পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

শিবরাত্রিতে শুষ্ক আবহাওয়া, তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস দিল হাওয়া অফিস - shivratri weather in Kolkata

West Bengal Weather Update: বৃহস্পতিবার হঠাৎ তাপমাত্রা স্বাভাবিকের থেকে 5 ডিগ্রি নীচে নেমে যায় ৷ তবে এই পরিস্থিতি সাময়িক, জানিয়েছে হাওয়া অফিস ৷ শিবরাত্রিতে আকাশ রৌদ্রোজ্জ্বল থাকবে ৷ বৃষ্টির সম্ভাবনা নেই ৷

ETV Bharat
মহাশিবরাত্রিতে আবহাওয়া

By ETV Bharat Bangla Team

Published : Mar 8, 2024, 7:00 AM IST

Updated : Mar 8, 2024, 7:30 AM IST

শিবরাত্রিতে আবহাওয়া কেমন থাকবে জানালেন হাওয়া অফিসের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সোমনাথ দত্ত

কলকাতা, 8 মার্চ: আজ শিবরাত্রি ৷ এদিকে ভরা বসন্তে তাপমাত্রার হঠাৎ পতন ৷ বৃহস্পতিবার রাজ্যের সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে পাঁচ ডিগ্রি নীচে নেমে যায়, যা গত কয়েকদিনে দেখা যায়নি ৷ এই প্রসঙ্গে আবহাওয়া অফিসের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সোমনাথ দত্ত জানান, সর্বোচ্চ তাপমাত্রার এই পতন সাময়িক ৷ আজ শুক্রবার থেকে পারদ ফের 30 ডিগ্রির ঘরে ঢুকে পড়বে এবং তা ক্রমেই বাড়বে ৷ কিন্তু এই হঠাৎ পতন কেন ? কেনই বা লক্ষ্মীবারে সারাটা দিন আকাশ মেঘলা রইল ? অতি হালকা হলেও বৃষ্টি হল কলকাতা এবং তার আশপাশের অঞ্চলে ?

এ প্রসঙ্গে সোমনাথ দত্ত বলেন, "বঙ্গোপসাগরের উপর একটি বিপরীত ঘূর্ণাবর্তের সৃষ্টি হয়েছে ৷ তার ফলে জলীয় বাষ্পপূর্ণ বাতাস এই রাজ্যে প্রবেশ করতে পারছে না ৷ এই রাজ্যের উপর দিয়ে একটি উচ্চচাপ অক্ষরেখা অতিক্রম করছে ৷ এর উপর দিয়ে উত্তর-পশ্চিমী বাতাস জোরালোভাবে প্রবেশ করছে ৷ এর ফলে একটা ঠান্ডাভাব পাওয়া গিয়েছে ৷ তবে আজ থেকে পারদ চড়বে ৷ সর্বোচ্চ তাপমাত্রা 30 ডিগ্রির ঘরে প্রবেশ করবে এবং ক্রমান্বয়ে বাড়বে ৷ বৃষ্টিপাত আর সেভাবে হবে না ৷ বরং শুষ্ক আবহাওয়া থাকবে ৷ বৃহস্পতিবার যে বৃষ্টি হয়েছে তা বলার মতো নয় ৷ এবং সেটা হয়েছে বিপরীত ঘূর্ণাবর্ত ও উচ্চচাপ বলয়ের অবস্থানের কারণেই ৷"

বৃহস্পতিবার কলকাতা এবং তার আশপাশের অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 26.7 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 6 ডিগ্রি কম । সর্বনিম্ন তাপমাত্রা ছিল 21.9 ডিগ্রি সেলসিয়াস ৷ বাতাসের আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 91 শতাংশ এবং সর্বনিম্ন 40 শতাংশ ৷ আজ শুক্রবার দিনের আকাশ মূলত পরিষ্কারই থাকবে ৷ সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 29 এবং 20 ডিগ্রির কাছাকাছি ঘোরাফেরা করবে ৷

আরও পড়ুন:

  1. শুক্রে মহাদেবের কৃপায় সুখ-সমৃদ্ধি লাভ কাদের, জানুন রাশিফলে
  2. রেল পরিবহণে বিকাশ, আক্ষেপ শিল্পতালুক নিয়ে; জয়ন্ত রায়ের 5 বছরের খতিয়ান
  3. শাহজাহানকে হেফাজতে পেয়ে তদন্তে গতি আনল সিবিআই, শঙ্করকে নিয়ে তৎপরতা বনগাঁতেও
Last Updated : Mar 8, 2024, 7:30 AM IST

ABOUT THE AUTHOR

...view details