কলকাতা, 6 মে: সোমবার প্রকাশিত হল আইসিএসই এবং আইএসসি'র ফল। আইসিএসই'তে 99.22 শতাংশ পাশের হার রাজ্যে। রাজ্যে আইএসসি'তে পাশের হার 97.80 শতাংশ। রাজ্যেও ছেলেদের তুলনায় মেয়েদের পাশের হার বেশি। আইসিএসই'তে রাজ্যে ছেলেদের পাশের হার যেখানে 99.07 শতাংশ, সেখানে মেয়েদের পাশের হার 99.41 শতাংশ। আইএসসি'তে মেয়েদের পাশের হার 98.86 শতাংশ, ছেলেদের পাশের হার 96.88 শতাংশ। এবছর বাংলা থেকে আইসিএসই পরীক্ষায় অংশ নিয়েছিল 436টি স্কুল ৷ অন্যদিকে, আইএসসিতে স্কুলের সংখ্যা ছিল 320টি। আইসিএসই'তে রাজ্য থেকে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল 42,332 জন। আইএসসি'তে পরীক্ষার্থীর সংখ্যাটা 27,621 জন।
অন্যদিকে, দেশজুড়ে সার্বিকভাবে আইসিএসসিই পরীক্ষায় অংশ নিয়েছিল 2 লক্ষ 43 হাজার 617 জন। আইএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল 99 হাজার 901 জন পরীক্ষার্থী। আইসিএসসি পরীক্ষায় পাশের হার 99.47 শতাংশ। অন্যদিকে, আইএসসি পরীক্ষায় পাশের হার 98.19 শতাংশ। সারাদেশেও ছেলেদের তুলনায় এগিয়ে রয়েছে মেয়েরাই। আইএসসি পরীক্ষায় মেয়েদের পাশের হার 98.92 শতাংশ। ছেলেদের পাশের হার 97.53 শতাংশ। অন্যদিকে, আইসিএসসি পরীক্ষায় মেয়েদের পাশের হার 99.65 শতাংশ আর ছেলেদের পাশের হার 99.31 শতাংশ।