ঝাড়গ্রাম, 25 মে: ভোটাধিকার প্রয়োগ করলেন ঝাড়গ্রামের তৃণমূল প্রার্থী কালীপদ সরেন ৷ রাজ্যের মন্ত্রী বীরবাহা হাঁসদাও গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করলেন ৷ ভোট দিয়ে তৃণমূূল প্রার্থী কালীপদ বলেন, "জঙ্গলমহলে শান্তিপূর্ণভাবেই ভোট হবে।" ঝাড়গ্রাম বিধানসভার অন্তর্গত বেনাগেড়িয়ায় জুনিয়ার হাইস্কুলের 176 নম্বর বুথে ভোট দেন কালীপদ সরেন। এদিন সকালে স্ত্রী, কন্যা, পুত্রকে সঙ্গে নিয়ে সপরিবারে ভোট দেন কালীপদ সরেনের।
এদিকে, শনিবার সকাল সকাল ভোট দিয়ে রাজ্যের মন্ত্রী বীরবাহা হাঁসদা বলেন, "মানুষ উন্নয়ন ও শান্তির পক্ষে ভোট দেবে ৷ আমরা এক থেকে দেড় লক্ষ ভোটের ব্যবধানে জয়লাভ করছি। ঝাড়গ্রাম বিধানসভার জল সম্পদ অনুসন্ধান ও উন্নয়ন দফতরের অফিসের 169 নম্বর বুথে সাধারণ মানুষের সঙ্গে ভোটের লাইনে দাঁড়িয়ে ভোট দেন মন্ত্রী। মন্ত্রী আরও বলেন, "2019 মানুষ ভুল করে বিজেপিকে ভোট দিয়েছিল এবার তাঁরা সেই ভুল বুঝতে পেরেছেন। উন্নয়নের স্বার্থে তৃণমূল কংগ্রেসের পাশেই থাকবে। আমরা এক থেকে দেড় লক্ষ ভোটে জয়লাভ করব লোকসভা কেন্দ্রে।"
133 কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপে জঙ্গলমহলে শুরু হয় ষষ্ঠ দফার লোকসভা নির্বাচন । ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের মোট ভোটার সংখ্যা রয়েছেন 17 লক্ষ 79 হাজার 794 জন। তার মধ্যে পুরুষ ভোটার 8 লক্ষ 90 হাজার 51 জন এবং মহিলা ভোটার রয়েছেন 8 লক্ষ 89 হাজার 724 জন, তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন 19 জন। 18 থেকে 19 বছরের মধ্যে নতুন ভোটার রয়েছে 49 হাজার 871 জন।