পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

মণ্ডপেও উঠুক বিচারের দাবি, আবেদন চিকিৎসকদের - RG Kar Doctor Rape and Murder

উৎসবে আন্দোলন ও সুবিচারের দাবি জারি রাখতে ময়দানে চিকিৎসকদের যৌথ মঞ্চ ৷ একাধিক পুজো উদ্যোক্তাদের মণ্ডপের পাশে 'দ্রোহ মঞ্চ' তৈরির আবেদন করা হয়েছে ৷

By ETV Bharat Bangla Team

Published : 4 hours ago

Updated : 4 hours ago

RG Kar Doctor Rape and Murder
আরজি করের বিচারের দাবি এবার পুজো মণ্ডপেও ৷ (নিজস্ব চিত্র)

কলকাতা, 6 অক্টোবর: আরজি করের সুবিচারের দাবিতে জুনিয়র চিকিৎসকরা আমরণ অনশনের সিদ্ধান্ত নিয়েছেন ৷ তাঁদের আন্দোলন জারি থাকবে পুজোর কলকাতাতেও ৷

নির্যাতিতা চিকিৎসকের মা-বাবার কণ্ঠে এবার সুবিচারের সেই বার্তা পৌঁছে যেতে পারে শহরের 100টি পুজো মণ্ডপে ৷ সিনিয়র চিকিৎসকদের যৌথ মঞ্চের তরফে এমনই উদ্যোগ নেওয়া হয়েছে ৷

চিকিৎসকদের আবেদন (ইটিভি ভারত)

জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস-এর তরফে কলকাতা ও জেলার একশোটি পুজো উদ্যোক্তাদের কাছে একটি আবেদন করা হয়েছে ৷ সেখানে বলা হয়েছে, আরজি করের নির্যাতিতার মা-বাবার একটি অডিয়ো ক্লিপ পুজো মণ্ডপে চালানো হোক ৷ যেখানে তাঁরা, এবারের পুজোয় তাঁদের মেয়ে কী কী পরিকল্পনা করেছিলেন, তা তুলে ধরেছেন ৷ সেই সঙ্গে থাকছে সুবিচারের দাবিতে মানুষকে পাশে থাকার নিবেদন ৷ সেই বার্তা পুজোয় ঠাকুর দেখতে আসা প্রতিটি মানুষের কাছে পৌঁছবে ৷

আরজি করের বিচারের দাবি এবার পুজো মণ্ডপেও ৷ (নিজস্ব চিত্র)

এখানেই শেষ নয় ৷ পুজো মণ্ডপগুলির পাশে একটি 'দ্রোহ মঞ্চ' তৈরির আবেদনও করা হয়েছে জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসের তরফে ৷ সেই আবেদনে বলা হয়েছে, "পুজো মণ্ডপ চত্বরে বিচারের দাবিতে একটি 'দ্রোহ মঞ্চ' তৈরি হোক ৷ সেখানে আরজি করের নির্যাতিতা চিকিৎসকের স্মরণে প্রজ্জ্বলিত থাকবে একটি প্রদীপ ৷ সঙ্গে থাকবে নোটবুক ৷ কেউ চাইলে নিজের ইচ্ছামতো সেই নোটবুকে কোনও বার্তা লিখতে পারবেন ৷

উল্লেখ্য, নির্যাতিতার মা-বাবার অডিয়োটি প্রকাশ করা হয়েছে জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস-এর তরফে ৷ সেখানে নির্যাতিতার মা জানিয়েছেন, তাঁর মেয়ে এবারের পুজোয় কী পরিকল্পনা করেছিলেন ৷ তিনি বলছেন, "আমার মেয়ে সব থেকে বেশি ছুটি নেবে ভেবেছিল এবারের পুজোয় ৷ ও ভেবেছিল নিজের হাতে আলপনা দেবে ৷ সবার সঙ্গে খুব আনন্দ করবে ৷ কিন্তু, আমার মেয়ে পারল না ৷ দশমীর আগেই আমার দুর্গার ভাসান হয়ে গেল ৷ যারা পুজো মণ্ডপ আসছেন, তাঁদের বলব নিজেদের বাড়ি মেয়ের সুরক্ষা ও আমার মেয়ের সুবিচারের প্রার্থনা করুন ৷ পাশাপাশি এই পৃথিবীতে এত অসুর আছে, মা যেন এবার তাঁদের বিনাশ করেন ৷"

Last Updated : 4 hours ago

ABOUT THE AUTHOR

...view details