কলকাতা, 8 সেপ্টেম্বর:এক সপ্তাহ আগে আরজি করের আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকদের নেতৃত্বে শুরু হয়েছিল 'অভয়া ক্লিনিক' ৷ কলকাতার বিভিন্ন মেডিক্যাল কলেজ-সহ মোট সাত জায়গায় এই ক্লিনিক থেকে রোগীদের পরিষেবা দিয়েছিলেন জুনিয়র ডাক্তাররা ৷ আজ দ্বিতীয় রবিবার রাজ্যে পঞ্চাশেরও বেশি 'অভয়া ক্লিনিক' খোলা হল ৷ সেই সঙ্গে 'অভয়া ক্লিনিক' থেকে চলছে সুবিচারের দাবিতে জনমত গঠনের কাজ ৷ জুনিয়র ডাক্তারদের এই আন্দোলনের পাশে সমাজ রয়েছে কি না, তা জানতেই এই উদ্যোগ ৷
আজ কলকাতা ছাড়াও, রাজ্যের দক্ষিণ থেকে উত্তর সর্বত্র মেডিক্যাল কলেজ-সহ বিভিন্ন জায়গায় 'অভয়া ক্লিনিক' খোলা হয়েছে ৷ যেখানে জুনিয়র ডাক্তাররা যেমন রোগী দেখছেন, তার পাশাপাশি, বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থাও রয়েছে ৷ তেমনই কলকাতার বেশ কয়েকটি মেডিক্যাল কলেজের জুনিয়র ডাক্তাররা আজ কুমোরটুলির সংস্কৃতি সমিতি মঞ্চের অফিসে 'অভয়া ক্লিনিক' খুলেছিলেন ৷ সেখানে রোগীদের পরিষেবা দেওয়ার পাশাপাশি, জুনিয়র ডাক্তাররা নিজেদের আন্দোলন নিয়ে মানুষের মতামত জানার চেষ্টা করলেন ৷
মূলত, চিকিৎসা করাতে আসা রোগী এবং তাঁদের পরিবারের সদস্যরা জুনিয়র ডাক্তারদের আন্দোলন নিয়ে কী ভাবছেন ? এই আন্দোলনকে তাঁরা সমর্থন করেন কি না ? আরজি কর মেডিক্যালে যে ঘটনা ঘটেছে, তা সাধারণ মানুষ কী চোখে দেখছেন ? এই ঘটনার সুবিচারের দাবিতে আর কী কী করা যেতে পারে ? এমন নানা বিষয়ে চিকিৎসা করাতে আসা মানুষজনকে জিজ্ঞাসা করা হচ্ছে ৷ আর সেই সব মতামতকে একত্রিত করে, জনমত গঠনের প্রক্রিয়া শুরু করেছেন জুনিয়র ডাক্তাররা ৷