কলকাতা, 18 মে:নতুন সপ্তাহের মাঝামাঝি পর্যন্ত বঙ্গে বৃষ্টিপাতের পূর্বাভাস দিল হাওয়া অফিস ৷ চলতি সপ্তাহের প্রথমদিক থেকে পারদ ফের চড়তে শুরু করেছিল । বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় ফের অস্বস্তিকর গরমে জেরবার বঙ্গবাসী। মনে করা হয়েছিল পারদ আবারও 40 ডিগ্রি ছুঁয়ে ফেলবে, তৈরি হবে তাপপ্রবাহের পরিস্থিতি। সেই সম্ভাবনা একেবারে না-গেলেও দহনজ্বালা হয়তো সেভাবে সহ্য করতে হবে না। কারণ, আগামী বুধবার পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস মিলল আলিপুর আবহাওয়া অফিস সূত্রে ৷
দু’দিন আগেও দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলি থেকে বৃষ্টি সরে যাওয়ার কথা বলা হয়েছিল। বর্তমানে উত্তরবঙ্গে বৃষ্টি পরিস্থিতি রয়েছে। সেইসঙ্গে সাগরে তৈরি হচ্ছে নিম্নচাপ ৷ ফলে গরম থেকে দ্রুত রেহাই মিলতে পারে ৷ আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সোমনাথ দত্ত বলেন, "শনিবার উত্তরবঙ্গের সামান্য বৃষ্টি হলেও দক্ষিণবঙ্গে বৃষ্টির আশা খুব কম। কার্যত নেই বললেই চলে।" তবে আগামিকাল অর্থাৎ রবিবার কলকাতা, হাওড়া, হুগলি, পুরুলিয়া এবং ঝাড়গ্রাম ছাড়া উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গে সর্বত্র বৃষ্টির পূর্বাভাস মিলেছে।
শনিবার পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান, দুই মেদিনীপুর এবং ঝাড়গ্রামে বজ্রবিদ্যুৎ-সহ দমকা ঝোড়ো হাওয়া বইবে। গাঙ্গেয় দক্ষিণবঙ্গের বাকি জেলা-সহ উত্তরবঙ্গের সমতলের তিন জেলা মালদা এবং দুই দিনাজপুরে ঘর্মাক্ত উষ্ণ আবহাওয়া। বিশেষত মালদা, দুই দিনাজপুর এবং কোচবিহারে অস্বস্তি বাড়বে। এমনটাই পূর্বাভাস হাওয়া অফিস সূত্রে ৷
উত্তরবঙ্গের দুই দিনাজপুর আজ তাপপ্রবাহের কবলে পড়তে পারে। দক্ষিণবঙ্গের বাঁকুড়া ও পশ্চিম বর্ধমানেও তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে। রবিবার দুই 24 পরগনা ও দুই মেদিনীপুরের বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে দমকা হাওয়ার পূর্বাভাস রয়েছে। উত্তরবঙ্গের উপরের পাঁচ জেলায় 40 কিলোমিটার বেগে দমকা হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে ।