ঝাড়গ্রাম, 8 এপ্রিল:বিচারাধীন অবস্থায় জেলবন্দিরা নির্বাচনে লড়াইয়ের সুযোগ পান। কিন্তু ভোট দেওয়ার অধিকার থাকে না । এবার বিচারাধীন বন্দিদের ভোটদানের অধিকারের দাবিতে সরব হল জঙ্গলমহল স্বরাজ মোর্চা ৷ সোমবার ঝাড়গ্রামের জেলাশাসক তথা জেলার মুখ্য নির্বাচনী আধিকারিকের মাধ্যমে মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমারের কাছে ডেপুটেশন দিয়েছেন তারা ৷
এ প্রসঙ্গেই জঙ্গলমহল স্বরাজ মোর্চার কেন্দ্রীয় কমিটির সভাপতি অশোক মাহাতো বলেন, " ফৌজদারি মামলায় জেলে থাকা বন্দীরা নির্বাচনে দাঁড়াতে পারেন কিন্তু তাঁদের ভোটাধিকার নেই । অষ্টাদশ লোকসভা নির্বাচনে ফৌজদারি মামলায় বিচারাধীন জেলবন্দিরা যাতে গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারে তার জন্যই ঝাড়গ্রামের জেলা শাসকের মাধ্যমে ভারতীয় নির্বাচন কমিশনের মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে ডেপুটেশন দেওয়া হয়েছে।"
চলতি মাসের 19 তারিখ থেকে শুরু হতে চলেছে নির্বাচন ৷ নির্বাচন ঘিরে প্রার্থীরা নিজ নিজ কেন্দ্রে প্রচার শুরু করেছেন ৷ নির্বাচন সুষ্টভাবে সম্পন্ন করে জারি হয়ে গিয়েছে নির্বাচনী বিধি-নিষেধ ৷ তার মধ্যে সংশোধনাগারের বন্দিরা যাতে গণতান্ত্রিক অধিকার প্রয়োগের সুযোগ পায় তার জন্য এই ব্যবস্থা ৷ প্রসঙ্গত, পৃথিবীর অনেক দেশে এমন দৃষ্টান্ত আছে যেখানে বিচারাধীন (Undertrial) জেল বন্দি ব্যক্তির ভোটের টিকিট পান ৷ ভোট দেওয়ারও অধিকার দেওয়া হয়। আবার বিভিন্ন দেশে কারাবাসের সময়কাল বিচার করে ভোটাধিকার দেওয়া হয় । ক্রোটেরিয়া, ডেনমার্ক, ফিনল্যান্ড, অ্যায়ারল্যান্ড, লাতভিয়া, লিথুয়ানিয়া, মন্টেনিগ্রো, উত্তর ম্যাকাডোনিয়া, নরওয়ে, সাইবেরিয়া, স্পেন, সুইডেন, সুইজারল্যান্ড এবং ইউক্রেনে এই ব্যবস্থা চালু আছে ৷
আরও পড়ুন:
- মোদির সফরের কয়েক ঘণ্টা আগেই সুকমায় উদ্ধার বিপুল বিস্ফোরক
- ভোটপ্রচারে বাংলায় রাহুল-সোনিয়া! স্টার ক্যাম্পেইনারের তালিকা প্রকাশ প্রদেশ কংগ্রেসের
- পুরুলিয়ায় প্রার্থী দিয়ে কংগ্রেসকে কোচবিহারের পালটা জবাব দিতে চায় ফরওয়ার্ড ব্লক