কলকাতা, 31 অগস্ট: রাজ্যের নতুন মুখ্যসচিব হলেন মনোজ পন্থ। শনিবার নবান্নের তরফে বিজ্ঞপ্তি জারি করে মনোজের নাম ঘোষণা করা হয়েছে। কেন্দ্রীয় সরকার ভগবতী প্রসাদ গোপালিকার মেয়াদ বৃদ্ধি না করায় পরবর্তী মুখ্যসচিব বেছে নিল রাজ্য সরকার ৷
বিদায়ী মুখ্যসচিব ভগবতী প্রসাদ গোপালিকার মেয়াদ বৃদ্ধিতে দিল্লির অনুমোদন না পাওয়ায় মনোজ পন্থকেই নতুন মুখ্যসচিব হিসাবে বেছে নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার পর্যন্ত মুখ্যসচিব হওয়ার দৌড়ে তাঁর নাম ছিল। কিন্তু আচমকাই তাঁকে সেচ দফতরের সচিব করে দেওয়া হয়। তখন থেকেই আলোচনা চলছিল তাহলে কি বিদায়ী মুখ্যসচিব ভগবতী প্রসাদ গোপালিকার চাকরি জীবনের মেয়াদ বাড়ছে ? নাকি মুখ্যসচিবের দৌড়ে দীর্ঘদিন অর্থ সচিবের দায়িত্ব সামলানো মনোজ পন্থের নাম কি তবে বিবেচনা করা হচ্ছে না ? বিভিন্ন মহল থেকে ভূমি ও প্রাণী উন্নয়ন সচিব বিবেক কুমারের নামও শোনা যাচ্ছিল। কিন্তু শনিবার বারবেলায় সকলকে চমকে দিয়ে পরবর্তী মুখ্যসচিব হিসেবে নাম ঘোষণা করা হল মনোজ পন্থের। একদিনের জন্য সেচ সচিব হয়ে রাজ্যের মুখ্য সচিবের গুরু দায়িত্ব পেলেন তিনি।
প্রসঙ্গত, শুক্রবার রাত পর্যন্ত রাজ্য সরকারের তরফে মনে করা হচ্ছিল বর্তমান মুখ্যসচিব ভগবতীপ্রসাদ গোপালিকার মেয়াদ বৃদ্ধির আবেদন মেনে নেবে কেন্দ্রীয় সরকার। আনুষ্ঠানিকভাবে এদিন অর্থাৎ 31 অগস্ট ছিল মুখ্যসচিব হিসাবে গোপালিকার শেষ দিন। এমনটাও শোনা যাচ্ছিল, প্রধানমন্ত্রীর দফতর থেকে এদিনই অনুমোদন দেওয়া হতে পারে তাঁর মেয়াদ বৃদ্ধির বিষয়টিতে। কিন্তু কেন্দ্রীয় সরকার শেষ পর্যন্ত বর্তমান মুখ্যসচিবের মেয়াদ বৃদ্ধির আবেদনের সাড়া দিল না। এরপরই 1991 ব্যাচের আইএএস অফিসার মনোজ পন্থকে নয়া মুখ্যসচিবের দায়িত্ব দিল রাজ্য ৷
উল্লেখ্য, এদিন রাজ্য সরকারের তরফ থেকে বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দেওয়া হয়েছে, মুখ্যসচিব হিসাবে এখন থেকে দায়িত্ব সামলাবেন মনোজ পন্থ। প্রসঙ্গত, প্রণব মুখোপাধ্যায় কেন্দ্রের অর্থমন্ত্রী থাকার সময় এই মনোজ পন্থ তাঁর ব্যক্তিগত সচিব ছিলেন। পরে কেন্দ্রীয় সরকারের যুগ্মসচিব পদ-মর্যাদার অফিসার হন। এমনকী পরবর্তীকালে ওয়াশিংটনে বিশ্ব ব্যাঙ্কের সদর দফতরে নয়াদিল্লির প্রতিনিধি হিসেবেও দীর্ঘদিন কাজ করেছেন এই আধিকারিক। এখানেই শেষ নয়, বরাবরই মনোজ পন্থ মুখ্যমন্ত্রীর সুনজরে থাকা অফিসারদের মধ্যেও একজন।
কিন্তু শুক্রবার অর্থ দফতর থেকে সেচ দফতরের সচিব পদে তাঁকে পাঠানোয় নবান্নে গুঞ্জন তৈরি হয়েছিল ৷ অনেকেই মনে করেছিলেন, তবে কি ক্ষমতা কমিয়ে দেওয়া হল মনোজ পন্থের ? কিন্তু এরপরেও চমক অপেক্ষা করছিল। আসল বিষয়টি হল, মনোজ পন্থকে ওখানে সরিয়ে অপেক্ষা করালেন মুখ্যমন্ত্রী। সময় বুঝে তাঁকেই ফের মুখ্যসচিবের পদেই নিয়ে এলেন তিনি।