জলপাইগুড়ি, 5 সেপ্টেম্বর: পশ্চিমবঙ্গ মেডিক্যাল কাউন্সিল থেকে ডা. সুশান্তকুমার রায়কে সাসপেন্ড করার দাবি জানাল আইএমএ পশ্চিমবঙ্গ শাখা ৷ শুধু তাই নয়, মেডিক্যাল কাউন্সিলের আরও তিনজন সদস্যকেও সাসপেন্ড করার দাবি জানানো হয়েছে । ডা. সুশান্তকুমার রায়ের পাশাপাশি মেডিক্যাল কাউন্সিলের তিনজন সদস্য ডা. অভীক দে, ডা. তাপস চক্রবর্তী, ডা. দীপাঞ্জন হালদার এবং প্যানেল ও এথিকাল কমিটির সদস্য বিরূপাক্ষ বিশ্বাসকে সাসপেন্ড করার দাবি লিখিতভাবে মেডিক্যাল কাউন্সিলের সভাপতি ডা. সুদীপ্ত রায়কে জানানো হয়েছে ।
আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ঘটনায় ইতিমধ্যেই নাম জড়িয়েছে পশ্চিমবঙ্গ মেডিক্যাল কাউন্সিলের পদাধিকারী ও কয়েকজন সদস্যের । এই ঘটনায় সিবিআইয়ের তদন্ত চলছে, গ্রেফতার হয়েছেন আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ ডা. সন্দীপ ঘোষ । পশ্চিমবঙ্গ মেডিক্যাল কাউন্সিলের সহ সভাপতি তথা উত্তরবঙ্গ লবির প্রধান ডা. সুশান্তকুমার রায় ইতিমধ্যেই সংবাদমাধ্যমের কাছে স্বীকার করেছেন যে, তিনি ঘটনার দিন আরজি কর মেডিক্যাল কলেজে গিয়েছিলেন তাঁর কয়েকজন সদস্যকে নিয়ে । শুধু তাই নয়, তিনি মেডিক্যাল কাউন্সিলের নির্দেশেই নাকি ঘটনাস্থলে গিয়েছিলেন বলে দাবি করেন ।