পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

'উৎসবে ফিরুন' মন্তব্যের জন্য ক্ষমা চান মুখ্যমন্ত্রী, দাবি জুনিয়র ডাক্তারদের - Junior Doctors Demand CM Apology

Junior Doctors Demand CM Apology: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষমা চাইতে হবে ৷ এমনই দাবি তুললেন আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা ৷ মমতার 'উৎসবে ফিরুন' মন্তব্যের জন্য এই ক্ষমা দাবি করা হয়েছে জুনিয়র ডাক্তারদের তরফে ৷ আরজি করের ন্যায় বিচারের দাবিতে তাঁদের এই আন্দোলনকে মুখ্যমন্ত্রী অপমান করেছেন বলে অভিযোগ তোলা হয়েছে ৷

Junior Doctors Demand CM Apology
'উৎসবে ফিরুন' মন্তব্যের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষমা চাওয়ার দাবি ৷ (নিজস্ব চিত্র)

By ETV Bharat Bangla Team

Published : Sep 10, 2024, 6:30 PM IST

কলকাতা, 10 সেপ্টেম্বর: আরজি করের চিকিৎসক ধর্ষণ ও খুনের ঘটনায় বিচার এখনও হয়নি ৷ অভিযুক্তদের অনেকই বাইরে ঘুরছেন, এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রীর 'উৎসবে ফিরুন, পুজোয় ফিরুন' মন্তব্যের ধিক্কার জানালেন আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা ৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তাঁর এই মন্তব্য ফিরিয়ে নিয়ে ক্ষমা চাইতে হবে ৷ স্বাস্থ্য ভবনে অভিযানের মাঝে সেই দাবিই তুললেন আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা ৷

'উৎসবে ফিরুন' মন্তব্যের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষমা চাওয়ার দাবি ৷ (ইটিভি ভারত)

আজ বিকেল পাঁচটার মধ্যে জুনিয়র ডাক্তারদের কাজে ফেরার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট ৷ মূলত, সেই রায়কে হাতিয়ার করেই মুখ্যমন্ত্রী জুনিয়র ডাক্তারদের আগে কাজে ফেরার বার্তা দিয়েছেন ৷ তারপর দাবিদাওয়া নিয়ে আলোচনার কথা ভাববেন বলে জানিয়েছেন তিনি ৷ এবার তার পালটা শর্ত দিলেন আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা ৷ আজ বিকেল পাঁচটার মধ্যে পাঁচদফা দাবিপূরণের শর্ত দিয়েছিলেন তাঁরা ৷ তাঁদের বক্তব্য, "আগে স্বাস্থ্য ভবনে থাকা জঞ্জাল ও থ্রেট কালচারের মাথাদের ধরতে হবে ৷ মেডিক্যাল কলেজে জুনিয়র ডাক্তারদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে ৷ নিরাপদ কাজের পরিবেশ তৈরি না-হলেই আমরা কাজে ফিরব ৷"

এ নিয়ে আন্দোলনকারী এক জুনিয়র ডাক্তার রক্তিম মজুমদারের কথায়, "ওনারা আমাদের ডেডলাইন দিয়েছেন ৷ এবার পালটা ডেডলাইন আমরা আজকে দিলাম ৷ পাঁচটার মধ্যে ওঁরা আমাদের দাবি মেনে নিলে, আমরাও কাজে যোগদান করব ৷" আন্দোলনের প্রথমসারিতে থাকা জুনিয়র ডাক্তার দেবাশিস হালদার বলেন, "মুখ্যমন্ত্রীর কাল যে কথা বলেছেন, তার জন্য ওঁকে ক্ষমা চাইতে হবে ৷ আমাদের সহকর্মীর শবের উপর দাঁড়িয়ে উৎসবের ডাক চূড়ান্ত অশ্লীল ৷ মুখ্য়মন্ত্রীকে ওঁর মন্তব্য প্রত্যাহার করতে হবে ৷"

নিবেদিতা কুণ্ডু নামে আরেক জুনিয়র ডাক্তার বলেন, "আমাদের যে দিদি মারা গেছেন, তাঁর দোষীরা আজও খোলা আকাশের নিচে ঘুরছে ৷ সেখানে আমি কী করে সুরক্ষিত ? আমাদের কাছে উৎসবের কোনও মূল্য নেই ৷ বিচার না আসা পর্যন্ত, আমাদের কাছে উৎসব আসবে-না ৷"

ABOUT THE AUTHOR

...view details