কলকাতা, 4 নভেম্বর: ঘূর্ণিঝড় দানা'র প্রভাব কেটে গিয়েছে ৷ রৌদ্রজ্বল আকাশে গুমোট ভাব আর নেই। গত দু'দিন থেকেই পারদ নামতে শুরু করেছে ৷ উত্তরবঙ্গের ওপরের পাঁচটি জেলায় ইতিমধ্যেই ঠাণ্ডা ভালোরকম অনুভূত হচ্ছে ৷ দার্জিলিংয়ে সর্বনিম্ন তাপমাত্রা 12 ডিগ্রির ঘরে ঢুকে পড়েছে ৷ বাকি জেলাগুলোর তাপমাত্রা কমের দিকে। কেমন থাকবে কলকাতার আবহাওয়া ?
বঙ্গের হাওয়ায় আর্দ্রতা কমতে শুরু করেছে ৷ সর্বনিম্ন তাপমাত্রাও একটু করে নামতে শুরু করেছে ৷ আলিপুর আবহাত্তয়া দফতর জানিয়েছে, চলতি সপ্তাহে সর্বনিম্ন তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি নীচে নামতে পারে ৷ সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 23 ডিগ্রির কাছাকাছি নেমে আসতে পারে। আজ কলকাতা ও তার আশপাশে সর্বোচ্চ তাপমাত্রা 31 ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা 23 ডিগ্রির আশেপাশে থাকবে। তবে রাজ্যে এখনও বৃষ্টির ভ্রুকুটি রয়েছে ৷ মঙ্গল ও বুধবার দক্ষিণবঙ্গের কয়েকটি জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে ৷ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতাতেও। উত্তরবঙ্গের কয়েকটি জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