মালদা, 13 অক্টোবর: কলকাতায় অনশনরত চিকিৎসকদের প্রতি সহমর্মিতা জানাতে 12 ঘণ্টার প্রতীকী অনশনে বসলেন ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন (আইএমএ) মালদা শাখার সদস্যরা।
পাশাপাশি রবিবার মালদা শহরে নাগরিক সমাজের তরফেও প্রতীকী অনশনের আয়োজন করা হয়েছে। সোম ও মঙ্গলবার সমস্ত চিকিৎসকরা কর্মবিরতিতে সামিল হলেও মানুষের স্বার্থে তাঁরা অভয়া ক্লিনিকের আয়োজন করতে চলেছেন বলেও খবর।
প্রতীকী অনশনে আইএমএ (ইটিভি ভারত) আরজি কর মেডিক্যালের ঘটনার বিচার চেয়ে প্রায় প্রতিদিনই মালদা শহরের রাস্তায় মিছিল হয়েছে। বাদ যায়নি পুজোর দিনও। ষষ্ঠীর রাতে যেমন মালদা শহরের বাসিন্দারা রাজপথে মশাল হাতে মিছিল করেছেন তেমনই অষ্টমীর দুপুরেও পুজোর অঞ্জলির সঙ্গে উঠে এসেছে বিচারের দাবি। দেবীর বিদায়ের শেষবেলায় রবিবারও একই দাবিতে কলকাতায় অনশনে বসা চিকিৎসকদের পাশে থাকার বার্তা দিয়েছেন মালদা শহরের বাসিন্দারা। একই বার্তা দিয়েছে আইএমএ মালদা শাখাও। এদিন শহরের প্রাণকেন্দ্রে যেমন নাগরিক সমাজ প্রতীকী অনশনে সামিল হয়েছেন, তেমনই নিজস্ব দফতরে অনশন করছেন আইএমএ সংগঠনের সদস্যরা।
আইএমএ মালদা শাখার সদস্য চিকিৎসক সায়ন্তন গুপ্ত বলেন, “আমাদের ছেলেমেয়েরা কলকাতার রাজপথে আমরণ অনশনে বসেছেন। তিন জনকে হাসপাতালে পর্যন্ত ভর্তি হতে হয়েছে। তাঁদের সঙ্গে সহমর্মিতা দেখিয়ে আমাদের এই 12 ঘণ্টার অনশন কর্মসূচি। আমরা আইএমএ ভবনের নীচে এই কর্মসূচি পালন করছি। এখানে মেডিক্যাল কলেজের চিকিৎসকদের পাশাপাশি বেসরকারি হাসপাতালের চিকিৎসকরাও রয়েছেন। অনেকেই মেডিক্যাল কলেজে অন ডিউটিতে আছেন।"
তিনি আরও বলেন, "ডাক্তারবাবুদের ডিউটি শেষ হলে তাঁরাও এখানে এসে আমাদের সঙ্গে যোগ দেবেন। সোমবার ও মঙ্গলবার সমস্ত চিকিৎসকরা কর্মবিরতি পালন করবেন। সেই সময়ে রোগীদের যাতে সমস্যা না হয়, তা সুনিশ্চিত করতে আমরা আইএমএ ভবনে সকাল 10টা থেকে বেলা দু'টো পর্যন্ত অভয়া ক্লিনিকের আয়োজন করব।"