পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

এক টিকিটেই গ্রিন, ব্লু ও অরেঞ্জ লাইনে যাওয়ার সুবিধা; আরও সহজ মেট্রো পরিষেবা - one ticket for three metro Rute

Integrated Metro Service: শুক্রবার থেকে চালু হচ্ছে শহরের তিনটি নতুন সম্প্রসারিত মেট্রো রুট । দেশে প্রথমবার নদীর নীচ দিয়ে মেট্রো চালিয়ে ইতিহাস গড়বে কলকাতা মেট্রো । এবার এক টিকিট কেটেই সবুজ, নীল ও কমলা লাইনে মেট্রোয় চড়তে পারবেন যাত্রীরা ৷

Integrated Metro Service
কলকাতা মেট্রো

By ETV Bharat Bangla Team

Published : Mar 14, 2024, 9:26 PM IST

কলকাতা, 14 মার্চ:আর মাত্র কয়েকঘণ্টার মধ্যেই কলকাতা মেট্রোর তিনটি রুটে শুরু হচ্ছে যাত্রী পরিষেবা ৷ শুক্রবারে কলকাতা মেট্রোর 3টি রুটে যাত্রী পরিষেবা শুরু হতে চলেছে । এই তিনটি রুট হল সবুজ লাইনের এসপ্লানেড মেট্রো স্টেশন থেকে হাওড়া ময়দান (4.8 কি.মি), কমলা লাইনের কবি সুভাষ-হেমন্ত মুখোপাধ্যায় অংশ (5.4 কি.মি ) এবং বেগুলি লাইনের সম্প্রসারিত অংশ তারাতলা-মাঝেরহাট (1.25 কি.মি)। পাশাপাশি একটি টিকিট কেটেই অন্যরুটে যাওয়া যাবে ৷

ভাড়ার তালিকা

যদি কোনও যাত্রীকে গ্রিন ব্লু বা অরেঞ্জ লাইনে মেট্রো নিতে হয়, তাহলে বারবার রুট পরিবর্তন করে কাটতে হবে না টিকিট । এসপ্ল্যানেড এবং কবি সুভাষ মেট্রো স্টেশন থেকে এক টিকিটেই সফর করা যাবে এই তিনটি করিডোরে । যাত্রীদের সুবিধার জন্য ইন্টিগ্রেটেড টিকিটিং সিস্টেম (আইটিএস) পরিষেবা চালু করা হয়েছে । এই টিকিট কাউন্টার থেকেই সংগ্রহ করতে পারবেন যাত্রীরা । অটোমেটিক স্মার্ট কার্ড মেশিন থেকে এই টিকিট দেওয়া পাওয়া যাবে না ৷ মেট্রো রাইড কলকাতা অ্যাপ থেকে টিকিট কাটলেও এই সুবিধা পাবেন যাত্রীরা ৷ এছড়াও স্মার্ট কার্ড ব্যবহারকারীর এই সুবিধা পাবেন ৷ এই ব্যবস্থা কার্যকর করার জন্য স্টেশনের সবকটি এএফসি- পিসি গেটকেও আপগ্রেড করা হচ্ছে ৷ তবে আপাতত পার্পেল লাইনে ইন্টিগ্রেটেড টিকিটিং ব্যবস্থা থাকছে না ।

ভাড়ার তালিকা

সূত্রের খবর, শুক্রবার সকাল 7টায় এসপ্ল্যানেড থেকে হাওডা ময়দান (সবুজ লাইন) প্রথম মেট্রো পরিষেবা শুরু হবে ৷ এদিন এই সময়ে অন্যরুটে দিয়ে হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত মেট্রো পরিষেবা চলবে ৷ রেক নম্বর এম আর 613 এবং এম আর 614 এই পরিষেবা দেবে ৷ যেকোনও একটি স্টেশন থেকে টিকিট কেটে সবকটি লাইনে যেতে পারবেন যাত্রীরা ৷

এক নজরে ভাড়ার তালিকা:

সবুজ লাইন:

  • এসপ্ল্যানেড থেকে হাওড়া রুটে সর্বনিম্ন ভাড়া 5 টাকা ।
  • এসপ্ল্যানেড থেকে মহাকরণ পর্যন্ত 5 টাকা ভাড়া ধার্য করা হয়েছে ৷
  • এসপ্ল্যানেড হাওড়া ময়দান পর্যন্ত 10 টাকা করে ভাড়া ধার্য করা হয়েছে।

কমলা লাইন:

