পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

তিন ঘণ্টার টানা বিক্ষোভ, জুনিয়র চিকিৎসকদের চৌকি ছাড়ল পুলিশ - RG Kar Doctor Rape and Murder

সোমবার রাতে বউবাজার থানার সামনে জুনিয়র চিকিৎসকদের বিক্ষোভ ঘিরে তুলকালাম ৷ প্রায় 3 ঘণ্টা বাদে জুনিয়র চিকিৎসকদের চৌকি ছাড়ে পুলিশ ।

Protest at Bowbazar
বউবাজারে বিক্ষোভের ছবি (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : Oct 7, 2024, 11:02 PM IST

কলকাতা, 7 অক্টোবর: বউবাজার থানার সামনে সোমবার রাতে বিক্ষোভ দেখালেন জুনিয়র চিকিৎসক থেকে শুরু করে সাধারণ মানুষ। অভিযোগ, মেডিক্যাল কলেজ থেকে ধর্মতলার অবস্থান মঞ্চে আসছিল কিছু খাট এবং চৌকি । সেগুলি নিয়ে যাওয়ার সময় রাস্তা আটকায় পুলিশ । খবর পাওয়া মাত্রই বউবাজার থানার সামনে এসে বিক্ষোভ দেখায় সাধারণ মানুষ । ঘটনাস্থলে উপস্থিত হন জুনিয়র ও সিনিয়র চিকিৎসকরা ৷ তাঁদের কাঁধে করে খাট ও চৌকি বয় নিয়ে যেতে দেখা যায়।

অনশন করার জন্য চৌকি নিয়ে এসেছিল জুনিয়র ডাক্তাররা। অনশন তুলতে গিয়ে পুলিশের সঙ্গে জুনিয়র ডাক্তারদের বাদানুবাদ শুরু হয়। সেই সময় পুলিশ জুনিয়র ডাক্তারদের চৌকি বাজেয়াপ্ত করে। প্রায় তিন ঘন্টা ধরে বউ বাজার থানায় বিক্ষোভ পড়ার পরে সেই চৌকি ছাড়িয়ে নিয়ে যান জুনিয়র চিকিৎসকরা।

উল্লেখ্য, শহর কলকাতায় দুর্গাপুজোর ভিড় তৃতীয়া থেকেই শুরু হয়ে গিয়েছে ৷ এবার তারই মাঝে পঞ্চমীর বিকেলে আরজি কর ইস্যুতে কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত মহামিছিলের ডাক দিলেন আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা ৷ বিকেল সাড়ে চারটে থেকে সেই মিছিল শুরু হবে ৷ ফলে মহাপঞ্চমীর বিকেলে কলকাতা শহরে ব্যাপক যানজটের আশঙ্কা তৈরি হয়েছে ৷

অন্যদিকে, আজ মেট্রো চ্যানেলের অনশনের মঞ্চ থেকে জুনিয়র ডাক্তার ফ্রন্ট একটি 'প্রতীকী অনশন'-এর ডাক দিয়েছে ৷ যেখানে সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত 12 ঘণ্টা প্রতীকী অনশন করবেন জুনিয়র ডাক্তাররা ৷ যে অনশনে যোগ দেবেন সিনিয়র চিকিৎসকরাও ৷ উল্লেখ্য, শনিবার রাত সাড়ে আটটা থেকে শুরু হওয়া সাত জুনিয়র ডাক্তারের আমরণ অনশনের 48 ঘণ্টা হতে চলেছে ৷

ABOUT THE AUTHOR

...view details