পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

পর্যটকদের জন্য দুঃসংবাদ, অনির্দিষ্টকালের জন্য বন্ধ হল জয়ন্তী মহাকাল জঙ্গল সাফারি - JAYANTI FOREST SAFARI CLOSED - JAYANTI FOREST SAFARI CLOSED

Jayanti Forest Safari: অনির্দিষ্টকালের জন্য জয়ন্তী মহাকাল জঙ্গল সাফারি বন্ধের সিদ্ধান্ত নিল বন দফতর ৷ একদিকে জয়ন্তী নদীর জলস্তর বৃদ্ধি ও অন্যদিকে যাতায়াতের রাস্তার বেহাল অবস্থার মধ্যে পর্যটকদের কথা মাথায় করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ নির্দেশিকা দিয়ে জানাল বক্সা ব্যাঘ্র প্রকল্প ৷

Jayanti forest safari
জয়ন্তী জঙ্গল সাফারি (নিজস্ব ছবি)

By ETV Bharat Bangla Team

Published : May 22, 2024, 12:45 PM IST

বন্ধ হল জয়ন্তী মহাকাল জঙ্গল সাফারি (ইটিভি ভারত)

আলিপুরদুয়ার, 22 মে: পর্যটনের মরশুমে মন খারাপ করা খবর ৷ গত সোমবার থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেল জয়ন্তী মহাকাল জঙ্গল সাফারি ৷ বিজ্ঞপ্তি দিয়ে জঙ্গল সাফারি বন্ধ করার নির্দেশ দিল বক্সা ব্যাঘ্র প্রকল্প। বন দফতরের এই নির্দেশিকায় বিপাকে পড়েছেন পর্যটক থেকে শুরু করে পর্যটনের সঙ্গে যুক্ত ব্যবসায়ীরা ৷ বক্সার আধিকারিক দেবাশিস শর্মা জানান, পর্যটকদের কথা চিন্তা করেই এই নির্দেশিকা দেওয়া হয়েছে।

জানা গিয়েছে, বৃদ্ধি পেয়েছে জয়ন্তী নদীর জলস্তর ৷ নদীর উপর দিয়ে যাতায়াতের রাস্তার অবস্থাও খারাপ ৷ তাই পর্যটকদের নিরাপত্তার কথা মাথায় রেখে জঙ্গল সাফারি বন্ধের সিদ্ধান্ত নিয়েছে বন দফতর ৷ পর্যটকদের জীবন নিয়ে কোনওরকম ঝুঁকি নিতে চাইছে না তারা। জয়ন্তীর সাফারি চালক থেকে গাইডদের আপাতত পর্যটকদের সেখানে না-নিয়ে যাওয়ার নির্দেশ জারি করা হয়েছে বন দফতরের তরফে ।

রাস্তার বেহাল অবস্থার কারণে এই সিদ্ধান্ত বন দফতরের (নিজস্ব ছবি)

পর্যটনের মরশুমে বন দফতরের নির্দেশিকা হতাশ করেছে পর্যটন ব্যবসায়ী থেকে ট্যুর অপারেটরদের । তাঁদের আশঙ্কা এতে জয়ন্তীর পর্যটনশিল্পের হাল খারাপ হবে । জয়ন্তী চেকপোস্টে সাফারি বন্ধের নির্দেশিকা দেওয়া হয়েছে । তবে জানা গিয়েছে, অন্য সাফারি রুটে পর্যটকরা নির্বিঘ্নে যেতে পারবেন। কিন্তু মহাকাল পর্যন্ত যাওয়ার রাস্তার বেহাল অবস্থা । সেখানে নদীতে দলে দলে হাতি চলে আসছে । যে কোনও সময় সেখানে বিপদ হতে পারে । তাই ওই রুটে অস্থায়ীভাবে সাফারি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।

বন্ধ হয়ে গেল জয়ন্তী মহাকাল জঙ্গল সাফারি (নিজস্ব ছবি)

জঙ্গলের পথ মানে কমবেশি ঝুঁকি থেকেই যায় । তবে মহাকাল পর্যন্ত সাফারিতে মূলত জয়ন্তীর নদীবক্ষ ধরে সেখানে পর্যটকদের নিয়ে যাওয়া হত । সামনে বর্ষা, পাহাড়ি নদীতে হড়পা বান আসতে পারে । সেই আশঙ্কা তো রয়েছেই । সঙ্গে আবার ছোট মহাকাল মন্দিরের আশপাশে হাতির দলের বিচরণ মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে সকলের কাছে । ওই এলাকায় হাতির দল জয়ন্তী নদীতে জলপান করতে আসে। শিবচতুর্দশীতে দলে দলে পুণ্যার্থীরা সেখানে ভিড় করেন। তবে অনেক পুণ্যার্থী ও পর্যটক জয়ন্তী বেড়াতে এল একবারের জন্য বড় মহাকালে যেতে না-পারলেও ছোট মহাকালে গিয়ে পুজো দিয়ে আসতেন । তবে এবার থেকে সেই সুযোগ আর হবে না ৷

আরও পড়ুন:

  1. কাজিরাঙা উদ্যানে হাতির পিঠে সফর প্রধানমন্ত্রীর, করলেন জিপ সাফারিও
  2. ঝিরিঝিরি বৃষ্টিকে সঙ্গী পেতে চান ? আপনার অপেক্ষায় চিলাপাতা
  3. সাফারিতে বেরনো পর্যটকদের দেখে থাবা বসাতে ছুটে এল বাঘমামা! তারপর...

ABOUT THE AUTHOR

...view details