কলকাতা, 7 অক্টোবর: শহর কলকাতায় দুর্গাপুজোর ভিড় তৃতীয়া থেকেই শুরু হয়ে গিয়েছে ৷ এবার তারই মাঝে পঞ্চমীর বিকেলে আরজি কর ইস্যুতে কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত মহামিছিলের ডাক দিলেন আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা ৷ বিকেল সাড়ে চারটে থেকে সেই মিছিল শুরু হবে ৷ ফলে মহাপঞ্চমীর বিকেলে কলকাতা শহরে ব্যাপক যানজটের আশঙ্কা তৈরি হয়েছে ৷
অন্যদিকে, আজ মেট্রো চ্যানেলের অনশনের মঞ্চ থেকে জুনিয়র ডাক্তার ফ্রন্ট একটি 'প্রতীকী অনশন'-এর ডাক দিয়েছে ৷ যেখানে সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত 12 ঘণ্টা প্রতীকী অনশন করবেন জুনিয়র ডাক্তাররা ৷ যে অনশনে যোগ দেবেন সিনিয়র চিকিৎসকরাও ৷ উল্লেখ্য, শনিবার রাত সাড়ে আটটা থেকে শুরু হওয়া সাত জুনিয়র ডাক্তারের আমরণ অনশনের 48 ঘণ্টা হতে চলেছে ৷
পঞ্চমীর বিকেলে জুনিয়র ডাক্তারদের ডাকে মহামিছিল কলকাতায় ৷ (ইটিভি ভারত) জুনিয়র ডাক্তার ফ্রন্ট তাদের আগামিকালের কর্মসূচিতে সাধারণ মানুষকেও আহ্বান জানিয়েছে ৷ তবে, সাধারণ মানুষ চাইলে প্রতীকী অনশনে যোগ দিতেও পারেন, নাও পারেন ৷ বিকেলে জুনিয়র ডাক্তারদের ডাকা প্রতিবাদ মিছিলেও তাঁরা অংশগ্রহণ করতে পারবেন বলে ফ্রন্টের তরফে জানানো হয়েছে ৷ আজ উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের দুই জুনিয়র ডাক্তার আমরণ অনশনে বসেছেন ৷ এ দিন ধর্মতলার মঞ্চ থেকে তাঁদের নাম ঘোষণা করা হয় ৷
জারি জুনিয়র ডাক্তারদের আমরণ অনশন ৷ (নিজস্ব চিত্র) অন্যদিকে, কলকাতা পুলিশের নগরপাল মনোজ ভার্মা জনিয়র ডাক্তারদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার কথা বলেছেন ৷ আইন ভেঙে ও পুলিশি নির্দেশ উপেক্ষা করে ধর্মতলায় মঞ্চ বেঁধে অবস্থান বিক্ষোভ ও অনশনে বসায়, একথা জানিয়েছেন নগরপাল ৷ যা নিয়ে এ দিন জুনিয়র চিকিৎসকদের প্রতিনিধি দেবাশিস হালদার বলেন, "পুলিশ কমিশনার বলেছেন পদক্ষেপ নেবেন ৷ আমরাও দেখতে চাই ওঁরা কী পদক্ষেপ করেন ৷ এটা আমরা জানতাম না ৷ তবে, বলেছেন যখন, তখন আমরাও দেখতে চাই ৷"
10 দফা দাবিতে তৃতীয় দিনে জুনিয়র ডাক্তারদের আমরণ অনশন ৷ (নিজস্ব চিত্র) তবে, জুনিয়র ডাক্তারদের কলেজ স্কোয়ার থেকে ধর্মতলার মঞ্চ পর্যন্ত মহামিছিলের জেরে পঞ্চমীর বিকেলে উত্তর থেকে দক্ষিণ ব্যাপক যানজটের আশঙ্কা করা হচ্ছে ৷ বিশেষত, পুজোর আগে শেষ মুহূর্তের মার্কেটিংয়ের ভিড় ধর্মতলা চত্বরে রয়েছে ৷ সেই কারণ আগেই পুলিশের তরফে মঞ্চ বাঁধার অনুমতি দেওয়া হয়নি ৷ এবার পঞ্চমীতে ঠাকুর দেখার ভিড়ের সঙ্গে, মিছিলের ভিড় যোগ হবে ৷ এই পরিস্থিতি কলকাতা পুলিশ কীভাবে সামাল দেয়, সেটাই এখন দেখার ৷
মেট্রো চ্যানেলের অনশন মঞ্চে জুনিয়র ডাক্তাররা ৷ (নিজস্ব চিত্র)