পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

অস্বস্তিকর গরম পেরিয়ে আগামী সপ্তাহে রাজ্যজুড়ে বৃষ্টি! পূর্বাভাস নিম্নচাপেরও - WB WEATHER FORECAST - WB WEATHER FORECAST

WB Weather Update: আগামী সপ্তাহের শুরুতে দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের ৷ শুধু বৃষ্টি নয়, বইবে 40 কিমি বেগে দমকা হাওয়া ৷ সেইসঙ্গে সাগরে নিম্নচাপ তৈরির সম্ভাবনার কথাও শুনিয়েছে আবহাওয়া দফতর ৷

WB Weather Update
মেঘলা আকাশ (ফাইল ছবি)

By ETV Bharat Bangla Team

Published : May 18, 2024, 7:34 AM IST

Updated : May 18, 2024, 8:19 AM IST

অস্বস্তিকর গরম পেরিয়ে আগামী সপ্তাহে রাজ্যজুড়ে বৃষ্টি (ইটিভি ভারত)

কলকাতা, 18 মে:নতুন সপ্তাহের মাঝামাঝি পর্যন্ত বঙ্গে বৃষ্টিপাতের পূর্বাভাস দিল হাওয়া অফিস ৷ চলতি সপ্তাহের প্রথমদিক থেকে পারদ ফের চড়তে শুরু করেছিল । বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় ফের অস্বস্তিকর গরমে জেরবার বঙ্গবাসী। মনে করা হয়েছিল পারদ আবারও 40 ডিগ্রি ছুঁয়ে ফেলবে, তৈরি হবে তাপপ্রবাহের পরিস্থিতি। সেই সম্ভাবনা একেবারে না-গেলেও দহনজ্বালা হয়তো সেভাবে সহ্য করতে হবে না। কারণ, আগামী বুধবার পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস মিলল আলিপুর আবহাওয়া অফিস সূত্রে ৷

দু’দিন আগেও দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলি থেকে বৃষ্টি সরে যাওয়ার কথা বলা হয়েছিল। বর্তমানে উত্তরবঙ্গে বৃষ্টি পরিস্থিতি রয়েছে। সেইসঙ্গে সাগরে তৈরি হচ্ছে নিম্নচাপ ৷ ফলে গরম থেকে দ্রুত রেহাই মিলতে পারে ৷ আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সোমনাথ দত্ত বলেন, "শনিবার উত্তরবঙ্গের সামান্য বৃষ্টি হলেও দক্ষিণবঙ্গে বৃষ্টির আশা খুব কম। কার্যত নেই বললেই চলে।" তবে আগামিকাল অর্থাৎ রবিবার কলকাতা, হাওড়া, হুগলি, পুরুলিয়া এবং ঝাড়গ্রাম ছাড়া উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গে সর্বত্র বৃষ্টির পূর্বাভাস মিলেছে।

শনিবার পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান, দুই মেদিনীপুর এবং ঝাড়গ্রামে বজ্রবিদ্যুৎ-সহ দমকা ঝোড়ো হাওয়া বইবে। গাঙ্গেয় দক্ষিণবঙ্গের বাকি জেলা-সহ উত্তরবঙ্গের সমতলের তিন জেলা মালদা এবং দুই দিনাজপুরে ঘর্মাক্ত উষ্ণ আবহাওয়া। বিশেষত মালদা, দুই দিনাজপুর এবং কোচবিহারে অস্বস্তি বাড়বে। এমনটাই পূর্বাভাস হাওয়া অফিস সূত্রে ৷

উত্তরবঙ্গের দুই দিনাজপুর আজ তাপপ্রবাহের কবলে পড়তে পারে। দক্ষিণবঙ্গের বাঁকুড়া ও পশ্চিম বর্ধমানেও তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে। রবিবার দুই 24 পরগনা ও দুই মেদিনীপুরের বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে দমকা হাওয়ার পূর্বাভাস রয়েছে। উত্তরবঙ্গের উপরের পাঁচ জেলায় 40 কিলোমিটার বেগে দমকা হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে ।

সোমবার 20 তারিখ রাজ্যে পঞ্চম দফার ভোট। ওই দিন রাজ্য জুড়ে বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। সেইসঙ্গে কমবে তাপমাত্রা । কলকাতা-সহ গোটা রাজ্যে বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে । শীতল বাতাস বইবে । পরদিন মঙ্গলবার থেকে উত্তরবঙ্গে বৃষ্টি কমবে। অন্যদিকে, দক্ষিণবঙ্গের সব জেলায় বৃষ্টি বাড়বে। সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত বঙ্গজুড়ে বৃষ্টি পরিস্থিতির জেরে কমবে তাপমাত্রা ৷ এমটাই জানানো হয়েছে আলিপুর হাওয়া অফিস সূত্রে ৷ উত্তর এবং দক্ষিণবঙ্গেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা আছে ৷

মঙ্গলবার দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি ও ঘণ্টায় 40 কিলোমিটার বেগে দমকা হাওয়া বইবে । বুধবারও রাজ্যজুড়ে একই পরিস্থিতি থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস ৷ এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা। নতুন সপ্তাহের প্রথম দিন থেকে বৃষ্টি পরিস্থিতির পালে হাওয়া দিতে নিম্নচাপ তৈরির সম্ভাবনাও তৈরি হচ্ছে।

শুক্রবার কলকাতা এবং পার্শ্ববর্তী অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 38.1 ডিগ্রি সেলসিয়াস ৷ যা স্বাভাবিকের চেয়ে 2.3 ডিগ্রি বেশি। সর্বনিম্ন তাপমাত্রা ছিল 29.2 ডিগ্রি সেলসিয়াস ৷ যা স্বাভাবিকের চেয়ে 2.5 ডিগ্রি বেশি। বাতাসে সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতা পরিমাণ 88 শতাংশ, সর্বনিম্ন 43 শতাংশ।শনিবার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে । সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 38 ডিগ্রি এবং 29ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে।

আরও পড়ুন:

  1. সপ্তাহান্তে রোম্যান্টিক মেজাজে কন্য়া, বাকিদের ভাগ্য়ে কী আছে জানুন রাশিফলে
  2. শিশুদের মধ্যেও বাড়ছে উচ্চ রক্তচাপের সমস্যা ! নিয়ন্ত্রণে রাখুন চিকিৎসকের পরামর্শে
  3. বর্ষার আগেই ডেঙ্গির 'ডেন থ্রি' ভ্য়ারিয়েন্টের সন্ধান, আক্রান্ত 3
Last Updated : May 18, 2024, 8:19 AM IST

ABOUT THE AUTHOR

...view details