পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

মেডিক্যাল কাউন্সিল থেকে সুশান্তকুমার রায়-সহ 4 ডাক্তারকে সাসপেন্ডের দাবি আইএমএ রাজ্য শাখার - RG Kar Doctor Rape and Murder - RG KAR DOCTOR RAPE AND MURDER

Demand of Dr. Sushanta Kumar Roy Suspension: পশ্চিমবঙ্গ মেডিক্যাল কাউন্সিল থেকে ডা. সুশান্তকুমার রায়-সহ 4 জন ডাক্তারকে সাসপেন্ড কার দাবি জানাল আইএমএ রাজ্য শাখা ৷ এই দাবি জানিয়ে তারা মেডিক্যাল কাউন্সিলের সভাপতি ডা. সুদীপ্ত রায়কে চিঠি দিয়েছে ৷

ETV BHARAT
ডা. সুশান্তকুমার রায়কে রাজ্য মেডিক্যাল কাউন্সিল থেকে সাসপেন্ডের দাবি (নিজস্ব চিত্র)

By ETV Bharat Bangla Team

Published : Sep 5, 2024, 1:59 PM IST

জলপাইগুড়ি, 5 সেপ্টেম্বর: পশ্চিমবঙ্গ মেডিক্যাল কাউন্সিল থেকে ডা. সুশান্তকুমার রায়কে সাসপেন্ড করার দাবি জানাল আইএমএ পশ্চিমবঙ্গ শাখা ৷ শুধু তাই নয়, মেডিক্যাল কাউন্সিলের আরও তিনজন সদস্যকেও সাসপেন্ড করার দাবি জানানো হয়েছে । ডা. সুশান্তকুমার রায়ের পাশাপাশি মেডিক্যাল কাউন্সিলের তিনজন সদস্য ডা. অভীক দে, ডা. তাপস চক্রবর্তী, ডা. দীপাঞ্জন হালদার এবং প্যানেল ও এথিকাল কমিটির সদস্য বিরূপাক্ষ বিশ্বাসকে সাসপেন্ড করার দাবি লিখিতভাবে মেডিক্যাল কাউন্সিলের সভাপতি ডা. সুদীপ্ত রায়কে জানানো হয়েছে ।

আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ঘটনায় ইতিমধ্যেই নাম জড়িয়েছে পশ্চিমবঙ্গ মেডিক্যাল কাউন্সিলের পদাধিকারী ও কয়েকজন সদস্যের । এই ঘটনায় সিবিআইয়ের তদন্ত চলছে, গ্রেফতার হয়েছেন আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ ডা. সন্দীপ ঘোষ । পশ্চিমবঙ্গ মেডিক্যাল কাউন্সিলের সহ সভাপতি তথা উত্তরবঙ্গ লবির প্রধান ডা. সুশান্তকুমার রায় ইতিমধ্যেই সংবাদমাধ্যমের কাছে স্বীকার করেছেন যে, তিনি ঘটনার দিন আরজি কর মেডিক্যাল কলেজে গিয়েছিলেন তাঁর কয়েকজন সদস্যকে নিয়ে । শুধু তাই নয়, তিনি মেডিক্যাল কাউন্সিলের নির্দেশেই নাকি ঘটনাস্থলে গিয়েছিলেন বলে দাবি করেন ।

ধর্ষণ ও খুনের ঘটনায় মেডিক্যাল কাউন্সিলের কী কাজ তা নিয়ে প্রশ্ন উঠেছে । শুধু তাই নয়, তথ্য-প্রমাণ লোপাটের অভিযোগও উঠেছে । এছাড়াও উত্তরবঙ্গ লবির প্রধান ডা. সুশান্তকুমার রায়ের একাধিক অনিয়ম ও প্রভাব খাটানোর ঘটনা প্রকাশ্যে এসেছে । অন্যদিকে, উত্তরবঙ্গ লবির প্রভাবশালী মেডিক্যাল কাউন্সিল সদস্য ডা. অভীক দে এবং প্যানেল ও এথিকাল কমিটির সদস্য ডা. বিরূপাক্ষ বিশ্বাস এই মুহূর্তে তাঁদের নানা কর্মকাণ্ডের জন্য বিতর্কের মুখে পড়েছেন । গতকালও উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে অভীক দে-র বিরুদ্ধে সরব হন চিকিৎসক পড়ুয়া থেকে চিকিৎসকরা । পাশাপাশি বিরূপাক্ষ বিশ্বাসের বিরুদ্ধেও তৈরি হয়েছে জনরোষ ৷

আইএমএ পশ্চিমবঙ্গ শাখার সভাপতি ডা. দিলীপকুমার দত্ত পশ্চিমবঙ্গ মেডিক্যাল কাউন্সিলের সভাপতি ডা. সুদীপ্ত রায়কে লিখিত অভিযোগ করে জানিয়েছেন, এই মুহূর্তে মেডিক্যাল কাউন্সিল বিতর্কের কেন্দ্রবিন্দুতে রয়েছে । ইতিমধ্যেই কাউন্সিলের সদস্য ডা. দীপাঞ্জন বন্দোপাধ্যায় ও ডা. সুমন মুখোপাধ্যায় মেডিক্যাল কাউন্সিল থেকে ইস্তফা দিয়েছেন । ঘটনার তদন্ত শেষ না-হওয়া পর্যন্ত ডা. সুশান্তকুমার রায়-সহ মোট পাঁচজন সদস্যকে সাসপেন্ড করার দাবি জানানো হয়েছে ৷

ABOUT THE AUTHOR

...view details