কলকাতা, 12 সেপ্টেম্বর: অবশেষে নবান্নে যাওয়ার সিদ্ধান্ত নিলেন জুনিয়র চিকিৎসকরা ৷ বৃহস্পতিবার বিকেলে তাদের তরফে জানানো হয়েছে যে নির্ধারিত সময়েই তাঁরা পৌঁছে যাবেন নবান্নে ৷ তবে বৈঠক হবে কি না, সেই নিয়ে কিন্তু ধোঁয়াশা কাটেনি ৷
কেন ধোঁয়াশা থেকে গেল ? কারণ, জুনিয়র চিকিৎসকরা চেয়েছিলেন 30 জনের প্রতিনিধি দল নিয়ে এই বৈঠকে যোগ দিতে ৷ কিন্তু নবান্নের তরফে জানানো হয়েছে যে সর্বাধিক 15 জন থাকতে পারবেন এই বৈঠকে ৷ সেই প্রস্তাব পাওয়ার পরও নিজেদের দাবিতে অনড় জুনিয়র চিকিৎসকরা ৷ তাঁদের 30 জনের প্রতিনিধি দলই এ দিন স্বাস্থ্য ভবনের সামনে থেকে নবান্নের উদ্দেশে রওনা দেয় ৷ ফলে রাজ্য সরকার কি 30 জনকে কি বৈঠকে প্রবেশ করতে দেবে ? সেই প্রশ্ন থেকে গিয়েছে ৷
অন্যদিকে জুনিয়র চিকিৎসকরা চেয়েছিলেন বৈঠকের লাইভ সম্প্রচার করা হোক ৷ সেই দাবিও মুখ্যসচিব মনোজ পন্থের তরফে দেওয়া চিঠিতে মানা হয়নি ৷ বরং ভিডিয়ো রেকর্ডিং করার প্রস্তাব দেওয়া হয়েছে ৷ এখন প্রশ্ন হল, সেই প্রস্তাব না মানা হলে কি জুনিয়র চিকিৎসকরা বৈঠকে বসবেন ?