কলকাতা, 14 মার্চ:আর মাত্র কয়েকঘণ্টার মধ্যেই কলকাতা মেট্রোর তিনটি রুটে শুরু হচ্ছে যাত্রী পরিষেবা ৷ শুক্রবারে কলকাতা মেট্রোর 3টি রুটে যাত্রী পরিষেবা শুরু হতে চলেছে । এই তিনটি রুট হল সবুজ লাইনের এসপ্লানেড মেট্রো স্টেশন থেকে হাওড়া ময়দান (4.8 কি.মি), কমলা লাইনের কবি সুভাষ-হেমন্ত মুখোপাধ্যায় অংশ (5.4 কি.মি ) এবং বেগুলি লাইনের সম্প্রসারিত অংশ তারাতলা-মাঝেরহাট (1.25 কি.মি)। পাশাপাশি একটি টিকিট কেটেই অন্যরুটে যাওয়া যাবে ৷
যদি কোনও যাত্রীকে গ্রিন ব্লু বা অরেঞ্জ লাইনে মেট্রো নিতে হয়, তাহলে বারবার রুট পরিবর্তন করে কাটতে হবে না টিকিট । এসপ্ল্যানেড এবং কবি সুভাষ মেট্রো স্টেশন থেকে এক টিকিটেই সফর করা যাবে এই তিনটি করিডোরে । যাত্রীদের সুবিধার জন্য ইন্টিগ্রেটেড টিকিটিং সিস্টেম (আইটিএস) পরিষেবা চালু করা হয়েছে । এই টিকিট কাউন্টার থেকেই সংগ্রহ করতে পারবেন যাত্রীরা । অটোমেটিক স্মার্ট কার্ড মেশিন থেকে এই টিকিট দেওয়া পাওয়া যাবে না ৷ মেট্রো রাইড কলকাতা অ্যাপ থেকে টিকিট কাটলেও এই সুবিধা পাবেন যাত্রীরা ৷ এছড়াও স্মার্ট কার্ড ব্যবহারকারীর এই সুবিধা পাবেন ৷ এই ব্যবস্থা কার্যকর করার জন্য স্টেশনের সবকটি এএফসি- পিসি গেটকেও আপগ্রেড করা হচ্ছে ৷ তবে আপাতত পার্পেল লাইনে ইন্টিগ্রেটেড টিকিটিং ব্যবস্থা থাকছে না ।
সূত্রের খবর, শুক্রবার সকাল 7টায় এসপ্ল্যানেড থেকে হাওডা ময়দান (সবুজ লাইন) প্রথম মেট্রো পরিষেবা শুরু হবে ৷ এদিন এই সময়ে অন্যরুটে দিয়ে হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত মেট্রো পরিষেবা চলবে ৷ রেক নম্বর এম আর 613 এবং এম আর 614 এই পরিষেবা দেবে ৷ যেকোনও একটি স্টেশন থেকে টিকিট কেটে সবকটি লাইনে যেতে পারবেন যাত্রীরা ৷
এক নজরে ভাড়ার তালিকা: