পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

আরজি করের ঘটনায় রবিবার মহামিছিল! পথে নামছে আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকেরা - RG Kar Doctor Rape and Murder Case

Doctor Protest on RG Kar Incident: আরজি করে মহিল চিকিৎসকের বর্বরোচিত হত্যাকাণ্ডের প্রতিবাদ আন্দোলন জারি রইল ৷ রবিবার জুনিয়র চিকিৎসকদের সংগঠনের তরফে শহরে হবে মহামিছিল ৷

Doctor Protest
চিকিৎসকদের প্রতিবাদ (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : Aug 17, 2024, 10:56 PM IST

কলকাতা, 17 অগস্ট: মহামিছিলের ডাক দিল পশ্চিমবঙ্গ জুনিয়র চিকিৎসক মঞ্চ ৷ প্রায় 25টি মেডিক্যাল কলেজ সম্মিলিত হয়ে নতুন এই মঞ্চ গড়ে তুলল শনিবার ৷ এই মঞ্চ রবিবার একটি মহামিছিলের ডাক দিয়েছে ৷ আরজি করে নিহত মহিলা চিকিৎসকের জন্য ন্যায় বিচারের দাবিতে 18 অগস্ট, দুপুর 1টায় কলেজ স্কোয়ার থেকে শ্যামবাজার পর্যন্ত এই মহামিছিল হবে ৷

'আমার দিদির ন্যায় বিচার, ছিনিয়ে নিতে শ্যামবাজার' শীর্ষক এই মিছিলে রাজ্যের প্রত্যেকটি মেডিক্যাল কলেজের জুনিয়র চিকিৎসকরা পা মেলাবেন ৷ পাশাপাশি সমাজের সমস্ত স্তরের মানুষকে আহ্বান জানিয়েছে এই সংগঠন ৷ তবে কোনও রাজনৈতিক ব্যানারে নয়, আমজনতা হিসেবে তাদের এই মিছিলে আসার বার্তা দিয়েছে জুনিয়র চিকিৎসকদের সংগঠন ৷

আরজি করে নিহত চিকিৎসকের ন্যায়বিচারের দাবিতে মহামিছিল (ছবি সৌজন্য: চিকিৎসক সংযোজন)

এছাড়া শুক্র ও শনিবার আরজিকর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে আসতে দেখা যায়নি অধ্যক্ষ সুহৃতা পালকে ৷ যদিও হাসপাতালে এসেছিলেন উপাধ্যক্ষ বুলবুল মুখোপাধ্যায় ৷ তবে শুক্রবার অধ্যক্ষকে যেতে হয়েছিল সিবিআই দফতরে ৷ তবে শনিবার তাঁর মেডিক্যাল কলেজে আসার কথা ছিল ৷

আন্দোলনকারী পড়ুয়াদের কথায়, "আমরা আজ অধ্যক্ষকে ফোন করেছিলাম ৷ তাঁর সঙ্গে আলোচনায় বসতে চেয়েছিলাম ৷ তিনি আমাদের কথা দিয়েছিলেন আসবেন ৷ কিন্তু সারাদিনে একবারও আসেননি ৷ এমনকী আমাদের সঙ্গে যোগাযোগও করেননি ৷" এর ফলে জুনিয়র চিকিৎসকদের সুরক্ষার দাবি মেটেনি বলেই মনে করছেন তাঁরা ৷ ফলে জারি থাকল কর্মবিরতি ৷

প্রসঙ্গত, দশম দিনে পড়ল আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের জুনিয়র চিকিৎসকদের আন্দোলন ৷ বুধবার রাতের ঘটনার পর তাঁদের এই আন্দোলনে প্রত্যক্ষভাবে জড়িয়েছেন হাসপাতালের নার্স-কর্মীরা ৷ তাঁদের অন্যতম দাবির মধ্যে একটি হল নিরাপত্তা ৷ তবে এর পাশাপাশি বুধবারের ওই রাতের ঘটনার জন্য জুনিয়র চিকিৎসকদের দাবি, পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে পদত্যাগ করতে হবে ৷ এছাড়াও বর্তমান অধ্যক্ষ সুহৃতা পালের পদত্যাগের দাবিও তুলেছে তারা ৷

ABOUT THE AUTHOR

...view details