শিলিগুড়ি, 2 ডিসেম্বর: সম্প্রতি বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের উপর হামলা ও তার জেরে ভারত-বাংলাদেশ সম্পর্কের অবনতির প্রভাব এবার দু’দেশের সীমান্তে দেখা যাচ্ছে ৷ বিএসএফের উত্তরবঙ্গ অর্থাৎ, শিলিগুড়ি ফ্রন্টিয়ারের আইজি সূর্যকান্ত শর্মা জানিয়েছেন, বর্তমান পরিস্থিতিতে সীমান্তে অনুপ্রবেশের সংখ্যা প্রায় দ্বিগুণ হয়েছে ৷ তবে, প্রতিনিয়ত সেই অনুপ্রবেশের চেষ্টা বিএসএফ ব্যর্থ করছে বলে জানিয়েছেন তিনি ৷
উত্তরবঙ্গ ফ্রন্টিয়ারের আইজি ছাড়াও, বিএসএফের ডিআইজি (জেনারেল) কুলদীপ সিং, ডিআইজি (অপারেশন) সঞ্জয় শর্মা, ডিআইজি (পিএসও) সঞ্জয় পন্থ এ দিন সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন ৷ সেখানেই আইজি জানান, উত্তরবঙ্গের আট জেলার 1937 কিলোমিটারের আন্তর্জাতিক সীমান্ত পাহাড়ার দায়িত্বে রয়েছে বিএসএফ ৷ বর্তমান পরিস্থিতিতে উত্তরবঙ্গের এই দীর্ঘ সীমান্ত দিয়ে সাম্প্রতিক সময়ে অনুপ্রবেশের সংখ্যা ব্যাপক হারে বেড়েছে ৷ ফ্রন্টিয়ারের অধীনে থাকা মোট সীমান্তের 10 শতাংশে ফেন্সিং নেই ৷ খুব তাড়াতাড়ি সেই জায়গাগুলিতে ফেন্সিং লাগানো হবে বলে জানিয়েছেন সূর্যকান্ত শর্মা ৷ এ নিয়ে রাজ্য সরকারের তরফে জমি ও এনওসি দেওয়া হয়েছে ৷
উত্তরবঙ্গ ফ্রন্টিয়ারের আইজি সূর্যকান্ত শর্মা জানিয়েছেন, "2023 সালে বিএসএফের নর্থ বেঙ্গল ফ্রন্টিয়ার ভারত-বাংলাদেশ সীমান্ত দিয়ে অনুপ্রবেশকারী 127 জন বাংলাদেশি ও 173 জন ভারতীয়কে গ্রেফতার করেছিল ৷ কিন্তু, চলতি বছরে এখনও পর্যন্ত সংখ্যাটা বেড়ে 194 জন বাংলাদেশি, 197 জন ভারতীয়, তিনজন রোহিঙ্গা ও তিনজন অন্যান্য অনুপ্রবেশকারী মিলিয়ে মোট 397 জনকে গ্রেফতার করা হয়েছে ৷"
সব থেকে আশ্চর্যের বিষয় হল, চলতি বছরের অগস্ট মাস থেকে নভেম্বর পর্যন্ত গত চার মাসে 149 জন অনুপ্রবেশকারীকে গ্রেফতার করেছে বিএসএফ। যার মধ্যে 35 জন ভারতীয় ও 114 জন বাংলাদেশি রয়েছে ৷ তবে, এই অনুপ্রবেশ রুখতে বিএসএফের তরফে তাদের হাতে থাকা সব মেশিনারিজ ব্যবহার করা হচ্ছে বলে জানিয়েছেন সূর্যকান্ত শর্মা ৷