কলকাতা, 19 সেপ্টেম্বর: আচমকা স্বাস্থ্যভবনের সামনে থেকে জুনিয়র ডাক্তারদের অবস্থান মঞ্চ খুলে ফেলার উদ্যোগ শুরু হতেই জল্পনা তৈরি হয়েছিল ৷ পুলিশের চাপেই ডেকরেটর্সরা লাইট, ফ্যান, ত্রিপল খুলে নিচ্ছেন বলে অভিযোগ ওঠে ৷ এই নিয়ে ধোঁয়াশা কাটাতে বিবৃতি দিয়ে বিষয়টি স্পষ্ট করলেন জুনিয়র ডাক্তাররা ৷ তাঁরা জানালেন, "প্যানিক করার প্রয়োজন নেই ৷"
কার নির্দেশে খোলা হচ্ছিল স্বাস্থ্যভবনের সামনের তাঁবু ? বুধবার রাত থেকেই সেই নিয়ে শুরু হয় বিতর্ক । কারণ ওই সময় জুনিয়র চিকিৎসকদের 30 জন প্রতিনিধি নবান্নে মুখ্যসচিবের সঙ্গে বৈঠক করছিলেন । ঠিক সেই সময় থেকেই দেখা যায়, স্বাস্থ্যভবনের সামনে জুনিয়র চিকিৎসকদের অবস্থান মঞ্চের ত্রিপল থেকে বাঁশ খোলার কাজ চলছে । এ ব্যাপারে একেবারেই অবগত ছিলেন না জুনিয়র চিকিৎসকরা ।
তবে বৃহস্পতিবার সকাল থেকে সেই চিত্র আরও স্পষ্ট হয় । কারণ, তখন শুধু ত্রিপল নয়, খুলে নেওয়া হয় বেশকিছু লাইট ও ফ্যান ৷ অন্য অনুষ্ঠানে কাজে লাগবে বলে জানিয়ে সবকিছু খুলে নেওয়া হচ্ছিল ৷ এই নিয়ে ধোঁয়াশা বাড়ে ৷ আন্দোলনকারীরা প্রথমে অভিযোগ জানান যে, পুলিশের তরফে ডেকরেটরদের উপর চাপ সৃষ্টি করা হয়েছে । আর সেই কারণেই ডেকরেটররা ত্রিপল, লাইট ও ফ্যান খুলে নিয়ে যাচ্ছেন । তবে পরবর্তী সময়ে সেই ধোঁয়াশা কাটল ৷ কাটালেন জুনিয়র ডাক্তাররাই ৷