  • হেমন্ত মুখোপাধ্যায় বা রুবি মোড় থেকে কবি সুকান্ত মেট্রো স্টেশন পর্যন্ত ভাড়া 5 টাকা।
  • হেমন্ত মুখোপাধ্যায় থেকে জ্যোতিরিন্দ্র নন্দী পর্যন্ত ভাড়া লাগবে 10 টাকা ।
  • হেমন্ত মুখোপাধ্যায় থেকে সত্যজিৎ রায় স্টেশন পর্যন্ত যেতে ভাড়া লাগবে 10 টাকা ।
  • হেমন্ত মুখোপাধ্যায় থেকে কবি সুভাষ যেতে ভাড়া লাগবে 20 টাকা ।
  • হেমন্ত মুখোপাধ্যায় থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত যেতে ভাড়া পড়বে 25 টাকা ।
  • হেমন্ত মুখোপাধ্যায় থেকে কবি নজরুল যেতে ভাড়া লাগবে 30 টাকা ।
  • হেমন্ত মুখোপাধ্যায় থেকে গীতাঞ্জলি স্টেশন পৌঁছতে ভাড়া লাগবে 30 টাকা ।
  • হেমন্ত মুখোপাধ্যায় থেকে মাস্টারদা সূর্য সেন পৌঁছতে লাগবে 35 টাকা।
  • হেমন্ত মুখোপাধ্যায় থেকে নেতাজি যেতে ভাড়া পড়বে 35 টাকা।
  • হেমন্ত মুখোপাধ্যায় থেকে মহানায়ক উত্তম কুমার যেতে ভাড়া লাগবে 35 টাকা।
  • হেমন্ত মুখোপাধ্যায় থেকে রবীন্দ্র সরোবর লাগবে 40 টাকা।
  • হেমন্ত মুখোপাধ্যায় থেকে কালীঘাট যেতে ভাড়া লাগবে 40 টাকা।
  • হেমন্ত মুখোপাধ্যায় থেকে যতীন দাস পার্ক যেতে লাগবে 40 টাকা।
  • হেমন্ত মুখোপাধ্যায় থেকে নেতাজি ভবন পর্যন্ত ভাড়া লাগবে 40 টাকা ।
  • হেমন্ত মুখোপাধ্যায় থেকে রবীন্দ্র সদন যেতে পড়বে 40 টাকা ।
  • হেমন্ত মুখোপাধ্যায় থেকে ময়দান যেতে লাগবে 40 টাকা।
  • হেমন্ত মুখোপাধ্যায় থেকে পার্কস্ট্রিট থেকে লাগবে 40 টাকা।
  • হেমন্ত মুখোপাধ্যায় থেকে এসপ্ল্যানেড যেতে লাগবে 40 টাকা।
  • হেমন্ত মুখোপাধ্যায় থেকে চাঁদনি চক যেতে লাগবে 40 টাকা ।
  • হেমন্ত মুখোপাধ্যায় থেকে সেন্ট্রাল যেতে লাগবে 40 টাকা ।
  • হেমন্ত মুখোপাধ্যায় থেকে মহাত্মা গান্ধী পর্যন্ত ভাড়া 40 টাকা।
  • হেমন্ত মুখোপাধ্যায় থেকে গিরিশ পার্ক যেতে ভাড়া লাগবে 40 টাকা।
  • হেমন্ত মুখোপাধ্যায় থেকে শোভাবাজার সুতানটি স্টেশন যেতে ভাড়া পড়বে 45 টাকা।
  • হেমন্ত মুখোপাধ্যায় থেকে শ্যামবাজার যেতে পড়বে 45 টাকা।
  • হেমন্ত মুখোপাধ্যায় থেকে বেলগাছিয়া যেতে পড়বে 45 টাকা।
  • হেমন্ত মুখোপাধ্যায় থেকে দমদম কেটে পড়বে 45 টাকা।
  • হেমন্ত মুখোপাধ্যায় থেকে নোয়াপাড়া যেতে লাগবে 45 টাকা।
  • হেমন্ত মুখোপাধ্যায় থেকে বরানগর যেতে লাগবে 45 টাকা।
  • হেমন্ত মুখোপাধ্যায় থেকে দক্ষিণেশ্বর যেতে লাগবে 45 টাকা।
  • হেমন্ত মুখোপাধ্যায় থেকে হাওড়া যেতে লাগবে 45 টাকা।

পার্পল বা বেগুনি লাইন:

  • ঠিক একইভাবে পার্পেল লাইনে মাঝেরহাট থেকে তারাতলা যেতে পড়বে 5 টাকা।
  • মাঝের থেকে বেহালা বাজার যেতে পড়বে 10 টাকা ।
  • মাঝেরহাট থেকে বেহালা চৌরাস্তা ভাড়া লাগবে 10 টাকা।
  • মাঝেরহাট থেকে শখেরবাজার পৌঁছতে ভাড়া লাগবে 20 টাকা।
  • মাঝেরহাট থেকে ঠাকুরপুকুর পৌঁছতে ভাড়া লাগবে 10 টাকা।
  • মাঝেরহাট থেকে জোকা পৌছতে ভাড়া লাগবে 20 টাকা ৷

আরও পড়ুন:

  1. কবে থেকে চালু গঙ্গার নীচে মেট্রো, ভাড়া কত? জেনে নিন বিস্তারিত
  2. 41 বছর পর ফের ইতিহাস, পাতালরেলে জুড়ল দুই পড়শি হাওড়া-কলকাতা
  3. মঙ্গলে রাজভবনে প্রধানমন্ত্রী, বুধে গঙ্গার নীচের দেশের প্রথম মেট্রো উদ্বোধন

ABOUT THE AUTHOR

...view details