পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

কুণাল ঘোষকে 'বয়কট' জুনিয়র চিকিৎসকদের, পাল্টা জবাব তৃণমূল মুখপাত্রের - JUNIOR DOCTORS BOYCOTT KUNAL

কুণাল ঘোষকে কার্যত 'বয়কট' করলেন ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট। পাল্টা কটাক্ষ কুণালের ৷

JUNIOR DOCTORS BOYCOTT KUNAL
কুণাল ঘোষকে বয়কট (নিজস্ব চিত্র)

By ETV Bharat Bangla Team

Published : Oct 20, 2024, 11:04 PM IST

কলকাতা, 20 অক্টোবর: কুণাল ঘোষ প্রসঙ্গে আর কোনও বক্তব্য রাখবে না ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট। তৃণমূল নেতাকে নিয়ে রবিবার তারা নিজেদের অবস্থান স্পষ্ট করে দিয়েছে। একাধিকবার কুণাল ঘোষ জুনিয়র চিকিৎসকদের আন্দোলনকে কটাক্ষ করেছেন। আন্দোলনকে ঘিরে বিদ্রুপ করতেও দেখা গিয়েছে তাঁকে। তাই কুণাল ঘোষকে কার্যত 'বয়কট' করলেন ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট।

রবিবার ওয়েস্ট বেঙ্গল জুনিয়ার ডক্টরস ফ্রন্ট-এর তরফে 'চিৎকার সমাবেশ'-এর ডাক দেওয়া হয়েছিল। সেখানে তারা বলতে চেয়েছে, তাদের 10 দফা দাবি আছে। আর তা নিয়েই ফের কটাক্ষ করেন কুণাল ঘোষ। তৃণমূল নেতা এই সমাবেশকে বলেন 'হুক্কাহুয়া সমাবেশ'। সেই বিষয়ে জুনিয়র চিকিৎসকদের প্রশ্ন করা হলে তারা স্পষ্ট জানান, কুণাল ঘোষ সম্পর্ক কিছু বলবেন না ৷

কুণাল ঘোষকে বয়কট (ইটিভি ভারত)

এই বিষয় জুনিয়র চিকিৎসক দেবাশীষ হালদার বলেন, "কুণাল ঘোষের মতো অভদ্র লোকের বিষয়ে কথা বলা বা ওঁকে ফুটেজ দেওয়ার দরকার আছে বলে আমাদের মনে হয় না। তাই ওঁর বিষয়ে আমরা কিছু কথা বলব না।" যদিও এই বিষয় কুণাল ঘোষ পাল্টা বলেন, "উত্তর না দিলে আমাদের কিছু যায় আসে না। কারণ ওঁদের কোনও উত্তর নেই আসলে।"

জুনিয়র ডাক্তারদের থেকে শুরু করে আন্দোলনকারী এবং অনশনকারী চিকিৎসকেরাও রবিবার ধর্মতলার 'চিৎকার সমাবেশ' থেকে বোঝালেন তাদের 10 দফা দাবি থেকে এক চুলও সরছেন না তারা। রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থের ফোন থেকে জুনিয়র ডাক্তারদের সঙ্গে কথা বলার সময়ই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বুঝিয়ে দিয়েছিলেন, স্বাস্থ্য সচিবকে সরানোর যে দাবি সেটা সামগ্রিকভাবেই প্রশাসনিক বিষয়। এর সঙ্গে কোনওভাবেই আপস করবে না রাজ্য সরকার।

কিন্তু রবিবার দীর্ঘক্ষণ চলা 'চিৎকার সমাবেশে' মঞ্চে থাকা জুনিয়র ডাক্তার থেকে শুরু করে দূরে দাঁড়িয়ে তাঁদের সমর্থন জানানো সিনিয়র ডাক্তাররা সকলেই স্পষ্ট ভাবে জানিয়ে দিলেন, আরজি কর তথা স্বাস্থ্য ব্যবস্থায় যে দুর্নীতিচক্র তার দায় স্বাস্থ্য সচিব উপেক্ষা করতে পারেন না। আজ যে অভিযোগ সিবিআইয়ের কাছে জমা পড়েছে তা দীর্ঘদিন আগেই জমা পড়েছিল রাজ্য সরকারের কাছে। তখন স্বাস্থ্য সচিব কোন ব্যবস্থা নেননি । মানে তিনি এই দুর্নীতিকে সমর্থন করেছেন। সেই জায়গা থেকে তার দোষকে উপেক্ষা করা যায় না।

ABOUT THE AUTHOR

...view details