অশোকনগর, 01 জুন:কেন্দ্রীয় বাহিনী এবং পুলিশ সরতেই ফের উত্তপ্ত বারাসত লোকসভা কেন্দ্র ৷ লোকসভা কেন্দ্রের অন্তর্গত অশোকনগরের বাঁকপুল চাক সীমলা এলাকায় আইএসএফ এবং তৃণমূল কংগ্রেস কর্মীদের মধ্যে সংঘর্ষে চলল ইটবৃষ্টি এবং মারধর ৷ ঘটনাটি ঘটেছে 73 নম্বর বুথে ৷
আইএসএফ প্রার্থীর গাড়ি ভাঙচুরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে (ইটিভি ভারত) আইএসএফ কর্মীদের অভিযোগ, তাদের বুথ ক্যাম্প ভেঙে দিয়েছে তৃণমূল কর্মী-সমর্থকেরা ৷ কর্মীদেরও মারধর করা হয় বলে অভিযোগ ৷ তাদের বাড়িতে হামলারও অভিযোগ উঠেছে ৷ এমনকী, একাধিক গাড়ি ভাঙচুর করা হয় বলেও অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে ৷ যদিও তৃণমূল কর্মীদের দাবি, মিথ্যে অভিযোগ করছে আইএসএফ ৷
এদিকে দলীয় কর্মীদের আক্রান্তের খবর পেয়ে এলাকায় গিয়ে তৃণমূল কর্মী সমর্থকদের বিক্ষোভের মুখে পড়েন আইএসএফ প্রার্থী তাপস বন্দ্যোপাধ্যায়। অভিযোগ, জয়বাংলা স্লোগান তুলে তাঁকে এলাকা ছেড়ে চলে যাওয়ার জন্য হুমকি দেওয়া হয় তৃণমূলের তরফে বলে ৷ উত্তপ্ত জনতার রোষ থেকে কোনওক্রমে বেঁচে সেখান থেকে পালিয়ে আসেন তিনি ৷ পরিস্থিতি স্বাভাবিক করতে ঘটনাস্থলে পৌঁছয় কেন্দ্রীয় বাহিনী ও অশোকনগর থানার পুলিশ ৷ পরে সেখান থেকে আইএসএফ প্রার্থী রন্ধনগাছা পৌঁছলে তাঁর গাড়ির কাঁচ ভেঙে দেওয়া হয় বলে অভিযোগ ৷
শনিবার সকাল থেকে উত্তপ্ত হয়ে ওঠে অশোকনগর ৷ ভোট শুরু হতেই আইএসএফ এজেন্ট এবং ভোটারদের ভোটদান কেন্দ্রে যাওয়ার আগেই ফিরিয়ে দেওয়ার অভিযোগ ওঠে শাসকদল তৃণমূলের বিরুদ্ধে ৷ ঘটনাটি ঘটে পুমলিয়া এলাকায় ৷ তৃণমূলের বিরুদ্ধে আইএসএফের অভিযোগ, নির্বাচন শুরুর পর পুমলিয়া প্রাথমিক বিদ্যালয়ে অশোকনগরের ভুরকুন্ডা পঞ্চায়েতের 18 নম্বর বুথে আইএসএফ এজেন্টকে ঢুকতে বাধা দেওয়া হয় ৷ এমনকী দলের কর্মী-সমর্থকদেরও ভোটগ্রহণ কেন্দ্রে যাওয়ার আগেই রাস্তায় ফিরিয়ে দেওয়া হয় বলে অভিযোগ ৷ আনন্দপাড়া এলাকার ভোটাররা ভোট দিতে পারছেন না বলেও অভিযোগ উঠেছে ৷ যদিও এই অভিযোগ অস্বীকার করেছে স্থানীয় তৃণমূল নেতা-কর্মীরা ৷ খবর পেয়েই বুথ চত্বরে এসে পৌঁছন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ৷