পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ ! ফের ভারী বর্ষণে ভাসবে বাংলা ? - West Bengal Weather Update - WEST BENGAL WEATHER UPDATE

West Bengal Weather Report: দক্ষিণবঙ্গে এখনও 44 শতাংশ বৃষ্টির ঘাটতি ৷ তারমধ্যেই সাগরে আরও জোরালো হয়েছে নিম্নচাপের পরিস্থিতি ৷ যদিও সেই নিম্নচাপের প্রভাবেও খুব একটা বেশি বৃষ্টির সম্ভাবনা নেই রাজ্যে ।

weather report
জোরালো নিম্নচাপের পরিস্থিতি রাজ্যে (ফাইল ছবি)

By ETV Bharat Bangla Team

Published : Jul 27, 2024, 8:03 AM IST

Updated : Jul 27, 2024, 1:52 PM IST

কলকাত, 27 জুলাই:রাজ্যে ঘনীভূত ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হয়েছে । যদিও নিম্নচাপের পরিস্থিতি জোরালো হলেও, রাজ্যজুড়ে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই ৷ আলিপুর আবহাওয়া দফতরের আবহবিদ সৌরিশ বন্দ্যোপাধ্যায় জানান, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ সংলগ্ন উত্তর বঙ্গোপসাগর উপকূলে তৈরি হয়েছে নিম্নচাপ । এই নিম্নচাপটি বাংলার ওপর দিয়ে ক্রমশ ঝাড়খণ্ডের দিকে এগোচ্ছে । ফলে আগামী 24 ঘণ্টায় রাজ্যের কয়েকটি জায়গায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকলেও তা যথেষ্ট নয় ৷

সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ (ইটিভি ভারত)

হাওয়া অফিস সূত্রে খবর, দক্ষিণবঙ্গে এখনও 44 শতাংশ বৃষ্টির ঘাটতি রয়েছে । নিম্নচাপের প্রভাবেও খুব একটা বেশি বৃষ্টির সম্ভাবনা নেই । জুলাই মাসে দক্ষিণবঙ্গে এই ঘাটতি পূরণ হওয়ার সম্ভাবনা কম বলেই মনে করছেন আবহাওয়াবিদরা । কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাতে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে । আগামী 24 ঘণ্টায় দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া ও পুরুলিয়ায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা আছে ।

উত্তরবঙ্গের জেলাগুলিতেও কম বৃষ্টিপাতের সম্ভাবনা ৷ বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে বেশি বৃষ্টি হবে কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে ৷ পার্বত্য ও তৎসংলগ্ন এই জেলাগুলির কিছু অংশে ভারী বৃষ্টির সম্ভাবনা আছে ৷ এমনটাই জানা গিয়েছে আবহাওয়া দফতর সূত্রে ৷ আজ দার্জিলিং এবং কালিম্পং, দুই জেলাতেই ভারী বৃষ্টির পূর্বাভাস ৷ সোমবার ভারী বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে।

শুক্রবার কলকাতা এবং তার আশেপাশের অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32.2 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 0.4 ডিগ্রি কম । সর্বনিম্ন তাপমাত্রা ছিল 28.1 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 1.4 ডিগ্রি বেশি । বাতাসে সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 92শতাংশ ৷ সর্বনিম্ন আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 73 শতাংশ। আজ শনিবার দিনের আকাশ মেঘলা থাকতে পারে । দু-এক পশলা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা আছে । সর্বোচ্চ তাপমাত্রা 31 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে ৷

Last Updated : Jul 27, 2024, 1:52 PM IST

ABOUT THE AUTHOR

...view details