কলকাতা, 26 অগস্ট:আরজি কর-কাণ্ডে মঙ্গলবারের নবান্ন কর্মসূচির সঙ্গে তাঁদের আন্দোলনের কোনও সম্পর্ক নেই ৷ নিজেদের অবস্থান স্পষ্ট করে একথা সাফ জানিয়ে দিলেন আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা ৷ চিকিৎসক ছাত্রীর ধর্ষণ ও খুনের ঘটনায় তাঁরা বুধবার ধর্মতলা অভিযানের কথা ঘোষণা করেছেন ৷ সেই কর্মসূচিতে সমাজের সব স্তরের মানুষকে যোগ দেওয়ার আহ্বান জানানো হয়েছে ৷
আরজি কর হাসপাতালের চিকিৎসক ছাত্রীকে ধর্ষণ ও খুনের ঘটনার বিচার চেয়ে মঙ্গলবার নবান্ন অভিযানের ডাক দিয়েছে 'ছাত্র সমাজ'। তবে সেই কর্মসূচি থেকে ইতিমধ্যেই মুখ ঘুরিয়েছে বাম ছাত্র সংগঠনগুলি । আর এবার আরজিকর, কলকাতা মেডিক্যাল কলেজ-সহ সমস্ত হাসপাতালে আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের যৌথ মঞ্চ 'ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডাক্তার ফ্রন্ট' এই অভিযান নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করল । তারা সাফ জানাল, তাদের আন্দোলনের সঙ্গে কোনও সম্পর্ক নেই মঙ্গলবারের নবান্ন অভিযান কর্মসূচির ৷
কলকাতা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে অ্যাকাডেমিক বিল্ডিংয়ে নাগরিক কনভেনশন মঞ্চ থেকে আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের মঞ্চ ঘোষণা করে যে, আগামী বুধবার তারা ধর্মতলা অভিযান করবে । বেলা 12টা নাগাদ শ্যামবাজার থেকে শুরু হবে মিছিল । শুধু জুনিয়র চিকিৎসকরাই রাজপথের দখল নেবেন এমনটা নয়, তাঁদের ফ্রন্টের তরফে গণমিছিলের ডাক দেওয়া হয়েছে । যেখানে জুনিয়র চিকিৎসকদের সঙ্গে থাকবেন সিনিয়র ডাক্তাররাও । থাকবেন তাঁদের পরিবার-পরিজন । এছাড়াও থাকবেন সমাজের নানা স্তরের মানুষ । শিক্ষক, অভিনেতা, লেখক, অধ্যাপক থেকে নার্স, স্বাস্থ্যকর্মী-সহ সাধারণ মানুষকেও এই মিছিলে পা মেলানোর জন্য আহ্বান জানানো হয়েছে ৷