যক্ষ সুহৃতা পালকেও ৷ এলেন নতুন অধ্যক্ষ ও উপাধ্যক্ষ ৷
22.08.24: সুপ্রিম কোর্টের নির্দেশে আরজি করে মোতায়েন আধা সেনা, শীর্ষ আদালতে কাজে যোগ দিতে বললেও অব্যাহত জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি ৷
26.08.24: সেমিনার রুমের ভিডিয়ো প্রকাশ্যে । অকুস্থলে দেখা যায় একাধিক অবাঞ্ছিত ব্যক্তিকে ৷
27.08.24: ছাত্র সমাজের ডাকে নবান্ন অভিযান, অংশ নেয়নি চিকিৎসকদের কোনও প্রতিনিধি ৷