কলকাতা, 5 অক্টোবর:ফের ধর্মতলায় জুনিয়র চিকিৎসকদের অবস্থানে পুলিশি বাধা । জুনিয়র চিকিৎসকদের অভিযোগ, তাঁদের অবস্থানে বসতে বাধা দেওয়া হচ্ছে পুলিশের তরফে । প্রথমে রাজি হলেও, এখন কেন পুলিশ কথা ঘুরিয়েছে সে প্রশ্নই জুনিয়র চিকিৎসকদের ৷ আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকদের অভিযোগ, ধর্মতলায় মঞ্চ বাঁধার সময় ডেকরেটারদের হুমকি দেওয়া হয় পুলিশের তরফে । সেই কারণেই ডেকরেটাররা মঞ্চ বাঁধতে রাজি হননি । অগত্যা রাতে বৃষ্টিকে মাথায় নিয়েই নিজেদের মঞ্চ নিজেরাই বাঁধলেন জুনিয়র চিকিৎসকরা ।
জুনিয়র চিকিৎসক অর্ণব মজুমদার বলেন, ‘‘আমরা মিছিল করে আসার পর প্রথমে আমাদের এক সহযোদ্ধার গায়ে পুলিশ হাত দেয় । তার প্রতিবাদে আমরা অবস্থানে বলতে চেয়েছিলাম । পুলিশ তখন আপত্তি জানায়নি । উল্টে আমাদেরকে বলেছে, অবস্থানে বসায় বাধা নেই । এমনকী আমরা অফিসিয়াল চিঠি দেওয়ার কথাও পুলিশকে বলেছিলাম । যার প্রয়োজন নেই বলেই তাঁরা আমাদের জানিয়েছিলেন ।’’
তবে মঞ্চ গড়ার সময় সেই জায়গাতেই বদল আসে বলে অভিযোগ । অর্ণব বলেন, ‘‘ডেকরেটরের ভাইরা যখন মঞ্চ করতে গেল, তখন পুলিশ এসে বলে এমন মঞ্চ করা যাবে না । তাঁদের মালিককে ফোন করে হুমকি দেওয়া হয়েছে পুলিশের তরফে । পুলিশ বলেছে, সেই সময় বৃষ্টি হচ্ছিল বলেই তারা আমাদেরকে অনুমতি দিয়েছিল । এখন অনুমতি নেই ।’’
এই ঘটনার পরেই জুনিয়র চিকিৎসকরা হাতে হাত লাগিয়ে নিজেদের মঞ্চ নিজেরাই গড়েন । তাঁদের সঙ্গ দিয়েছেন সিনিয়র চিকিৎসকরাও । শহর কলকাতার প্রাণকেন্দ্র ধর্মতলায় তাঁরা এই মঞ্চ তৈরি করেছেন । ধর্মতলার ডোরিনা ক্রসিংয়ের রাস্তার একটি ধারে তাঁরা মঞ্চ করে অবস্থানে বসেন । এবার থেকে এখানেই অবস্থানে বসবেন জুনিয়র চিকিৎসকেরা । যদি সরকারের তরফে আজ সন্ধ্যে সাড়ে আটটার মধ্যে কোনও উত্তর না-আসে, তবে অনশন আন্দোলন শুরু হবে । এই অবস্থানে তাঁরা আহ্বান জানিয়েছেন সাধারণ মানুষকেও ।