পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

আইসিএসই-আইএসসি: পাশের হারে রাজ্যেও ছেলেদের পিছনে ফেলল মেয়েরা - ICSE ISC Result 2024 - ICSE ISC RESULT 2024

Bengal CISCE Results 2024: আইসিএসই এবং আইএসসি পরীক্ষার রেজাল্টে দেশের মতো রাজ্যেও পাশের হারে এগিয়ে ছেলেদের থেকে এগিয়ে মেয়েরা ৷ আইসিএসই ফলপ্রকাশে 99.22 শতাংশ পাশের হার রাজ্যে। আর আইএসসি'তে পাশের হার 97.80 শতাংশ।

Bengal CISCE Results 2024
বঙ্গেও পাশের হারে মেয়েরা এগিয়ে (ফাইল চিত্র)

By ETV Bharat Bangla Team

Published : May 6, 2024, 1:31 PM IST

কলকাতা, 6 মে: সোমবার প্রকাশিত হল আইসিএসই এবং আইএসসি'র ফল। আইসিএসই'তে 99.22 শতাংশ পাশের হার রাজ্যে। রাজ্যে আইএসসি'তে পাশের হার 97.80 শতাংশ। রাজ্যেও ছেলেদের তুলনায় মেয়েদের পাশের হার বেশি। আইসিএসই'তে রাজ্যে ছেলেদের পাশের হার যেখানে 99.07 শতাংশ, সেখানে মেয়েদের পাশের হার 99.41 শতাংশ। আইএসসি'তে মেয়েদের পাশের হার 98.86 শতাংশ, ছেলেদের পাশের হার 96.88 শতাংশ। এবছর বাংলা থেকে আইসিএসই পরীক্ষায় অংশ নিয়েছিল 436টি স্কুল ৷ অন্যদিকে, আইএসসিতে স্কুলের সংখ্যা ছিল 320টি। আইসিএসই'তে রাজ্য থেকে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল 42,332 জন। আইএসসি'তে পরীক্ষার্থীর সংখ্যাটা 27,621 জন।

অন্যদিকে, দেশজুড়ে সার্বিকভাবে আইসিএসসিই পরীক্ষায় অংশ নিয়েছিল 2 লক্ষ 43 হাজার 617 জন। আইএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল 99 হাজার 901 জন পরীক্ষার্থী। আইসিএসসি পরীক্ষায় পাশের হার 99.47 শতাংশ। অন্যদিকে, আইএসসি পরীক্ষায় পাশের হার 98.19 শতাংশ। সারাদেশেও ছেলেদের তুলনায় এগিয়ে রয়েছে মেয়েরাই। আইএসসি পরীক্ষায় মেয়েদের পাশের হার 98.92 শতাংশ। ছেলেদের পাশের হার 97.53 শতাংশ। অন্যদিকে, আইসিএসসি পরীক্ষায় মেয়েদের পাশের হার 99.65 শতাংশ আর ছেলেদের পাশের হার 99.31 শতাংশ।

এইবছর 12 ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছিল আইএসসি অর্থাৎ দ্বাদশ শ্রেণীর পরীক্ষা যা শেষ হয়েছিল 4 এপ্রিল। অন্যদিকে, আইসিএসই অর্থাৎ দশম শ্রেণীর পরীক্ষা শুরু হয়েছিল 21 ফেব্রুয়ারি, যা শেষ হয়েছিল 28 মার্চ। পরীক্ষা শেষেই জানিয়ে দেওয়া হয়েছিল মে মাসে প্রকাশিত হবে পরীক্ষার ফল। আইসিএসসি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য প্রত্যেকটা বিষয় ন্যূনতম পাশ মার্ক হল 33 শতাংশ আর দ্বাদশ শ্রেণীর ক্ষেত্রে সেই সংখ্যা হল 35 শতাংশ।

বোর্ডের তরফ থেকে আগেই জানানো হয়েছে, যেসব পরীক্ষার্থী নম্বর পুনর্বিবেচনার জন্য পুনরায় পরীক্ষা দিতে চায় তারা সর্বোচ্চ যে কোনও দু'টি বিষয়ে পরীক্ষা দিতে পারবে। চলতি বছর জুলাই মাসে নেওয়া হবে ওই পরীক্ষা।

আরও পড়ুন:

  1. আইসিএসই ও আইএসসি'র ফলাফল প্রকাশিত, পাশের হারে ছেলেদের টেক্কা দিল মেয়েরা
  2. কিছুক্ষণ পরই আইসিএসই-আইএসসি'র ফলপ্রকাশ, এক ক্লিকে কীভাবে দেখবেন রেজাল্ট
  3. রিভিউ-স্ক্রুটিনির জন্য কোথায় আবেদন করবেন? জানাল পর্ষদ

ABOUT THE AUTHOR

...view details