পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ভোট দিলেন তৃণমূল প্রার্থী কালীপদ, ভোটাধিকার প্রয়োগ মন্ত্রী বীরবাহারও - Lok Sabha Election 2024

Phase 6 Voting in Lok Sabha Election 2024: ষষ্ঠ দফায় ভোট দিলেন ঝাড়গ্রামের তৃণমূল প্রার্থী কালীপদ সোরেন ৷ তিনি জানালেন, জঙ্গলমহলে শান্তিপূর্ণভাবেই ভোট হবে ৷ পাশাপাশি, আর পাঁচটা সাধারণ মানুষের মতো লাইনে দাঁড়িয়ে ভোট দিলেন রাজ্য়ের মন্ত্রী বীরবাহা হাঁসদা ৷

Phase 6 Voting in Lok Sabha Election 2024
বাঁ-দিকে কালীপদ সোরেন ও মন্ত্রী বীরবাহা (নিজস্ব চিত্র)

By ETV Bharat Bangla Team

Published : May 25, 2024, 1:57 PM IST

Updated : May 25, 2024, 2:26 PM IST

ঝাড়গ্রাম, 25 মে: ভোটাধিকার প্রয়োগ করলেন ঝাড়গ্রামের তৃণমূল প্রার্থী কালীপদ সরেন ৷ রাজ্যের মন্ত্রী বীরবাহা হাঁসদাও গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করলেন ৷ ভোট দিয়ে তৃণমূূল প্রার্থী কালীপদ বলেন, "জঙ্গলমহলে শান্তিপূর্ণভাবেই ভোট হবে।" ঝাড়গ্রাম বিধানসভার অন্তর্গত বেনাগেড়িয়ায় জুনিয়ার হাইস্কুলের 176 নম্বর বুথে ভোট দেন কালীপদ সরেন। এদিন সকালে স্ত্রী, কন্যা, পুত্রকে সঙ্গে নিয়ে সপরিবারে ভোট দেন কালীপদ সরেনের।

ঝাড়গ্রামে লাইনে দাঁড়িয়ে ভোট দিলেন মন্ত্রী বীরবাহা ও তৃণমূল প্রার্থী কালীপদ সরেন (ইটিভি ভারত)

এদিকে, শনিবার সকাল সকাল ভোট দিয়ে রাজ্যের মন্ত্রী বীরবাহা হাঁসদা বলেন, "মানুষ উন্নয়ন ও শান্তির পক্ষে ভোট দেবে ৷ আমরা এক থেকে দেড় লক্ষ ভোটের ব্যবধানে জয়লাভ করছি। ঝাড়গ্রাম বিধানসভার জল সম্পদ অনুসন্ধান ও উন্নয়ন দফতরের অফিসের 169 নম্বর বুথে সাধারণ মানুষের সঙ্গে ভোটের লাইনে দাঁড়িয়ে ভোট দেন মন্ত্রী। মন্ত্রী আরও বলেন, "2019 মানুষ ভুল করে বিজেপিকে ভোট দিয়েছিল এবার তাঁরা সেই ভুল বুঝতে পেরেছেন। উন্নয়নের স্বার্থে তৃণমূল কংগ্রেসের পাশেই থাকবে। আমরা এক থেকে দেড় লক্ষ ভোটে জয়লাভ করব লোকসভা কেন্দ্রে।"

133 কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপে জঙ্গলমহলে শুরু হয় ষষ্ঠ দফার লোকসভা নির্বাচন । ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের মোট ভোটার সংখ্যা রয়েছেন 17 লক্ষ 79 হাজার 794 জন। তার মধ্যে পুরুষ ভোটার 8 লক্ষ 90 হাজার 51 জন এবং মহিলা ভোটার রয়েছেন 8 লক্ষ 89 হাজার 724 জন, তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন 19 জন। 18 থেকে 19 বছরের মধ্যে নতুন ভোটার রয়েছে 49 হাজার 871 জন।

আরও পড়ুন:'তৃণমূলকে সাফ করে দিয়েছি', ভোট দিয়েই হুঙ্কার শুভেন্দুর

নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, প্রতিটি ভোটগ্রহণ কেন্দ্রে এক সেকশন কেন্দ্রীয় বাহিনী অর্থাৎ 8 জন কেন্দ্রীয় বাহিনী, একজন রাজ্য পুলিশ এবং চারজন ভোট কর্মী রয়েছেন। 2018টি ভোটগ্রহণ কেন্দ্রের মধ্যে 297টি স্পর্শকাতর বুথ হিসেবে চিহ্নিত করা হয়েছে ৷ যেগুলির উপর বাড়তি নজরদারি থাকবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। কেবলমাত্র ঝাড়গ্রাম জেলায় 133 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে ৷ এছাড়াও রাজ্য পুলিশ রয়েছেন 2,436 জন। ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রে ভোট কর্মী থাকছেন 9,646 জন।

প্রসঙ্গত, ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের এসটি সংরক্ষিত আসনে তৃণমূল, বিজেপি, সিপিএম, বহুজন সমাজবাদী পার্টি, কুড়মি নির্দল-সহ মোট 13 জন প্রার্থী নির্বাচনে লড়াই করছেন।

আরও পড়ুন:পটাশপুর-ঘাটাল-ঝালদায় উত্তেজনা, অ্যাকশন টেকেন রিপোর্ট তলব কমিশনের

Last Updated : May 25, 2024, 2:26 PM IST

ABOUT THE AUTHOR

...view details