পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ফানুসে বিচারের বার্তা, আলো নিভিয়ে প্রতিবাদ; দীপাবলিতেও একাধিক কর্মসূচি জুনিয়র চিকিৎসকদের

15 মিনিট আলো নিভিয়ে রাখার পাশাপাশি বিচারের দাবিতে ফানুস ওড়ানোর আবেদন করা হয়েছে ৷ কালীপুজোয় একাধিক কর্মসূচির ডাক দিলেন আরজি করের জুনিয়র চিকিৎসকেরা ৷

RG Kar protest
কালীপুজোয় বিচারের দাবিতে জুনিয়র চিকিৎসকদের কর্মসূচি (নিজস্ব ছবি)

By ETV Bharat Bangla Team

Published : 5 hours ago

কলকাতা, 31 অক্টোবর: আরজি কর-কাণ্ডের প্রতিবাদ এবার দীপাবলিতেও ! আলোর উৎসবের রাতে 15 মিনিট আলো নিভিয়ে রাখার ডাক দিলেন আরজি কর হাসপাতালের জুনিয়র চিকিৎসকরা । নাগরিকদের কাছে রাত ন'টা থেকে 9টা 15 পর্যন্ত ঘরের সমস্ত আলো নিভিয়ে রাখার আবেদন করেছেন তাঁরা । দেশজুড়ে এই প্রতিবাদ কর্মসূচির ডাক দেওয়া হয়েছে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের তরফে ৷

এছাড়াও কালীপুজোর সন্ধ্যায় বিচারের দাবিতে একাধিক কর্মসূচির ডাক দিলেন আন্দোলনরত জুনিয়র চিকিৎসকেরা । এর পাশাপাশি সোশাল মিডিয়ায় রাজ্যের সমস্ত মানুষকে এই কর্মসূচির ছবি আপলোড করার কথাও বলেন তাঁরা । এরই মাধ্যমে কালীপুজোর সন্ধ্যায় আরও একবার উঠতে চলেছে আরজি করের নির্যাতিতা চিকিৎসকের বিচারের দাবি ।

আরজি করের প্রতিবাদে একাধিক কর্মসূচির ডাক জুনিয়র চিকিৎসকদের (নিজস্ব ছবি)

আজ কালীপুজো । এই পুজো আলোর উৎসব । প্রদীপের শিক্ষায় আলোকিত হয়ে ওঠে গোটা বাড়ি । এছাড়াও রয়েছে বিভিন্ন সব বাজির খেলা । এছাড়াও বর্তমানে রঙ্গোলির চল শুরু হয়েছে । এই সব কিছুর মাধ্যমেই বিচারের দাবি তোলার ডাক দিলেন জুনিয়র চিকিৎসকেরা ।

আরজি কর মেডিক্যাল কলেজের রেসিডেন্ট চিকিৎসকদের তরফে আবেদন করা হয়েছে, বৃহস্পতিবার রঙ্গোলিতে লেখা থাকুক বিচারের দাবি । আকাশে ফানুস ওড়ানো হোক 'জাস্টিস ফর অভয়া' বলে । এর পাশাপাশি 9টা থেকে 9টা 15 মিনিট পর্যন্ত সমস্ত আলো নিভিয়ে রাখা হোক । তারপর দু'মিনিট নীরবতা পালন করা হোক নির্যাতিতা তরুণী চিকিৎসককে স্মরণ করে ।

আলো নিভিয়ে রাখার ডাক দিলেন জুনিয়র চিকিৎসকরা (নিজস্ব ছবি)

আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের জুনিয়র চিকিৎসক আরিফ বলেন, "আমরা সবাইকে আমন্ত্রণ জানিয়েছি । আমরা আরজি করে এই কর্মসূচি পালন করব । তবে সবাইকে তো সেখানে জায়গা দেওয়া সম্ভব নয় । তাই সকলকে অনুরোধ করব তাঁরা প্রতিবারের ন্যায় যেভাবে আমাদের কর্মসূচিতে যোগ দেন, তা যেন করেন । সবাই যে যাঁর স্থানে আমাদের এই কর্মসূচি পালন করুক । আমরা কেউই উৎসবের বিরুদ্ধে নই । তবে ন্যায়বিচার আমাদের আনতেই হবে । তাই সবকিছুর মধ্যেই বিচারের বার্তা যেন থাকে । সকলের কাছে এটাই আমাদের আবেদন ।"

ABOUT THE AUTHOR

...view details