দাসপুর, 13 মার্চ: গভীর রাতে ধূপের কারখানায় অগ্নিকাণ্ড ৷ বুধবার রাত 1টা বেজে 45 মিনিটে ধূপের কারখানায় দাউ দাউ করে আগুন জ্বলছে দেখে স্থানীয়রা খবর দেয় দমকলে ৷ দু'দফায় ঘটনাস্থলে আসে দমকলের 6টি ইঞ্জিন ৷ কিন্তু রাতের অন্ধকার কেটে দিনের আলো ফুটলেও আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি বলেই খবর ৷ ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুরের রসিকগঞ্জে ৷ ধূপের কারখানায় ভয়াবহ আগুনের জেরে কর্মহীন হয়ে পড়লেন প্রায় 2 হাজার শ্রমিক ৷ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে স্থানীয়দের প্রাথমিক অনুমান ৷
জানা গিয়েছে, দাসপুরের বাসিন্দা রাজকুমার দাসের কারখানা এটি । এই ধূপের কারখানায় দেড় থেকে দুই হাজার কর্মী কাজ করতেন। মঙ্গলবার গভীর রাতে এই কারখানায় আগুন লেগে যায় ৷ খবর পেয়ে ঘাটাল দমকল বিভাগ থেকে ঘটনাস্থলে দমকলের দু'টি ইঞ্জিন আসে ৷ তবে কোনভাবেই আগুন নিয়ন্ত্রণ করতে পারেনি তারা। পরে পাঁশকুড়া, মেদিনীপুর ও গড়বেতা থেকে আরও 4টি ইঞ্জিন আসে ৷ তাও আগুন এখনও সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসেনি। আপাতত 10টি ইঞ্জিন ও 5টি পাম্প বসিয়ে আগুন নেভানোর কাজ চলছে ।