পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

নিশীথের বিরুদ্ধে পাঁচ বছরের পুরনো প্রতারণা মামলায় স্থগিতাদেশ জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের - নিশীথ প্রামাণিক

Fraud Case Against Nisith Pramanik: চাকরি দেওয়ার নামে টাকা নিয়ে প্রতারণার অভিযোগে পাঁচ বছর আগে একটি মামলা হয়েছিল বর্তমান কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী নিশীথ প্রামাণিকের বিরুদ্ধে ৷ সেই প্রতারণার মামলায় 8 সপ্তাহের স্থগিতাদেশের নির্দেশ দিল জলপাইগুড়ি সার্কিট বেঞ্চ ৷

ETV BHARAT
ETV BHARAT

By ETV Bharat Bangla Team

Published : Feb 21, 2024, 3:57 PM IST

নিশীথের বিরুদ্ধে প্রতারণা মামলায় স্থগিতাদেশ জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের

জলপাইগুড়ি, 21 ফেব্রুয়ারি: 2019 লোকসভা ভোটের আগে মুকুল রায়ের হাত ধরে তৃণমূল থেকে বিজেপিতে যোগ দিয়েছিলেন নিশীথ প্রামাণিক ৷ সেই সময় নিশীথের বিরুদ্ধে একাধিক মামলা করেছিল শাসকদল তৃণমূল ৷ তখনকার একটি মামলায় বুধবার সাময়িক স্বস্তি পেলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ৷ নিশীথের বিরুদ্ধে চাকরি দেওয়ার নামে টাকা নিয়ে প্রতারণার অভিযোগ উঠেছিল ৷ সেই মামলায় এদিন 8 সপ্তাহের জন্য স্থগিতাদেশ জারি করেছে কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চ ৷

নিশীথের আইনজীবী রাজদীপ মজুমদার এদিন সার্কিট বেঞ্চের বিচারপতি বিভাসরঞ্জন দে'র এজলাসে পাঁচ বছরের পুরনো মামলাটি খারিজ করার আবেদন করেছিলেন ৷ আবেদনে নিশীথের আইনজীবী উল্লেখ করেছিলেন, পাঁচবছর আগে নিশীথ প্রামাণিক যখন দল পরিবর্তন করে বিজেপিতে যোগ দেন, সেই সময় তাঁর নামে একাধিক মামলা দায়ের করা হয়েছিল ৷ যার মধ্যে একটি প্রতারণার মামলা করা হয়েছিল ভারতীয় দণ্ডবিধির 406 ও 420 ধারায় ৷

অভিযোগ ছিল নিশীথ সেই সময় এক ব্যক্তির থেকে চাকরি দেওয়ার নামে টাকা নিয়েছিলেন ৷ কিন্তু, চাকরি না দেওয়ায় নিশীথের নামে পুলিশে অভিযোগ দায়ের করেছিলেন ওই ব্যক্তি ৷ কিন্তু, পুলিশ পাঁচবছর পরেও ওই মামলায় কোনও চার্জশিট দাখিল করেনি ৷ এতদিন দীর্ঘসময় পেরিয়ে যাওয়ায় নিশীথের বিরুদ্ধে মামলাটি খারিজ করার আবেদন জানানো হয় ৷ তবে, বিচারপতি বিভাসরঞ্জন দের বেঞ্চ ওই মামলায় আগামী 8 সপ্তাহের জন্য স্থগিতাদেশ জারি করেছে ৷ কেন পুলিশ এতদিনেও চার্জশিট দাখিল করতে পারেনি, সেই প্রশ্নও তুলেছে আদালত ৷

আপাতত মামলাটিতে পুলিশ আগামী আট সপ্তাহ কোনও পদক্ষেপ করতে পারবে না ৷ তারপর নিশীথ প্রামাণিকের আইনজীবীর মামলা খারিজের আবেদনের শুনানি হবে ৷ সেই শুনানিতে পরবর্তী কী পদক্ষেপ নেওয়া হবে ? তা নিয়ে সিদ্ধান্ত নেবে কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চ ৷ উল্লেখ্য, সেই সময় নিশীথের বিরুদ্ধে হওয়া মামলাগুলির কোনওটি খারিজ হয়ে গিয়েছে অথবা স্থগিতাদেশ জারি রয়েছে ৷ এবার প্রতারণার মামলাটিতেও আট সপ্তাহের স্থগিতাদেশ দিল আদালত ৷

আরও পড়ুন:

  1. সুষমা স্বরাজের মেয়ে বাঁসুরীর সওয়ালে শর্তসাপেক্ষে আগাম জামিন নিশীথ প্রামাণিকের
  2. সুপ্রিম কোর্টে রক্ষাকবচ পেলেন নিশীথ প্রামাণিক, কেন্দ্রীয় মন্ত্রীর বিরুদ্ধে এখনই ব্যবস্থা নয়
  3. সীমান্তে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি তৈরি করতেই বিএসএফকে আক্রমণ মমতার, দাবি নিশীথের

ABOUT THE AUTHOR

...view details