কলকাতা, 15 অগস্ট:সক্রিয় ঘূর্ণাবর্ত ও মৌসুমি অক্ষরেখা ৷ একটা ঘূর্ণাবর্ত রয়েছে বাংলাদেশের তৎপ্বার্শবর্তী অঞ্চলে অবস্থান করছে। গত কয়েকদিন ধরে বঙ্গে মৌসুমী অক্ষরেখা সক্রিয় । যা দিঘার উপর দিয়ে গিয়ে দক্ষিণ-পূর্ব দিকে গিয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগরে পড়েছে। এরফলে রাজ্যে আগামী সাতদিন হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও ভারী বৃষ্টি আবার কোথাও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।
আজ এবং আগামিকাল দক্ষিণবঙ্গের সর্বত্র হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আকাশ মেঘলা থাকবে ৷ দক্ষিণবঙ্গের দুই মেদিনীপুর, হাওড়া এবং দুই 24 পরগনায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে ৷ হলুদ সতর্কতা জারি করেছে আলিপুর। সর্বোচ্চ তাপমাত্রা 32 ডিগ্রি সেলসিয়াস ও 27 ডিগ্রির আশেপাশে থাকবে ৷ আগামিকাল বাঁকুড়া, ঝাড়গ্রাম, দুই মেদিনীপুর, হাওড়া, দুই 24 পরগনায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে । শনিবার দক্ষিণবঙ্গের সর্বত্র হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। এমনটাই জানিয়েছেন আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সোমনাথ দত্ত ৷